আমি গুগল ক্রোম default browser হিসেবে ব্যবহার করছি। কিন্তু এটাতে একটা সমস্যায় পড়ে গেছি! এটাতে বাংলা ঠিকমত পড়া/লেখা যায় না। "দাঁড়িগুলো" সব বাক্সের মতন দেখায়। আর কোনো smiley দেখা যায় না। লেখাগুলো মাঝে মাঝে overlapping করে। firefox/ie তে এই সমস্যাটা হচ্ছে না। কিন্তু chrome এ এই ঝামেলা হচ্ছে। আমি browser হিসেবে chrome এর প্রেমে পড়ে গেছি; এটাকে ছাড়তে পারছি না। আমার সমস্যা থেকে পরিত্রাণের উপায় কারো জানা আছে কি?
আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউন্স জিন্দাবাদ !
মজিলাতে সুইচ হোন ….. আপনার প্রেমের মরা ঠিকই জলে ডুববে!!!