ফোল্ডার আইকন তৈরী করুন আপনার নিজের ছবি দিয়ে

আপনার নিজের ছবি দিয়ে ফোল্ডার আইকন তৈরী করার জন্য সফৃট ওয়্যারটি (মাত্র 415 kb) কপি করে যে কোন ড্রাইভে রেখে ডাবল ক্লিক করুন । অথবা ডাউনলোড করে ইনস্টল করে নিন ।

image2.jpg

এবার ফাইল মেনু থেকে Import From Graphic’s select করুন

image-1.jpg

এবার open বক্স থেকে যে কোন ছবি open করুন

image-2.jpg

এবার প্রয়োজন হলে সম্পাদন করুন । সম্পাদনকৃত আইকন এর ছবিটি উপরের ডান পাশে দেখা যাবে

image-3.jpg

এবার ফাইলটি সেভ করুন .ico হিসাবে ।ব্যাস তৈরী হয়ে গেল আপনার আইকন ।
এবার যে কোন ফোল্ডার এর Properties থেকে ফোল্ডারটি Customize করে ফেলুন আপনার আইকনটি দিয়ে ।

Key Features include:
• Support sizes 16 X 16, 32 X 32, 48 X 48, 64 X 64, and user custom
• Support Monochrome (1 bit), 16 colors (4 bits), 256 colors (8 .bits), true color (24 bits), and true colors + alpha channel (32 bits)
• Support capturing an icon area from screen
• Fast, small and easy-to-use
• Windows XP Compatible
• Extract icon from DLL/EXE files
• Icon Searcher Tool - Search Icons from your computer files
• Icon Changer Tool - change binary file's icons (EXE, OCX, DLL, SCR, ...)
• Import from or Export to graphic files BMP, JPG, GIF

Level 0

আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রেক্স ভাই, আমি পুরো কম্পিউটারের আইকন সেট তৈরি করে ফেলছি। দারুন হয়েছে টিউনটা।

Level 2

রেক্স ভাই,
এমন একটি টিউন ধন্যবাদ পাওয়ার যোগ্য বটে। তবে ফটোশপ ব্যাবহার করে কাজটা করা যায়।প্রথমে আপনার পছন্দের ছবিটি *.bmp মুডে সেভ করুন 500×500 pixel এর মধ্যে এবং 24 বা 32 Bit কালারে। এরপর Tools > Folder Option > View গিয়ে Hide extentions for known file types এর বাম পাশ্বে chek কে Unchek করে Apply > OK করুন। এবার দেখুন প্রতিটি ফাইলের নামের শেষে Extention (*.*) দেখা যাচ্ছে। এখন আপনার সেভ করা ফাইলটি Rename করুন এভাবে *.bmp > *.ico (উদাহরন = 0012.bmp > 0012.ico)। একটি ডায়লগ আসেব এখানে Yes. করে দিন।
এবার রেক্স ভাই এর পদ্ধতি অনুযায়ী যে কোন ফোল্ডার এর Properties থেকে ফোল্ডারটি Customize করে ফেলুন আপনার আইকনটি দিয়ে । আইকনটি খুজে নিন Browse করে আপনার সেভ করা লোকেশন থেকে।
আশা করি কারো জন্যে টিপসটি কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

আড়ে মামা,এত্তু জামেলা কেঠা কড়ে?মাইকরুচপটের পেইন্ট চপটয়ার দিয়াই আইকন বানান জায়….

HEERA_81 জেমতে কইচে পেইন্ট বাইড় কইড়া একডা ডুকুমেন্ট নিয়া পেইন্ট করেন..তারপড় সেইভ এস থেকা নাম.ico লেইখা ছেইভ কড়েন..মামলা ডিশমিস…

Level 2

আমার মনে হয় আমি_এক অমানুষ যা বলেছেন তা যাচাই করে দেখেননি যে, মাইক্রসফট পেইন্টে Save As.. অপশনে কোন *.ico অপশন নেই। ব্যাপারটি যেকেউ যাচাই করে দেখতে পারেন।
আর “আমি_এক অমানুষ” কে বলছি, হুট করে একটি কথা বলা উচিত নয় বা বুদ্ধিমানের কাজ নয়।

হীরা৮১ আপনি ভুল করছেন। যদিও পেইন্টে আইকন ফরমেটে সেভ করার সরাসরি ব্যবস্থা নেই কিন্তু আপনি যদি ফাইলের নাম লিখে তারপরে স্বহস্তে .ico যোগ করে সেভ করেন তাহলে আইকন ফরমেটেই সেভ হবে যা একজন মানুষ পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন। সুতরাং………

আর “হীরা৮১” কে বলছি, হুট করে একটি কথা বলা উচিত নয় বা বুদ্ধিমানের কাজ নয়। [কপি করে দিলাম। কিছু মনে কইরেন না।]

Kaje Asbe….
Thanks.

Level 0

অন্যান্য সফটওয়ার দিয়ে করা গেলেও এইটার সাইজের মাত্রা দেখে ভাল লাগল, দারুন একটা টিউন হয়েছে……….

দারুন।

Level 0

প্রিয় বন্ধু, আপনার এই থেকে একেবারে নতুন শিক্ষা পেলাম… আমি এটাই করতে চেয়েছিলাম…… কিন্তু, কিভাবে হয় তা আমার জানা ছিল না…………শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ……..