অনেক দিন পর সবারই টেকটিউস্ এ আসতে শুরু করেছি। তো কেমন আছেন সবাই? আজকে টেকটিউস্ নিয়ে মজার একটা বিষয় শেয়ার করছি। টেকটিউস্ এর সার্ভার বদল করার সময় লগইন করা সম্ভব হয় নাই। প্রথম দিকে আমি লগইন করার চেষ্টা করতে গিয়ে ভয়ঙ্কর এক জিনিষ দেখলাম, তা এই বলছি।
প্রথম দিকে যখনই আমি লগইন করার চেষ্টা করছিলাম তখন আমার এন্টিভাইরাস ক্যাসপারস্কি নিচের ভয়ঙ্কর বার্তটি দিত।
জিনিষ টা সত্যি ভয়ঙ্কর !!!! আপনারা কি বলেন?
ভয় পেলেও সাহস সঞ্চয় করে allow করে ছিলাম। allow করার পর দেখলাম দেখাচ্ছে এই রকম
এর কিছু দিন পর থেকে দেখলো এই রকম।
এখানে একটা বিষয় উল্লেখ্য করাছি যে, সার্ভার বদল হওয়ার পর টিটির সার্ভিস আর আগের মত পাচ্ছিনা। খুব ধীর ও অন্যান সমস্যা দেখা যাচ্ছে। এটাকি সবার বেলাই ?
ধন্যবাদ সবাইকে।
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
আমারো হত কিন্তু এখন আগে থেকে ভাল। ২ মিনিটেই লোড হয়ে যায়।