সমস্যাঃ উবুন্টু 8.10 এ ল্যান সেট আপ – ল্যাপটপে

আমি কিছুতেই আমার ল্যাপটপের ইথারনেটটা চালু করতে পারছি না উবুন্টুতে। ব্যাপারটা খুব আজব - কারণ আমি নতুন একটা কানেকশন তৈরী করলাম, কিন্তু সেটা আমার সিলেকশন মেনুতে দেখালোই না । আমার ডেস্কটপে যেটা হয় তা হলো - সিলেকশন মেনুতে সবকটা কানেকশন দেখায় - যার একটা হলো অটো ইথ০, আর আমি আরেকটা কনফিগারেশন তৈরী করে রেখেছি সেটা। কিন্তু ল্যাপটপে অটো ইথ০ ছাড়া আর কিছু দেখাচ্ছেই না  -আর দেখাচ্ছে কিছু  ওয়্যারলেস নেটওয়ার্ক এর সেটিংস - যেগুলো আসলে ডিস্যাবলড।

আমার ইথারনেট কানেকশনটাতে ম্যাক অ্যাডরেস, আর   IPv4 সেটিংসটা ম্যানুয়ালি সেট করতে হয়। যেটা ডেস্কটপে করতে আমার খুব একটা কষ্ট হয়নি - কিন্তু এখন আমি কিছুতেই কিছু করতে পারছি না.. কয়েক ঘন্টা নষ্ট করার পরও - এবং আমি শুধু ইন্টারনেট ব্যবহার করার জন্য উইন্ডোজ ব্যবহার করতে একদমই চাচ্ছি না..  🙁

Level 0

আমি smilitude। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ডার্কলর্ডের জিকির করেন …….. উনিই টেকটিউনসের একমাত্র উবুন্তু এক্সপার্ট

আমি অনেকটুকু সময় অনেক নেট ঘাটাঘাটি করেও কিচ্ছু পাইনি.. :'( চরম মন খারাপ লাগছে। আহারে, উবুন্টু! 🙁

নেটওয়ার্কিং এ আমি খুব একটা অভিজ্ঞ না তবে আপনি এই মেইলিং লিস্টে যোগ দিয়ে আপনার সমস্যার কথা বিস্তারিত জানান আশাকরি সহায়তা পাবেন

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

আমার সমস্যা ছিল নেটওয়ার্ক কার্ডের ম্যাক অ্যাডরেস ঠিক করা নিয়ে – http://www.howtogeek.com/howto/ubuntu/change-your-network-card-mac-address-on-ubuntu/

টারমিনালে ifconfig লিখলে ম্যাক দেখায়!
এখন উবুন্টু চলছে! 🙂 আমার দারুণ লাগছে!!

মানে উবুন্টুতে নেট চলছে! 🙂 যাইহোক!

ধুর – ওই ভাবে ম্যাক অ্যাডরেস পাল্টালে পুরো নেটওয়ার্ক সিস্টেম ধসে যায়!

এটার একটা সমাধান এটা

sudo ifconfig eth0 down hw ether new_address
sudo ifconfig eth0 up

কিন্তু – এটা প্রতিবার কম্পিউটার অন করে একবার করে করতে হবে!