উবুন্টু ৮.১০ ডেক্সটপ এডিশন সেটাপ সমস্যা???????

উবুন্টু আমি অনেক দিন থেকেই ব্যাবহার করছি। আগে আমি বাংলা উবুন্টু শ্রবণী ব্যাবহার করেছিলাম। এখন আমি উবুন্টু ৮.১০ ডেক্সটপ এডিসন সেটাপ করতে চাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি যেই উবুন্টু ৮.১০ ডেক্সটপ এডিসন সেটাপ করতে যাচ্ছি পার্টিশন এ গিয়ে আমার সমস্ত ড্রাইভ কে একটা ড্রাইভ দেখাচ্ছে। মানে আমার উইনন্ডোজের কোন পার্টিশনই দেখাচ্ছে না। আমি যখন শ্রবণী উবুন্টু ব্যাবহার করতাম তখন ডাবল বুট সিসটেম ছিল মানে উইনন্ডোজ এবং উবুন্টু দুটোই ছিল, পরবর্তীতে আমি উইনন্ডোজ ইনষ্টোল করলে উবুন্টু শ্রবণী হারিয়ে যায় এবং যে পাটিশনে উবুন্টু শ্রবণী ইনষ্টল করেছিলাম সেই পার্টিশনটা অদৃশ্য অবস্থায় এখন পর্যন্ত আছে। এই অবস্তায় আমি কিছুতেই পার্টিশনে যাবার পর আর কিছুই করতে পারছি না। এখন আমার পার্টিশন ভাংগাও সম্ভব না। কারন আমার হার্ডডিক্সে অনেক ডাটা আছে। কিভাবে পার্টিশন না ভেংগে উবুন্টু ৮.১০ ডেক্সটপ এডিসন সেটাপ করতে হয় তা জানতে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি।

Level New

আমি মন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাবনা যত দূরে যাবে আমিও যাব তত দূরে, দৃষ্টি যত ছাড়িয়ে যাবে আমি দাড়াব না তীরে.............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উবুন্টুর এই টিউনগুলো দেখুন। বিশেষ করে ধাপে ধাপে ইন্সটল করার টিউনটি।