বুদ্ধি দিন টেকিরা !!!

আমি গুগল ক্রোম default browser হিসেবে ব্যবহার করছি। কিন্তু এটাতে একটা সমস্যায় পড়ে গেছি! এটাতে বাংলা ঠিকমত পড়া/লেখা যায় না। "দাঁড়িগুলো" সব বাক্সের মতন দেখায়। আর কোনো smiley দেখা যায় না। লেখাগুলো মাঝে মাঝে overlapping করে। firefox/ie তে এই সমস্যাটা হচ্ছে না। কিন্তু chrome এ এই ঝামেলা হচ্ছে। আমি browser হিসেবে chrome এর প্রেমে পড়ে গেছি; এটাকে ছাড়তে পারছি না। আমার সমস্যা থেকে পরিত্রাণের উপায় কারো জানা আছে কি?

Level 0

আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউন্স জিন্দাবাদ !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজিলাতে সুইচ হোন ….. আপনার প্রেমের মরা ঠিকই জলে ডুববে!!!

প্রেমের মরা জলে ডুবে না………………………(আহা, কী টান !)
chrome এর interface টা ভাই জটিল লেগেছে; সিম্পল, কিন্তু efficient. যদিও chrome এর কিছু উন্নতি করা বাকি আছে, কিন্তু আমার কাছে বেশ লেগেছে। আর কেন জানি না, firefox এর চেয়ে chrome এ ওয়েবসাইট তাড়াতাড়ি লোড হয় (না ভাই, আমিও প্রথমে বিশ্বাস করি নি, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, বিশ্বাস করেন!)।

(প্সিজ ভাই, firefox কে নিচে নামাইলাম দেইখা ঝাড়ি-ঝুড়ি দিয়েন না !)

যার যার পছন্দ ……………. আমার কাছে মজিলা ROCKS!!

মজিলাই বেষ্ট……………………………..
………………………..

ক্রমের এই দাঁড়ি সমস্যাটা সেই প্রথম থেকেই আছে। দেখি কোন সমাধান বের করা যায় কিনা।