হোস্টিং বিষয়ক বাংলা কমিউনিটি ফোরাম।

"বাংলায় ওয়েব হোস্টিং নিয়ে উন্মুক্ত আলোচনা" এই শ্লোগান নিয়ে শুরু হল হোস্টিং আলোচনা ভিত্তিক ফোরাম "হোস্ট আলাপন"। নিজের একটি ওয়েব সাইট থাকা কারো জন্যে শখের, কারো প্রফেশনাল কাজের বিজ্ঞাপন, কারো বা আবার শেয়ার করার জন্য বেশ প্রয়োজনীয় একটি উপকরণ হয়ে দাড়িয়েছে বর্তমান ইন্টারনেটের যুগে। আর সেই ওয়েব সাইট বানাতে গেলেই মনে ভেসে আসে হাজারো প্রশ্ন। প্রশ্ন জন্মে হোস্টিং, ডোমেইন ইত্যাদি নিয়ে। ইন্টারনেটে যে খুজঁলে পাওয়া যাবে না, তা নয়। তবে নিজের ভাষায় যদি সেই সব প্রশ্নের উত্তর খুঁজে নেয়া যায় তাহলে তার থেকে ভাল কি হতে পারে। এই চিন্তাভাবনা থেকেই জন্ম "হোস্ট আলাপনের"।

আপনি যদি হোস্টিং, ডোমেইন, ওয়েব ডিজাইন সার্ভিস প্রোভাইডার অথাবা হোস্টিং ডোমেইন এর সাথে সম্পর্কিত সার্ভিস প্রদান করে থাকেন তাহলে আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারবেন।

"হোস্ট আলাপন" এ আপনি আপনার হোস্টিং বিষয়ক যত প্রশ্ন রয়েছে সবকিছুর উত্তর খুঁজে পেতে সহায়ক পরিবেশ পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী হোস্টিং বেছে নিতে শেয়ার্ড, ডেডিকেটেড, ভিপিএস, ফ্রী সব ধরনের হোস্টিং নিয়েই আলোচনা করতে পারবেন। পারবেন হোস্টিং নিয়ে আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে।

ডোমেইন বিভাগে আপনি আপনি ডোমেইন ক্রয়ের পাশাপাশি ডোমেইন বিক্রয়ের জন্য সহায়তা পাবেন। এছাড়া হোস্টিং অফারগুলো যদি আপনার পছন্দের না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কাস্টম হোস্টিং প্যাকেজ কেমন দেখতে চান, সেটাও আলোচনা করতে পারবেন।

পাশাপাশি রয়েছে আপনার নিজের সাইট কিংবা ডিজাইন নিয়ে রিভিউ লেখার সুবিধা। কাজেই আপনি চাইলে রিভিউ দিয়ে অনেকের মতামত পেতে পারেন, সেখান থেকেই আপনার সাইট কে আরো উন্নত করার নানা দিক খুঁজে পেয়ে যেতে পারেন।

হোস্ট আলাপনএ রইল আপনাদের আমন্ত্রন। যে কোন সহায়ক পরামর্শ কিংবা এই সাইটে আরো কি কি সুবিধা পেতে চান, তা জানালে আমরা সাইটকে যথাসম্ভব উন্নত করে আপনার কাংখিত সহায়ক একটি সাইটে পরিনত করতে পারবো।

সাইটঃ http://hostalapon.com/

Level 0

আমি সালেহ আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bidvertiser a ad dicen dekci

ভাই বাংলাতে আই, টি জগত তথা আমরা এত অগ্রসর হয়েছি, ভাবতে খুবেই আনন্দ লাগছে। সাইটি খুবেই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Level 0

আউয়াল ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলছি,
আসলেই হাটি হাটি পা পা করে আমরা বানহ্লা ভাষাকে আই-টী জগতে প্রসিধ্য করে তুলছি, এটা ভেবে ভাল লাগছে

বাংলা ভাষা আরো এগিয়ে যাক সে সাথে হোষ্ট আলাপন এ কামনাই করি।