ইউটিউব (YOU TUBE) : ইউটিউব টিপস এন্ড ট্রিকস হা হা হা !

র্তমানে ভিডিও শেয়ারিং জগতের এক নম্বর ওয়েবসাইট ইউটিউব। ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে সবাই যখন শুধুমাত্র ভালোবাসা দিবস উৎযাপনে ব্যস্ত তখন ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ ও ভালোবাসা দিবস উভয়ই উৎযাপন করলো বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। ঠিক যেমন ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তেই ইউটিউবের ডোমেইন নেম নিবন্ধনের কাজটি সম্পন্ন করেন প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভুত জাভেদ করিম এবং তার দুই সহপাঠি শাদ হারলে, স্টিভ চেন এবং সহ-প্রতিষ্ঠাতারা মিলে। এক পর্যায়ে সার্চ জায়ান্ট গুগল ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয় ওয়েবসাইটটি।

প্রতিদিন অসংখ্য অসংখ্য অসংখ্যবার ভিজিট হওয়া তুমুল জনপ্রিয় এই সাইটের যাত্রা শুরু হয়েছিলো ‘মি এট দ্যা জু’ শিরোনামের ১৯ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও আপলোডের মধ্য দিয়ে। এই ভিডিওতে অন্যতম প্রতিষ্ঠাতা জাভেদ করিমকে দেখা যায় স্যান ডিয়েগো চিড়িয়াখানায়। ভিডিও ক্লিপটি এখনও রয়েছে ইউটিউবে। তবে ১৪ই ফেব্রুয়ারি ২০০৫ ডোমেইন নিবন্ধন করা হলেও সাইটটিতে প্রথম ভিডিও আপলোড করা হয় একই বছরের ২৩ এপ্রিল এবং তা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সে বছরেরই নভেম্বর মাসে। ইউটিউব খুব সাধারণ একটি সাইট হিসেবে জন্ম নিলেও এর সহজ ব্যবহার, বিভিন্ন ফরমেটের ভিডিও আপলোড এবং বিভিন্ন টুল সহজেই যোগ করার সুযোগ থাকায় খুব অল্প সময়েই এটি জনপ্রিয়তার শীর্ষে চলে আসে।

ইউটিউব তৈরির প্রধান উদ্দেশ্যই ছিলো ভিডিও ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ থাকলেই একজন সাধারণ ব্যবহারকারী যেন তাদের জীবনের নানা মূহুর্ত ভিডিও আকারে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন সে সুযোগটি করে দেয়া। এখন ইউটিউবে হাই ডেফিনিশন ভিডিও দেখাও সম্ভব হচ্ছে। এমনকি ভবিষ্যতে সাইটটিতে পূর্ণ দৈর্ঘ্যরে ভিডিও ফিচার যোগ করারও পরিকল্পনাও করেছে। এছাড়াও যাদের আপলোড করা ভিডিও থেকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা আয় করবে ইউটিউব, তাদেরও আয়ের একটি ভাগ দেয়ার ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে।

youtube ইউআরএল এর উপর একটু সার্চ লাগালাম। বেশ কিছু ট্রিকস শিখলাম গুগলের কাছ থেকে। যেমনঃ

ভিডিও ডাউনলোড করাঃ

http://www.youtube.com/watch?v=QEMEH-6cjFsএই ভিডিওটি যদি ডাউনলোড করতে চান তাহলে এড্রেসবারে http://www.OKyoutube.com/watch?v=QEMEH-6cjFs লিখে Enter মারুন দেখবেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে।

এরকম আরও হাজারখানেক নিয়ম আছে। OK এর জায়গায় kiss লিখতে হবে। অর্থাৎ যদি http://www.youtube.com/watch?v=QEMEH-6cjFs ভিডিওটা ডাউনলোড করতে হয় তবে এড্রেসবারে http://www.kissyoutube.com/watch?v=QEMEH-6cjFs লিখলেই চলবে!

আরেকটা আছে youtube000 এখানে যদি লিঙ্ক হয় http://www.youtube.com/watch?v=QEMEH-6cjFs তাহলে ডাউনলোডের লিঙ্ক হবে http://www.youtube.com000/watch?v=QEMEH-6cjFs । এখানে flv, mp4 , 3gp তিনটাই আছে দেখলাম ।

আরেকটা youtube এর জায়গায় keephd লিখলে অর্থাৎ http://www.youtube.com/watch?v=QEMEH-6cjFs এটা ডাউনলোড করতে http://www.keepHD.com/watch?v=QEMEH-6cjFs

হাই কোয়ালিটি ভিডিও দেখাঃ

ইউটিউবের সব ভিডিও হাই কোয়ালিটিতে থাকে না। আপনি ইচ্ছা করলে তা হাই কোয়ালিটিতে দেখতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে url এর শেষে ‘&fmt=18′ অথবা ‘&fmt=22′ যোগ করতে হবে।

উদাহরনঃ http://www.youtube.com/watch?v=QEMEH-6cjFs তে ভিডিও টি সাধারণ কোয়ালিটিতে আছে
এক্ষেত্রে আপনি
http://www.youtube.com/watch?v=QEMEH-6cjFs&fmt=18
অথবা
http://www.youtube.com/watch?v=QEMEH-6cjFs&fmt=22 তে হাই কোয়ালিটি ভিডিও পাবেন।

