টাইটেল দেখেই হয়তো অনেকে ভাবছেন এটা কি জাতীয় টিউন? আসলে টাইটেলটা এমন ভাবে ব্যাবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আসলেই আজাইরা(!) আমরা যারা টেকটিউন্স ব্যাবহারকারী আর শুভাকাঙ্খি আছি তাদের জন্য এই টিউনের কথা গুলো না বললেও চলত। কিন্তু মনকে তো আর বুঝ দিতে পারলাম না। টেকটিউন্স বন্ধ থাকায় আমি খুবই মনঃকষ্টে ছিলাম আর প্রতিক্ষার প্রহর গুনছিলাম কবে আবার টেকটিউন্স দেখব। আমি একজন খুব সাধারণ ব্যাবহার কারী এই সাইট থেকে আমি যা শিখেছি সেটা খুব সামান্য (টেকনোলজির বিশাল ভান্ডার হিসেবে) মনে হলেও তার মাহাত্য বিশাল। এখান থেকে আমি প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজির বিষয় গুলো জানছি আর আমার মত অনেকেই জানছে যা বলাই বাহুল্য। আমার মত অনেকেই হয়ত টিটি কে প্রচন্ড মিস করেছে। কিন্তু আবার টেকটিউন্স ফিরে এসেছে যা আমার কাছে ঈদের মত ব্যাপার। যদিও এরকম একটা আজাইরা টিউন করে টিটির মূল্যবান স্পেস নষ্ট করলাম। কিন্তু মনকে সান্তনাতো দিতে হবে। কারণ যুদ্ধ আর ভালবাসার ক্ষেত্রে কোন নৈতিকতা নামক বস্তু নেই আর থাকাও উচিৎ নয়। ভালবাসা প্রকাশের জন্য এরকম আজাইরা প্যাচাল না পেরে পারলাম না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কোন কমেন্ট আশা করছি না।
সবাইকে ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুমমম
http://bdearninghelp.blogspot.com/
ভিসিট নাও