এটা আমার প্রথম টিউন , কোনো প্রকার ভুল হলে আমাকে সংসোধন করে ডিবেন । আশা করি ভাল কিসু দিতে পারবো ।ইন্টারনেটে চ্যাটিংয়ের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়; কিন্তু সমস্যা হচ্ছে একই সফটওয়্যারে ইয়াহু, গুগল, এমএসএনসহ জনপ্রিয় সব আইডি ব্যবহারে করে একই সঙ্গে একাধিক আইডিতে লগইন করা যায় না। এ সমস্যার একটি সমাধান পিজিন নামের ফ্রি চ্যাটিং সফটওয়্যার।
এই ওপেনসোর্স সফটওয়্যারটি Yahoo!, Google Talk, MSN, AIM, ICQ, MySpaceIM সহ প্রচলিত প্রায় সব আইডি সমর্থন করে। ১৩.৬ মেগাবাইটের সফটওয়্যারটি http://www.pidgin.im থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে। আর ইনস্টল করার ঝামেলা থেকে মুক্ত থাকতে চাইলে পোর্টেবল সংস্করণ ব্যবহার করতে পারেন। ১৩.২ মেগাবাইটের পোর্টেবল সফটওয়্যারটি http://portableapps.com থেকে ডাউনলোড করতে পারেন।
আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্বাগতম
অনেক পথ পাড়ি দিতে হবে কিন্তু
আর হা বানান এবং স্ক্রীণশোটেত্র দিকে খেয়াল রাখতে হবে