আসসালামু আলাইকুম, নিশ্চই সবাই ভালো আছেন। আমার প্রথম টিউনে আপনাদের সাগ্বতম। আজ আমি আপনাদেরকে কম্পিউটারে খুব সহজে অটোরান ভাইরাস মুক্ত রাখার পদ্ধতি বলবো।
প্রথমে start মেনো থেকে run open করে regedit লেখে enter চাপুন।
তারপর
১। HKEY_CURRENT_USER ২। Software ৩।Microsoft ৪। Windows ৫। CurrentVersion
৬। Policies ৭। Explorer
এখানে NoDriveTypeAutoRun নামে একটা সেটিং আছে।ঐখানে ভ্যালু ৯৫ এর বদলে FF করে দিন।
সকল কাজ সমাধান করে restart দিন।
তারপর দেখুন CD-DVD, Pen drive সকল প্রকার ওটোপ্লে বন্ধ হবে। যে কোন External drive ফরমাট করতে পারবেন। এবং Pen drive থেকে অটোরান ভাইরাস DELET করতে পারবেন।টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন।কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।আপনার মতামত জানাতে কার্পন্য করবেন না।ভাল থাকবেন ধন্যবাদ সবাইকে।
আমি উদাস মাজহারুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি কাজী মু,মাজহারুল ইসলাম। ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল টেকনোলজির উপর ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে এখন BSc ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন করতেছি পাশাপাশি একটি বেসরকারি প্রিতিস্ঠানে চাকরি করতেছি।
টাই করে দেখি…….ধণ্যবাদ আপনাকে…….