না পড়লে মিস করবেন ও সেলেব্রেটি সিনড্রোমঃ অপরিপক্ক্বতা নাকি হিটাকাঙ্খা?

তোতামিয়া মাঝে মাঝে জোকস পড়তো, গান্ধা জোকস। অর্থাৎ যে জোকস থেকে গন্ধ বের হয়। এটা এমন এক ধরণের জোকস, যেটায় শুধু যিনি জোকস করেন তিনিই মজা পান আর শ্রোতার রাগ ধরে। যেমন ধরুনঃ একজন আপনাকে জজ্ঞেস করলো ডাব না খেলে কি হয়? আপনি বললেন, "ক্লান্তি থেকে যায়। ডাব খেলে হয়তো সেটা কমে যেত"। জোকসকারী উত্তর দিলেন- "নারিকেল হয়"। উত্তরটা ঠিকই আছে, কিন্তু শ্রোতাদের বিরক্তির উদ্রেক করে। মনে হয় ব্যাটারে ধরে পিটাই।

এই ধরণের জোকসে অন্যরকম মজা আছে- শ্রোতাদের বিরক্ত করার মজা। তোতামিয়া সেই মজা থেকে উচ্চমার্গীয় জ্ঞান আহরণের চেষ্টা করেন। যেমন ধরেন- কোন টিউনের শিরোনাম- "না পড়লে মিস করবেন"। তোতামিয়া গান্ধা জোকসের সেন্সে সেটার অর্থ ভাবতে থাকেন। কি হতে পারে এটার অর্থ?

  • না পড়লে কম শেখা হয়। আর কম শিখলে পরীক্ষায় খারাপ মার্কস পেতে হয়। এরকম কিছু কি হতে পারে? নাহ! এটা তো গান্ধা জোকস। এরকম কিছু হলে তো রিয়্যাল জোকসই হতো। এটা হতে পারেনা।
  • "না পড়লে মিস করবেন" সাধারণত মেয়েদের নামেরাগে মিস লাগানো হয়। তাহলে টিউনে মেয়েঘটিত ব্যাপার-স্যাপার আছে বোধয়। কি হতে পারে? লেটস গেস... উম... ম... । মিস কি রাগ করবেন? এটা গান্ধা জোকসের কাছাকাছি পর্যায়ে যায়। কিন্তু এটা কি করে হয়? উম... ম... হতে পারে । মিস সম্ভবত টিউনারের কাছের কেউ। পড়ালেখা না করলে তো কাছের লোকেরা রাগ করবেই... । কিন্তু এটা কি গান্ধা জোকস হয়? নাহ... এটাও হতে পারেনা।
  • "না পড়লে মিস করবেন" মানে কোন কিছু ব্যান করার ব্যাপার স্যাপার থাকতে পারে। মিসও আছে, ব্যানও আছে। তাহলে কি মেয়েদের ব্যান বিষয়ক কিছু? একবিংশ শতাব্দীতে এসেও কি এটা সম্ভব? পিটায়ে মেয়েরা ছেলেদের টেংরি ছুটায়ে দিবেনা? নাহ... এরকম কিছু গান্ধা জোকসেও সম্ভব না।"না
  • "না পড়লে মিস করবেন"- টাইপিং মিসটেক হতে পারে কি? হয়তো লিখতে চেয়েছিলেন- "না পড়লে মিসকল দিবেন"। টাইপিং মিসটেক করেই হয়তো গান্ধা জোকসটা করতে চেয়েছেন তিনি। হতে পারে। সম্ভাব্য তালিকায় রাখা হলো।
  • তাহলে কি করের ব্যাপার স্যাপার? আচ্ছা, ব্লগের পোস্টের উপর কর আরোপ করা হয়নি তো? সে কারণে না পড়ে পোস্টটা মিস করতে বলা হচ্ছে যাতে কর না দিতে হয়? হুম এটা হতে পারে। এটা গান্ধা জোকসের পর্যায়ে পড়ে। হয়তো যারা পোস্টে ঢুকবে তাদের আবুল বানিয়েই গান্ধা জোকসটা করবেন টিউনার।

তোতামিয়া দ্বিধান্বিত। দিল্লিকা লাড্ডু অবস্থা। টিউনে ঢুকলে আবুল হবার সম্ভাবনা পর্যাপ্ত। আর গান্ধা জোকসটা না দেখেও থাকতে কষ্ট হচ্ছে। কি করা যায় এখন? ঢুকবে কি ঢুকবেনা...  ঢুকবে কি ঢুকবেনা... চিন্তিত... চিন্তা অন প্রসেস... নাহ। পস্তাতে হলে দিল্লিকা লাড্ডু খেয়েই পস্তাক।

টিউনে ঢোকা হলো। শিট ম্যান!!! হোয়াট দ্য হেল ইজ দিস?!?!???? মানুষ এত্ত  আ াল হয়! একটা সিম্পল "ক এ আকারে কা" টিউনের এই শিরোনাম! এইটা গান্ধা জোকস পর্যায়ে তো পড়েই না, থার্ড ক্লাস গান্ধাতেও না। এইটা "ব্যাড স্মেল" টাইপস জোকস। ওয়াক থু...

এই ব্যাড স্মেল টাইপ শিরোনামই আবার ট্রেন্ড হয়ে যায়! টেকটিউনসের গন্ডি পেরিয়ে অন্যান্য ব্লগেও ছড়িয়ে পড়ে! হয়তো কয়দিন পর দেখা যাবে সবগুলা টিউনের শিরোনাম "না পড়লে মিস করবেন!"। আর এই টিউনগুলো মিস করাটাই বেটার।

যেসব টিউন মিস করার মতো সেগুলোর এরকম এড মারার দরকার হয়না। পাঠক নিজেই খুঁজে নেয় টিউনটিকে। অনেকে আবার ডট লাগান, কালারফুল সিম্বল লাগান। নিজের টিউনকে আলাদা করবেন এটা দিয়ে। ওরেব্বাপরে! নিজের নামে ট্যাগও আছে! সবাই সেলেব্রেটি! সেলেব্রেটি সিনড্রোমে আক্রান্ত!

অনেকে আবার সাহায্য চাই, হেল্প করেন প্লিজ, আমি খুব ঝামেলায় আছি ইত্যাদি টিউনান। আরে ব্যাটা, যেটা সমস্যা সেটা সরাসরি শিরোনামে বললেই তো হয়। খামাখা এই টাইপ শিরোনাম দিয়ে ব্যাড স্মেল টাইপ জোকস করার কি দরকার? নাহ, তোতামিয়ার আর সহ্য হয়না। ব্যাড স্মেল জোকসের গন্ধ বেশ ঝাঁঝালো। কম্পুটা এখনই বন্ধ করা দরকার।

Level 0

আমি অতঃপর তোতামিয়া ব্লগিল বিষাদে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার প্রথম টিউনস টি ভালোই, ধন্যবাদ

“না পড়লে মিস করবেন!”এই ধরনের শিরনাম আমারো পছন্দ না।

আতাউর রহমান ভাইয়ের সাথে একমত।