আতা গাছে তোতা পাখি , ডালিম গাছে মৌ।
এত ডাকি তবু কথা কও না কেন বউ।
বউ কথা না বললেও আপনার কিবোর্ডকে দিয়ে কথা বলানো সম্ভব!! জ্বী, একটা সফটওয়্যার আছে।যা ব্যবহার করে আপনি আপনার কিবোর্ড কে কথা বলাতে পারবেন। খুব মজার এই সফটওয়্যারের নাম Talking Keys। এটি বানিয়েছে JingleKeys। আপনি যাই টাইপ করবেন তাই আপনাকে বলতে থাকবে। আর যাদের বাসায় চোট্ট কঁচি-কাঁচারা আছে তারাও খুব আনন্দ পাবে।
তবে আপনি প্রয়োজনে এটি ডিসেবল করে রাখতে পারবেন। কম্পিউটারের সিস্টেম ট্রে তে দেখবেন হলুদ চিহ্নিত tk লেখা। ওখানে ক্লিক করলেই ডিসেবল হয়ে।
http://www.jinglekeys.com/download/tksetup.exe
ক্লীক করে সফটওয়্যারটি নামিয়ে নিন।
ঈদ আগমনে আমার সবটুকু ভালোবাসা সহ রইলো ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক........
আমি উদাস মাজহারুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি কাজী মু,মাজহারুল ইসলাম। ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল টেকনোলজির উপর ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে এখন BSc ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন করতেছি পাশাপাশি একটি বেসরকারি প্রিতিস্ঠানে চাকরি করতেছি।
লিনাক্স ভার্সন আছে?