টেকটিউস্ নিয়ে একটা মজার বিষয়……………

বিসমিল্লাহির রাহমানির রাহীম

অনেক দিন পর সবারই টেকটিউস্ এ আসতে শুরু করেছি। তো কেমন আছেন সবাই? আজকে টেকটিউস্ নিয়ে মজার একটা বিষয় শেয়ার করছি। টেকটিউস্ এর সার্ভার বদল করার সময় লগইন করা সম্ভব হয় নাই। প্রথম দিকে আমি লগইন করার চেষ্টা করতে গিয়ে ভয়ঙ্কর এক জিনিষ দেখলাম, তা এই বলছি।

প্রথম দিকে যখনই আমি লগইন করার চেষ্টা করছিলাম তখন আমার এন্টিভাইরাস ক্যাসপারস্কি নিচের ভয়ঙ্কর বার্তটি দিত।

জিনিষ টা সত্যি ভয়ঙ্কর !!!! আপনারা কি বলেন?

ভয় পেলেও সাহস সঞ্চয় করে allow করে ছিলাম। allow  করার পর দেখলাম দেখাচ্ছে এই রকম

এর কিছু দিন পর থেকে দেখলো এই রকম।

এখানে একটা বিষয় উল্লেখ্য করাছি যে, সার্ভার বদল হওয়ার পর টিটির সার্ভিস আর আগের মত পাচ্ছিনা। খুব ধীর ও অন্যান সমস্যা দেখা যাচ্ছে। এটাকি সবার বেলাই ?
ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারো হত কিন্তু এখন আগে থেকে ভাল। ২ মিনিটেই লোড হয়ে যায়।

    Level 0

    আমার এখনো ঠিক হয় নাই ভাই।

Level 2

হ্যাঁ আপু আমিও এই সমস্যা দেখেছি তবে ভাইরাসের বিষয়টা টের পাই নাই। এখন লোড সমস্যা হচ্ছে। যাই হোক টি টি তো ফিরে এসেছে?

    Level 0

    হ্যা এটাই, টিটি ফিরে এসেছে। ধন্যবাদ আপনাকে।

আমার অবস্থা আগের চেয়ে ভাল।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

প্রথম দুইটা মুখোমুখি হইনাই ৩য় টার অনেকবারই সামনে এসে দাঁড়িয়েছে।
আমার মনে হয় টেকতিউন্স ধিরে ধিরে আগের মতন হইতেছে নতুন জায়গায় প্রথম প্রথম মানিয়ে নিতে একটু সময়তো লাগবেই।
তবে আশা করছি খুব তারাতারি আমাদের প্রিয় টেকটিউন্স আরো ভাল ভাবে আমাদের মাঝে ফিরে আসবে।
Nurjahan আপু ধন্যবাদ বিষয়টা শেয়ার করার জন্য।

    Level 0

    জি স্যার এই আশাতেই আছি। আমাদের প্রিয় টেকটিউন্স আরো ভাল ভাবে আমাদের মাঝে ফিরে আসবে।
    আপনাকেও ধন্যবাদ।

Level 0

১ম টা সার্ভারের কারনে দেখিয়েছে
২য় টা সার্ভার ডাউনের পর
৩য় টা সার্ভার ট্রান্সফারের কারনে দেখিয়েছে

    Level 0

    ধন্যবাদ লাকী ভাই।

হাঁ এইটা হলো ক্যাস্পার এন্টিভাইরাসের গুন। এখন আর ব্যবহার করিনা কাউকে ব্যবহার করার জন্য পরামর্শ দিই না । আমি ২বৎসরের মতো ব্যবহার করেছি।
কখনো ভাইরাস ধরেছে কিনা মনে পড়ে না। এভিরা নিয়ে ভালোই লাগতেছে।

    Level 0

    (( হাঁ এইটা হলো ক্যাস্পার এন্টিভাইরাসের গুন।)) হবে হয়তো।

হুম … আমারও একই সমস্যা । কেঁচোর মত দৌড়ায় আর উট পাখির মত ডানা মেলে উড়ে বেড়ায় !!!

Level 2

ধন্যবাদ নূরজাহান আপা আপানাকে , অবশেষে টি টি’র (আপনার উল্রেখিত) দ্বিতীয় ও তৃতীয় সমস্যাগুলোর সমাধান হলো । আমি প্রায় দু’মাস টিটি ব্যবহার করতে পারি নাই । আজ খুলতে পারলাম । ঈদের পর শুধুমাত্র একবারই খুলতে পেরেছি । তবে এখনো গতির সমস্যাটা রয়েই গেছে । আশা করছি মাননীয় পরিচালনাপর্ষদ এর দ্রুত সমাধানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবেন । আর হ্যাঁ , আমি টিউনার নই , সামান্য পরিদর্শক মাত্র । আমার এই দীর্ঘ মন্তব্য কারো কাছে বিরক্তিকর মনে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । নূরজাহান আপা , স্ক্রীনসট কিভাবে নিতে হয় জানাতে কৃপণতা করবেন না যেন । ধন্যবাদ টিটি পরিবারের সবাইকে ।

    Level 0

    কেয়-বোর্ড থেকে Print Screen SysRq চাপ দিন,
    এর পর যেকোন ফটো এডিটরে গিয়ে পেষ্ট করে দিন
    সেটা হতে পারে পেইন্ট
    তারপর সেইভ করুন প্রয়োজনীয় অংশ

    Level 0

    হ্যা ভাই, লাকী ভাই ঠিকই বলেছেন। প্রথমে কি-বোর্ড থেকে Print Screen SysRq চাপুন, তার পর All Programs – Accessories – Paint এ ক্লিক করে past করুন। তার পর Save করার সময় পছন্দ মত ফরমাটে Save করুন। ধন্যবাদ আপনাকে।

Level 0