সফটওয়্যার ফ্রিডম ডে’র আড্ডাতে আপনি আমন্ত্রিত

ছবি

আগামী শনিবার সফটওয়্যার ফ্রিডম ডে উদযাপন উপলক্ষ্যে লিনাক্স পাগলাদের নিয়ে আমরা একটা আড্ডার আয়োজন করতে যাচ্ছি। অবশ্য শুধু লিনাক্স পাগলারাই নয় বরং যারা লিনাক্সের 'ল' ও জানেনা তারাও আমন্ত্রিত সেখানে। সেখানে কোনো টেকনিকাল প্যাকপ্যাকানি হবে না, কেবলই আড্ডা হবে, নির্জলা আড্ডা - কোন বদ্ধ রুমে নয় বরং খোলা আকাশের নীচে প্রাঞ্জল আড্ডা! অন্যভাবে মিলনমেলাও বলা যায় এই আড্ডাকে। লিফোতে যারা পোস্ট করে যাচ্ছেন তারা এই আড্ডায় ভার্চুয়াল জগতের বাইরে বাস্তব জগতে একে অপরকে চিনবেন জানবেন, হাতপা ছড়িয়ে এক সাথে বসে চুটিয়ে গালগপ্পো করবেন। লিফো'র সকল সদস্য স্ববান্ধব আমন্ত্রিত এই আড্ডায়।

আড্ডার সময়সূচী ও তারিখ নীচে দেয়া হলঃ

    সময়ঃ বিকাল ৪টা
    তারিখঃ শনিবার, ১৮ই সেপ্টেম্বর
    স্থানঃ ছবির হাট, চারুকলা ইন্সটিটিউটের উল্টোদিকে
    যোগাযোগঃ ০১৭১৩ ২৭ ১৭ ৩৭

যারা আসতে আগ্রহী তারা দয়া করে এই পোস্টে জানিয়ে যাবেন, যাতে আমরা উপস্থিতির ব্যাপারে একটা সম্ভাব্য ধারনা পেতে পারি। আশা করছি জমজমাট একটা আড্ডা হবে সবার সাথে!

মূল পোস্ট

Level New

আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মেইল লিষ্টে পেয়েছিলাম

আমি আসব

আসতে পারব না অনেক দূরে…………………………………………………………………………………………………………………..

বিদেশ থেকে অংশগ্রহন করার কোন ব্যবস্থা আছে?

    ভাই দেশে থেকেই অংশগ্রহন করতে পারছিনা 🙁

ভাই উপস্থিত থাকতে পরবো না নিমন্ত্রনের জন্য সবার পক্ষ থেকে ধন্যবাদ।

ভাল উদ্যোগ……আমার মত লিনাক্সের ‘ল’ ও জানেনা……তাদের জন্য আরও ভাল……আসার চেষ্টা করব……