সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনলাইনে আয়ের ব্যপারে আমাদের সবারই কম বেশি আগ্রহ আছে । টেকটিউন এ অনলাইনে আয়ের ব্যপারে জরিপটা দেখে আমার এই টিউনটি করা। এর আগে minuteworkers নিয়ে আমি একটি টিউন করেছিলাম। যাক, imcrew হতে পারে আমাদের জন্য আয়ের আরেকটি উপায়। বোঝা যাবে ০৫ আগষ্ট এর পর তাদের pre-lunch stage শেষ হলে। তাদের কথা অনুযায়ী (আমি বলছি), ০৫ আগষ্ট এর আগে আপনি রেফারেল প্রতি ২ ডলার আর্ন করতে পারেন এবং pre-lunch stage শেষ হলে ০৫ আগষ্ট থেকে article review করে আর্ন করতে পারবেন। জানি না কতটুকু সত্য! আমি একাউন্ট করেছি, বেশ কিছু রেফারেল ও করেছি, দেখা যাক কি হয়? আল্লাহ ভরসা. এটা পেয়েছি আমি minuteworkers এ কাজ করতে গিয়ে। প্রতিদিন এখানে অনেক imcrew একাউন্ট করার কাজ থাকে। একাউন্ট করতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে, আর ০৫ আগষ্ট আসতে আর মাত্র ০২ দিন। দেখেন চেষ্টা করে, কপালে থাকলে ঠেকায় কে? আমার আজ এ নিয়ে টিউন করার উদ্দেশ্য হচ্ছে ২টি
১। আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা, কেউ imcrew সম্পর্কে জানেন কিনা?
২। ২ ডলার করে কামানোর ধান্ধা
সবাইকে ধন্যবাদ
লিংকটি হচ্ছে http://www.imcrew.com/?r=8717
আমি prince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm nobody!!!!!!
২ টা দিন পর ০৫ আগষ্ট টিউন করতেন।