হাই-কোয়ালিটি ভিডিও এমবেড করাঃ

এর জন্য শেষে “&ap=%26fmt=18″ অথবা “&ap=%26fmt=22″ যোগ করতে হবে।

ভিডিওর নির্দিষ্ট অংশ দেখাঃ

ধরুন আপনার পুরো ভিডিওটি দেখার দরকার নেই। ১ মিনিট ২২ সেকেন্ড পর থেকে দেখতে চান। সেক্ষেত্রে url এর শেষে #t=01m22s (#t=XXmYYs for XX mins and YY seconds) zOg করুন।

ভিডিওর নির্দিষ্ট অংশ এমবেড করাঃ

ধরুন আপনি ভিডিওটির ৩০ সেকেন্ড পর থেকে এমবেড করতে চান। সেক্ষেত্রে url এর শেষে ‘&start=30′ যোগ করুন।

এমবেডেড ভিডিও অটোপ্লে করাঃ

কোন সাইটে কোন ভিডিও এমবেড করার পর সাধারণত ভিডিওর উপর ক্লিক না করা পর্যন্ত শুরু হয় না। শেষে ‘&autoplay=1′ যোগ করলে পেজ লোড হবার সাথে সাথে ভিডিও প্লে হওয়া আরম্ভ করবে। আর ক্লিক করার দরকার হবে না। যেমন

এমবেডেড ভিডিও অটোমেটিক্যালি রি-প্লে করাঃ

‘&loop=1′ যোগ করে আপনি এটা করতে পারেন। অর্থাৎ ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে এটি আবার শুরু হবে।

রিলেটেড ভিডিও ডিজএবল করাঃ

এক্ষেত্রে ‘&rel=0′ যোগ করলেই হবে।

এমপিথ্রি ডাউনলোডঃ

http://www.vidtomp3.com/ সাইটে গিইয়ে youtube link টি দিলেই সেখান থেকে mp3 ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে।

Level 0

আমি Samrat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর লিখেছেন। অনেক অজানা তথ্য জানতে পারলাম।
ধন্যবাদ।

খুবই উপকারী টিউন। ধন্যবাদ।

https://addons.mozilla.org/en-US/firefox/downloads/latest/10137/addon-10137-latest.xpi?src=addondetail ঠিকানা থেকে ফাইলটি ইনস্টল করে নিন। ফায়ারফক্স রিস্টাট দিন। এবার ইউটিউবে গিয়ে যেই ভিডিউ ডাউনলোড করতে চান তার নিচে একটি ডাউনলোড অপশন থাকবে এখানে আপনি flv/mp4/3gp/mp3 আকারে নামাতে পারবেন।

আমারও এরকম একটা টিউন ছিল বোধয়ঃ https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/19583/
😀 😀

এড অন ছাড়া ডাউলোডের পদ্ধতিটি অনেক সুন্দর হয়েছে আর এগুলো জানাবার জন্যে অনেক ধন্যবাদ।

দারুন একটা টিউন পড়লাম। আপনাকে ধন্যবাদ।

Level 0

নতুনদের কাজে লাগবে
যদিও আগেই জেনেছিলাম মেহেদি ভাইয়ের লেখার মাধ্যমে
ধন্যবাদ

জানা ছিলো ধন্যবাদ।

সবগুলো স্ক্রিপ্ট তো দেখি কাজ করেনা।

ভাই জোস একটা টিউন শেয়ার করের জন্য ধন্যবাদ। সম্রাট ভাই।

ইউ টিউব থেকে রিমুভ করা ভিডিউ কিভাবে দেখব বলতে পারবেন?

ইউ টিউব থেকে রিমুভ করা ভিডিউ কিভাবে দেখব বলতে পারবেন?

অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিউনটির জন্য।
আমি কয়দিন ধরে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছি, কিন্তু পুরোপুরি সফল হইনি।
আপনার টিউনটা ফলো করি, দেখি কাজ হয় কি না?

অসাধারণ হয়েছ। অনেক অজানা জিনিস জানলাম আজ। ধন্যবাদ আপনাকে..

মিডিয়াফায়ারবিডি.কম
http://www.mediafirebd.com
সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাবে ! টাকা দিয়ে হটফাইল কিংবা রেপিডশেয়ার একাউন্ট কেনার প্রয়োজন নাই!

Level 0

কিছু জানা এবং কিছু অজানা ……।
ধন্যবাদ এরকম ১টা সুন্দর পোস্ট এর জন্য।

ভাল লাগেছ।
Total Online BD
http://www.a2zbd.info

ভলই মনে হইতেছে

কামে লাগবে বলে আশা করি

অনেক কিছু জানা ছিলনা আপনার টিউন থেকে জানলাম ধন্যবাদ টিউনটি ভাল হইছে।

সরাসরি প্রিয়তে যেন হারিয়ে না যায় । অসম্ভব কাজের টিপস । অসংখ্য ধন্যবাদ ।

আমিও আনেকটা আগে জানতাম… ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

Sooooooo Nice..

খুবই জোশ্‌ একটা টিউন।