সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি। সবাইকে রমজানুল মোবারক। আশা করি সবাই এই রোজার মাসের ফযিলত ঠিক মতো আদায় করতে পারছেন। সাধারনত আমি যে গতানুতিক ধারার টিউন করি তার থেকে এ টিউন ভিন্ন। মুসলিমদের জন্য সব চেয়ে আনন্দের মাস হলো রমজান মাস। সেই উপলক্ষে আমার আজকের এই টিউন।
আমরা হয়তো অনেকেই জেনে বা না জেনে এপ্রিল ফুল পালন করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এদিনটি মুসলমানদের জন্য এত বেদনাদায়ক যা বলার অপেক্ষা রাখে না। এদিনে মুসলমানদেরকে বোকা বানিয়ে আগুনে পোড়ানো হয়েছিল যা ইহুদি নাসারাদের গভির ষড়যন্ত্রের শিকার। আর এই আনন্দে ইহুদি নাসারারা এপ্রিলের ১ তারিখ বোকা দিবস পালন করে। তাহলে মুসলমানরা কেন এদিনে ফুর্তি করে? এ দুঃখ কোথায় রাখবো?
আপনারা হয়তো অনেকেই জানেন 7 কে লাকি এবং 13কে আনলাকি বলা হয়। কিন্তু আপনারা কি জানেন কেন বলা হয়? এখানেও ইহুদি নাসারাদের চক্রান্ত বিদ্যমান। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ৭ নাম্বারে আসে G আর ১৩ নাম্বারে আসে M। G তে হয় GOD আর M এ হয় Mohammod। অর্থাৎ GOD লাকি আর মুহাম্মদ(সাঃ) আনলাকি(নাউযুবিল্লাহ)। GOD শব্দটাতেও কিন্তু বেজাল আছে। GOD শব্দের বহুবচন এবং স্ত্রী লিঙ্গআছে অথচ আল্লাহ এক এবং তার কোন শরিক নেই।
এমন আরো অনেক ভ্রান্ত ধারনা আমাদের মাঝে বিদ্যমান। যাইহোক আমার এই টিউনের মূল বিষয় হলো মৃত্যু। আমাদের সবারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। মৃত্যুর স্বাধ নবী-রাসুলদেরও গ্রহন করতে হয়েছিল। নবী-রাসুলদের কবরের ছবি সহ কিছু বিরল চিত্র নিচে তুলে ধরলাম।
হযরত আদম(আঃ) এর পায়ের ছাপ যা শ্রীলঙ্কায় অবস্থিত এবং পৃথিবীতে মানুষের প্রথম পদার্পন।
হযরত আদম(আঃ) এর পুত্র আবিলের কবর।
হযরত সালেহ(আঃ) এর কবর।
হযরত হারুন(আঃ) এর কবর।
এটা সেই জায়গা যেখান থেকে নুহ(আঃ) এর প্লাবন শুরু হয়েছিল। মসজিদে কুফা যা ইরাকে অবস্থিত।
এমন আরো কিছু বিরল চিত্র আপনাদের জন্য আপলোড করে দিলাম।
Pictures of graves of prophets and ahlebait
আর একটা কথা আমাদের দেশে মাযার প্রথা অনেক প্রচলিত। যা একটা ভ্রান্ত দিক। আচ্ছা একটা কথা চিন্তা করুন যে ব্যক্তি নিজেই মৃত সে কি করে অন্যের মঙ্গল করতে পারে?
সামি ইউসুফের সাড়া জাগানো চমৎকার একটা ইংলিশ গান ডাউনলোড করুন এখান থেকে।
আপনি জানেন কি সামি ইউসুফ পুর্বে খ্রীষ্টান ছিল?
আশা করি আপনাদের কে কিছু হলেও জানাতে পেরেছি।
ধন্যবাদ সবাকে।
"আল্লাহ হাফেয"
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
আমাকে কি একটু শিখাইয়া দিবেন টিউন গুলি কই পান প্লিজজজজজজ