বাংলায় গুগল ট্রান্সলেটার চাই। আপনিও কাজে সহযোগিতা করুন।

ঈদ মুবারক টেকটিউনস। অনেকদিন পরে দেখা হল।

গুগল ট্রান্সলেটারের সাথে সবাই পরিচিত। এটি গুগলের এমন একটি টুল যার মাধ্যমে একভাষার বিভিন্ন ডকুমেন্ট বা ওয়েব সাইট অন্য ভাষায় সহজেই অনুবাদ করা যায়। আমরা সাধারণত একে বিভিন্ন ভাষাথেকে ইংরেজি ভাষায় অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু দুঃক্ষের বিষয় এতে বাংলা ভাষা নেই। গুগল ট্রান্সলেটারে বাংলা ভাষা থাকলে হয়ত আমাদের ইন্টারনেট জীবনটাই অন্যরকম হত।

গুগল কিন্তু আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। আমরা নিজেরাই বাংলাকে গুগল ট্রান্সলেটারে যুক্ত করতে পারি। তবে তার আগে গুগলের সার্চ সাইট সমূহ বাংলায় অনুবাদ শেষ হতে হবে। এই কাজও করতে হবে আমাদেরকে। গুগলের সার্চ টুলসের অনুবাদ ইতিমদ্ধে প্রায় ৬৮% শেষ হয়েছে। এটি ১০০ ভাগ হয়ে গেলেই আমরা ট্রান্সলেটারের জন্য বাংলা ভাষার কাজ শুরু করতে পারব। তার পরেই পেয়েযাব বাংলায় গুগল ট্রান্সলেটার। এই কাজ গুলো আমরা যদি না করি তাহলে কে করে দিবে আমাদেরকে? যা করব নিজেরাই ভোগ করব। তাই আপনিও যোগদিন ট্রান্সকনসোলে আর অবদান রাখুন ইন্টারনেটে বাংলাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে। ট্রান্সকন্সোলের লিঙ্কঃ http://www.google.com/transconsole/

এরকম ছোট টিউনের জন্য ক্ষমা করবেন। আর আশা করি সবাই গুরুত্ত্ব দিবেন।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গুগল ট্রান্সলেটার এর কাজ গুলো আমরা যদি না করি তাহলে কে করে দিবে আমাদেরকে?

তাই আমদেরকেই আগাতে হবে

আমি আগালাম, আপনাদেরকেও আশা করছি ভিজিটর গন সহ সকলকে

Level 0

কিন্তু ৫০২ এরর মারছে

লিঙ্ক তো কাজ করতেছে না।

সম্ভবত সাময়িক কোন অসুবিধা হয়েছে। আপনারা পরে আবার চেষ্টা করুম।

তথ্যটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রায় ৮/১০টি বাক্য অনুবাদ করলাম… বেশ ভালো লাগলো।

    এভাবে সবাই যদি ৮-১০ টা করে অনুবাদ করেন তাহলে এটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তবে ২ টা হোক, ৫টা হোক, ১০টা হোক প্রতিদিন অনুবাদ করতে হবে। আর এভাবে চিন্তা করলে হবেনা যে, আমি একজন না করলে কিচ্ছু হবেনা; অন্যরাতো করছে। এভাবে চিন্তা করলে অনেকেই কাজ করবেননা ফলে দেখা যাবে শেষ হতে অনেক দেরি হয়ে যাবে। আর কে কি করছে তা দেখে লাভ নেই, আপনি আপনার দ্বায়ীত্ব পূর্ণ করুন।

তথ্য ও লিন্কটি শেয়ার করায় আপনাকে ধন্যবাদ!!

Level 0

আমি সাথে আছি ভাই। ধন্যবাদ।

ভালো ঊদ্যেগ তবে কি ভাবে কি করতে হবে বুজতে পারছিনা।

আপনাদের আগ্রহ দেখে খুশি হলাম। আমি এটা আমার নিজের স্বার্থে টিউন করেছি। কারন যত বেশি মানুষ জানবে তত বেশি মানুষ কাজ করবে। আর এতে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে এবং আমিও এর সুবিধা নিতে পারব। যত বেশি মানুষকে জানাতে পারেন জানান এবং কাজে উৎসাহিত করুন। ধন্যবাদ।

আমাদের তো সাথে থাকা লাগবেই

টিউনটি ছোট হলেও অনেক কাজের , উপকারী।
অন্যন্য কমিউনিটিটে পাবলিশ করতে পারেন। বেশি মানুষ জানবে।
আমি কাজাটা শুরু করতে যাচ্ছি।
ধন্যবাদ।

দোস্ত সাথেতো থাকব কিন্তু লিংক তো কাজ করতেছে না ।

    লিঙ্ক মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে করেনা।

ভাল উদ্যেগ,ভাল কাজ,ভাল টিউন ধন্যবাদ তথটি শেয়ার করার জন্য,কাজটার প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল।

    ধন্যবাদ। আপনিও কন্ট্রিবিউট করুন। কিভাবে করতে হয় এ নিয়ে অনেকে সমস্যায় আছেন ভাবছি এ নিয়ে একটা টিউন করব।

ধন্যবাদ আদনান ভাই। লিংক কাজ করে কিন্তু নিয়ম কানুন ভাল ভাবে বুঝছি না। আরো বিস্তারিত একটি টিউন করলে ভাল হয়।

    ইনসাআল্লাহ কাল বিকালের পেয়ে যাবেন বিস্তারিত টিউন।

    ইনসাআল্লাহ পেয়ে যাবেন বিস্তারিত টিউন।