কোন রকম কালো বর্ডার ছাড়াই ভিডিও দেখুন

কেমন আছেন সবাই , আমি টেকটিউনসে নতুন নই কিন্ত এটাই আমার প্রথম টিউন । আজকে আমি বলব একটি বহুল আলোচিত সমস্যা নিয়ে যে পিসিতে ভিডিও দেখলে ম্যাক্সিমাম সময় উপর আর নিচে কালো বর্ডার থাকে তাতে ভিডিও টি ছোট দেখা যায় , এটার একটা সমাধান আছে , এজন্য একটি কোডেক প্যাক লাগবে যা k-lite codec pack নামে পরিচিত , এটি ডাউনলোড করে ইনস্টল করে নিন । তারপর কোন ভিডিও চালান MPC (Media player classic) দিয়ে যা ইনস্টল হলো ।এবার নাম্বার প্যাডের ৮,২,৪,৬ ব্যবহার করুন সাইজ বাড়াতে কমাতে ।

Megauplod link

Rapidshare link

কোডেক টি ইনস্টল করলে -

* উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়েই সব ধরনের ফাইল চালাতে পারবেন

*খুব ভালো মানের ছবি ও সাউন্ড পাবেন

*ভিডিও বড় ছোট করার স্বধীনতা তো থাকছেই

দুঃখিত আমি খুব একটা ভালো করতে পারলাম না । স্ক্রিনশট দিতে চাই লাম কিন্তু সমস্যা হচ্ছে ।আর আরেকটি কথা এটা ছাড়া অন্য ভাবে করা যায় কিনা জানিনা তবে আমি অনেক প্লেয়ার আগে ব্যবহার করেছি আমার কাছে এটাই সবচেয়ে ভালো ও সহজ লেগেছে । ধন্যবাদ কোন ভুল হলে মাফ করবেন ।

Level 0

আমি সায়মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

soft ti age tekei ciko…by d way tune ti valo hoase….next time r o valo hobe asa kori…..

আমি ভি এল সি দিয়ে করতাম। তাতেও লিমিটেশন ছিল। তা হল ১৬:১০ এস্পেক্ট রেশিও তেও যদি ফুল স্ক্রিন না হত, আমার কিছু করার থাকত না। জুম করলে দরকারি জায়গা দেখা যেত না। তবে আপনার পদ্ধতিটায় একটা প্রশ্ন আছে, তা হল ভিডিওর মাণ কতটুকু থাকবে? ফাটা ফাটা দেখা যাবে না? জবাব দেবেন আশা করি। নিয়মিত লিখবেন।

    ভিডিওর মান যদি ভালো হয় মানে DVD কোয়ালিটির হয় তাহলে ৩২” মনিটরে এটা করলেও সমস্যা হবে না তবে এখন যদি 3gp বা কম মানের mp4 এ এটা করা হয় তাহলেতো ভিডিও টা ফেটে যাবে তাই না ,লজিক টা নিশ্চয়ই বুঝতে পারছেন।

ধন্যবাদ সায়মন ভাই।

স্ক্রীণ শট দিতে আবার কি সমস্যা হইল ?

Level 0

এগিয়ে যাও,,,,,,,,,,,,

    আপনারা দোয়া করলে তবেইনা

সফটা আমার কাছে ছিল কিন্তু এটা দিয়ে এইকাজটাও করা যায় জানা ছিল না,ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

সব ফাইল চালানো যায় জানতাম তবে এটা ব্যবহার করলে ভিডিও এর কোয়ালিটি কমে যায় বুঝতে পারলেন তো ?

কারন যেটা হাই রেজুলেশন সেটা তো ভালই থাকবে বাট রেজুলেশন কম হলে তো আর ভালা দেখাবে না ভাইসাব

    ক্ষমা করবেন আপনি নিশ্চয়ই ১০ টাকা দিয়ে ১০০ টাকা মুল্যের জিনিস পাবেন না , সহজ হিসাব টা বুঝলেন না ? ৪ MB র 3gp িনশ্চয়ই ভালো দেখাবে না , আপনি যদি ভালো DVD মানের ভিডিও চালান তাহলেতো কোন সমস্যা হবে না আর আমি এটা মুভি দেখা নিয়ে বলে ছিলাম so, আপনি নিশ্চয় ২০০mb র 3gp মুভি দেখেন না ।

Level 0

হুম…ভালো…ধন্যাবাদ

Level 0

need password to open the zip file of your link….!!!!!!!!!!!!!!

    দুৎখিত , আপনি এখান থেকে নামিয় নিন-http://www.filehippo.com/download_klite_mega_codec/

ki saimon vai prothom tune kore kemon lagse . ami obosso eta agei ber koer cilam .
to dhonnobad sobar sate share korer jonno ,jeta ami parini.
wish you all the best
arr amake je jinis gulo sekhanor kotha cilo ta tara tari sikhao.

দারুন জিনিস, কাজে লাগবে।

Level 0

সত্যি ই কাজের জিনিস ধন্যবাদ।