ঈদ মুবারক টেকটিউনস। অনেকদিন পরে দেখা হল।
গুগল ট্রান্সলেটারের সাথে সবাই পরিচিত। এটি গুগলের এমন একটি টুল যার মাধ্যমে একভাষার বিভিন্ন ডকুমেন্ট বা ওয়েব সাইট অন্য ভাষায় সহজেই অনুবাদ করা যায়। আমরা সাধারণত একে বিভিন্ন ভাষাথেকে ইংরেজি ভাষায় অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু দুঃক্ষের বিষয় এতে বাংলা ভাষা নেই। গুগল ট্রান্সলেটারে বাংলা ভাষা থাকলে হয়ত আমাদের ইন্টারনেট জীবনটাই অন্যরকম হত।
গুগল কিন্তু আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। আমরা নিজেরাই বাংলাকে গুগল ট্রান্সলেটারে যুক্ত করতে পারি। তবে তার আগে গুগলের সার্চ সাইট সমূহ বাংলায় অনুবাদ শেষ হতে হবে। এই কাজও করতে হবে আমাদেরকে। গুগলের সার্চ টুলসের অনুবাদ ইতিমদ্ধে প্রায় ৬৮% শেষ হয়েছে। এটি ১০০ ভাগ হয়ে গেলেই আমরা ট্রান্সলেটারের জন্য বাংলা ভাষার কাজ শুরু করতে পারব। তার পরেই পেয়েযাব বাংলায় গুগল ট্রান্সলেটার। এই কাজ গুলো আমরা যদি না করি তাহলে কে করে দিবে আমাদেরকে? যা করব নিজেরাই ভোগ করব। তাই আপনিও যোগদিন ট্রান্সকনসোলে আর অবদান রাখুন ইন্টারনেটে বাংলাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে। ট্রান্সকন্সোলের লিঙ্কঃ http://www.google.com/transconsole/ ।
এরকম ছোট টিউনের জন্য ক্ষমা করবেন। আর আশা করি সবাই গুরুত্ত্ব দিবেন।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল ট্রান্সলেটার এর কাজ গুলো আমরা যদি না করি তাহলে কে করে দিবে আমাদেরকে?
তাই আমদেরকেই আগাতে হবে
আমি আগালাম, আপনাদেরকেও আশা করছি ভিজিটর গন সহ সকলকে