এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্ল্যাশ করবেন আপনার Walton Primo Gh2 এন্ড্রয়েড ফোন।
ধাপ ১ঃ এই Download লিঙ্ক হতে Android Usb Drivers ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুণ। ইন্সটল করা শেষ হলে পরের ধাপ লক্ষ্য করুণ।
ধাপ ২ঃ আপনার Walton Primo GH2 ফোন বন্ধ করুণ এবং ব্যাটারি খুলে ফেলুন।
ধাপ ৩ঃ আপনার Walton Primo GH2 এর স্টক রম জেলিবিন (4.2.2) অথবা কিটক্যাট (4.4.2) ডাউনলোড করুণ এবং ফাইলটি আপনার কম্পিউটারে Extract করুণ।
ধাপ ৪ঃ ডাউনলোড এবং আপনার কম্পিউটারে SP Flash Tool (Smart Phone Flash Tool) Extract করুণ। Extract করার পরে নিচের ছবির মত দেখতে পাবেন।
ধাপ ৫ঃ এখন Flash_tool.exe ওপেন করুণ (এটি ধাপ ৬ এ দেখতে পাবেন)।
ধাপ ৬ঃ এখন SP Flash Tool.exe টি ওপেন হইছে। ডান পাশের Scatter-Loading বাটনে ক্লিক করুণ।
ধাপ ৭ঃ এখন Scatter-Loading ফাইলটি খুঁজুন (আপনার ডাউনলোড করা স্টক রমের Firmware ফোল্ডারে পাবেন)।
ধাপ ৮ঃ এখন উপরের Download বাটনে ক্লিক করে ফ্ল্যাশিং প্রসেস রান করুণ।
ধাপ ৯ঃ এখন, আপনার এন্ড্রয়েড ফোনটি (ব্যাটারি ছাড়া) Usb Cable এর মাধ্যমে কম্পিউটারের সাথে কনেক্ট করুণ। কম্পিউটারের সাথে কানেক্ট করার পর Voloum Up বা Voloum Down চাপুন, যাতে করে আপনার কম্পিউটার সহজেই আপনার এন্ড্রয়েড ফোনটি ডিটেক্ট করতে পারে।
ধাপ ১০ঃ যখন ফ্ল্যাশ সম্পূর্ণ হবে, তখন Download ok (সবুজ বৃত্ত) পপআপ বার্তা পাবেন।
ধাপ ১১ঃ এখন আপনার কম্পিউটার থেকে Smart Phone Flash Tool টি ক্লোজ করুণ এবং আপনার এন্ড্রয়েড ফোনটি কম্পিউটার থেকে Disconnect করুণ। ফ্ল্যাশ শেষে ফোনটি চালু করতে একটু সময় লাগবে (পাঁচ মিনিটের মত) ভয়ের কিছু নাই।
মনে রাখবেনঃ
আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।
আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কমেন্ট টা করার জন্য লগ ইন করলাম. ভাই walton gh2 তে scatter.txt file এ mt6577 পাইলেন কই. আর maxx পাইলেন কই. আগের টিউন দিয়া https://www.techtunes.io/android/tune-id/321612 কপি মারছেন. বোঝা গেছে. অনেক সুন্দর হইছে.