কেমন আছেন সবাই , আমি টেকটিউনসে নতুন নই কিন্ত এটাই আমার প্রথম টিউন । আজকে আমি বলব একটি বহুল আলোচিত সমস্যা নিয়ে যে পিসিতে ভিডিও দেখলে ম্যাক্সিমাম সময় উপর আর নিচে কালো বর্ডার থাকে তাতে ভিডিও টি ছোট দেখা যায় , এটার একটা সমাধান আছে , এজন্য একটি কোডেক প্যাক লাগবে যা k-lite codec pack নামে পরিচিত , এটি ডাউনলোড করে ইনস্টল করে নিন । তারপর কোন ভিডিও চালান MPC (Media player classic) দিয়ে যা ইনস্টল হলো ।এবার নাম্বার প্যাডের ৮,২,৪,৬ ব্যবহার করুন সাইজ বাড়াতে কমাতে ।
কোডেক টি ইনস্টল করলে -
* উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়েই সব ধরনের ফাইল চালাতে পারবেন
*খুব ভালো মানের ছবি ও সাউন্ড পাবেন
*ভিডিও বড় ছোট করার স্বধীনতা তো থাকছেই
দুঃখিত আমি খুব একটা ভালো করতে পারলাম না । স্ক্রিনশট দিতে চাই লাম কিন্তু সমস্যা হচ্ছে ।আর আরেকটি কথা এটা ছাড়া অন্য ভাবে করা যায় কিনা জানিনা তবে আমি অনেক প্লেয়ার আগে ব্যবহার করেছি আমার কাছে এটাই সবচেয়ে ভালো ও সহজ লেগেছে । ধন্যবাদ কোন ভুল হলে মাফ করবেন ।
আমি সায়মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
soft ti age tekei ciko…by d way tune ti valo hoase….next time r o valo hobe asa kori…..