একটি অসাধারন মিডিয়া প্লেয়ার ট্রাই করুন!!!

নমস্কার সবাইকে। এটি আমার প্রথম টিউন। আনেক দিন ধরেই computer ঘাটছি তবে এখনো অব্দি টিউন করে উঠতে পারিনি। যাই হোক, আমি আপনাদের আজকে একটা media player এর কথা বলব যার নাম হল Kantaris।প্লেয়ারটির সাইজ 14.5mb এর মত। এই প্লেয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।Magical Snap - 2010.08.08 12.47 - 002Magical Snap - 2010.08.08 12.52 - 001
এবার দেখা যাক এই প্লেয়ার কি কি করতে পারেঃ
Kantaris সব রকমের ফরম্যাট support করে (যেমনঃ DAT, WMV, MP3, MP4, MKV, RAR, 3GP*, etc) প্লেয়ার টি আসাধারন চমকপ্রদও, এই প্লেয়ার 3D movies, HD quality picture সম্পন্ন যেসব ভিডিওর জন্য সবচেয়ে সেরা। গানের সঙ্গে সঙ্গে 3D visualization effect তো থাকছেই।কোনো রকম আসুবিধা হলে জানান, আমি তার সমাধান করার চেস্টা করবো। প্লেয়ার টি ডাউনলোড করে দয়া করে কমেন্ট করুন, যেহেতু প্রথম টিউন, তাই প্রথমেই কমেন্ট না পেলে পরবর্তী টিউন করার সাহস পাব না। সবাই ভাল থাকবেন।
*বলা বাহুল্য যে এই প্লেয়ার 3GP mode এ কোনো সাউন্ড দেয় না।

Level 0

আমি নিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Living life nonsencely, It's difficult to discover me.....but, all the things later I am the guy who is interrupted with computer logically.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনসে স্বাগতম । শেয়ার করার জন্য ধন্যবাদ । আপনার প্রথম টিউনে প্রথম মন্তব্য ।

    Level 0

    আপনাকে অসংখ্য ধ্যন্যবাদ, দয়া করে আমকে আপনি বলবেন না, আমার বয়স আপনার থেকে অনেক কম (১৪ বছর), আপনি আমার দাদ্র মত। আমার প্রথম টিউনে আপনার প্রথম মন্তব্যের জন্য আমি খুব খুসি।

দারুন হইসে আপনার টিউন চালিয়ে যান। পারলে আরো দিবেন।
ধন্যবাদ

ভাগ্যিস আমি ৩য় জন। আর পুরস্কারের সম্ভাবনা নাই কারো। ভালো।

টিউনটি ভাল হইছে,প্লেয়ারটি পরে ট্রাই করে দেখব,ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

আপনাকে স্বাগতম।

সব প্লেয়ার এর বাপ হইতাছে KM Player. হ্যার মত সাউন্ড আর কোন প্লেয়ার এ নাই। লাগবা বাজি!

    Level 0

    ক্ষমা করবেন, তবে আমি এই প্লেয়ার টি শুধু সউন্ডের জন্য দিইনি। আগে আপনি প্লেয়ার টি ডাউনলোড করে দেখুন। নাহলে আপনি আমাকে mail করুন([email protected])। ধ্যন্যবাদ।

    Level 0

    jet Audio হল KM Player এর বাপ।

ব্যবহার করতেছি আসলেই ভালো।

Level 0

টেকটিউনসে স্বাগতম

যাই হক চালিয়ে যান ।

ছোট্টবন্ধু আমার মনে হয় যত বেশি সফটওয়্যার পিসিতে ইনস্টল করা হবে পিসি তত স্লো হবে , হ্যা পিসি তে সফটওয়্যার না থাকলে কোথায় থাকবে তবে যদি তা না করে তার থেকে ভালো উপায় থাকে তবে সেটি করাই তো ভালো । আসল কথা হলো আমি windows 7 ব্যবহার করি এবং আমি সবাই কে েএটার মিডিয়া প্লেয়ার ১২ টা ব্যবহার করতে বলি । ছোট্ট একটা সফট কে-লাইট কোডেক প্যাক ইনস্টল করে নিলে আর কোন প্লেয়ার লাগেনা এবং এর মান নিয়ে কোন সন্দেহ নেই । যেকোন ভিডিও ফাইল এটা দিয়ে চালানো যায় । সাউন্ড এর মোডিফিকেশনের জন্য রাইট বাটন ক্লিক করে enhancement – graphic equalizer এ গিয়ে পছন্দ মতো সেট করে নিলে আমার অভিজ্ঞতায় সর্বশ্রেষ্ঠ সাউন্ড আসে । আমি এর আগে vlc , kmp , gom ইত্যাদি ব্যবহার করেছি , তবে WMP & MPC মানে মিডিয়া প্লেয়ার ক্লাসিকই সেরা ।এটাতে তো এমনকি মুভি চলাকালে উপর আর নিচে যে কালো বর্ডার থাকে তাও সরিয়ে দেয়া যায় । তবে WMP তে সাউস্ড তুলনা মুলক ভালো ।
ভালো কথা এগুলো তে 3gpও চলে এবং সাউন্ডও আসে ।

    Level 0

    অসংখ্য ধন্যবাদ দাদা, আমিও Windows 7 এর গ্রাহক, কিন্তু এই edition এর media player আমার পিসিতে problem করছে, তুমি কি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পার? করলে উপক্রিত হব। আমার ই-মেইল আই-ডিঃ[email protected]

নিল ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

জেট অডিও বেস্ট

Level 0

ধন্যবাদ নিল , এগিয়ে যাও ।

১৪ বছর বয়সেই বাংলা লিখায় পারদর্শী, সাথে নিজের লিখা পাবলিস করছো। চালিয়ে যাও একদিন গন্তব্যে চলে যেতেও পার। খুশি হলাম।