উবুন্তু ১০.০৪ এ মিডিয়া সাপোর্ট (অফলাইন পিসির জন্যে)

ubuntu

যারা উবুন্তুত ইনস্টল করবেন তারা একটি কমন সমস্যায় পড়বেন। আর তা হল মিডিয়া সার্পোট। উবুন্তুতে মিডিয়া সাপোর্ট সরাসরি দেওয়া থাকে না। আর তাই এতে অডিও/ভিডিও গান/মুভি চলে না। কিন্ত যাদের নেট কানেকশন আছে তারা খুব সহজেই রিপজিটরি থেকে ডিপেন্ডেন্সি ফাইল গুলো ডাওনলোড করে উবুন্তুতে মিডিয়া সাপোর্ট নিতে পারেন। কিন্তু এতে দুটি সমস্যা রয়েছে। একে তো এতোবড় ডিপেন্ডেন্সি ফাইল রিপজিটরি থেকে ডাওনলোড করার ঝামেলা (নেট স্পিড স্লো) আবার একবার ডাওনলোডের পর দ্বিতীয় বার উবুন্তু Install করে ব্যবহার করা যায় না।
এতো গেল যাদের নেট কানেকশন আছে তাদের কথা। যাদের নেই, কিংবা বিভিন্ন পেকেজের বা সাইবার ক্যাফের ব্যবহার কারী তারা তো উবুন্তুর রিপজিটরিই Browse করে দখবেন না বা কোনটি প্রয়োজনীয় ফাইল তা বুঝতে পারবেন না। তাহলে কী করা যেতে পারে.....
একটি উপায় অবস্য রয়েছে। কিন্তু তার জন্যে অবস্য প্রথমেই ১০৬.১৬০+২৪.৬= ১৩০.৭৬ মেগা ডাউনলোড করে নিতে হবে। যা করতে হবে তা হল-
১) গুগল বা যেকোন সার্চ ইজ্ঞিন দ্বারা ubuntu restricted extras offline installer প্যাকেজটি খুজে ডাওনলোড করে নিন, বা রেপিডশেয়ার অথবা এন্টার আপলোড হতে ফাইলটি ডাওনলোড করে নিন।
২) তারপর compressed ফাইলটি decompressed করে নিন।
৩) Decompressed ফাইলের মাঝে একটি ফাইল আছে যার নাম হল - Install.sh। এই ফাইলে Double Click করুন।
৪) বক্স হতে Run in Terminal টি সিলেক্ট করুন।
৫) টার্মিনাল চালু হবে, আপনার ইউজার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি প্রদান করুন। এটি নিজে নিজেই সকল pakage ইন্সটল করবে একটু অপেক্ষা করুন।
৬) এবার এন্টার আপলোড হতে VLC Media Player টি Download করে নিন।
৭) VLC_Offline_installer_10.04_For_Ubuntu_10.04.tar.gz নামক ফাইলটি Extract করুন, এবং আগের মতই Install.sh ফাইলটি Terminal এ Run করে VLC Media Player টি Install করুন।
৮) PC টি Restart করুন।

আমার এই ভাবে উবুন্তু ১০.০৪ তে মিডিয়া সাপোর্ট কাজ করছে। আপনারাও ট্রাই করতে পারেন।

Ubuntu Rusticated Extra 10.04 Offline Installer

রেপিডশেয়ার লিংক

এন্টার আপলোড লিংক

VLC Offline Installer for Ununtu 10.04

Enterupload Link

Level 2

আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অতি সুন্দর, চালিয়ে যান।

    ধন্যবাদ বাকের ভাই মন্তব্য করার জন্য।

তথ্যবহুল, সাহায্যকারী টিউনের জন্য আপনাকে ধন্যবাদ।

    ধন্যবাদ সাঈদ ভাই মন্তব্য করার জন্য।

এবার ডাউনলোড করলে আবার ব্যবহার করা যায় । আপনি /var/cache/apt এর ফাইলগুলো কপি করে কোথাও রেখে দিন । পরে এগুলো দিয়ে আবার ইন্সটল করতে পারবেন ।
হোমের ভেতর যেকোন ফোল্ডারে রেখে কমান্ড দেবেন –

cd ফোল্ডারের নাম
sudo dpkg -i *.deb

ব্যস ইন্সটল হয়ে যাবে 🙂

তবে রেপো থেকে ডাউনলোড থেকেই ব্যবহার করা উচিত । অন্যকেউ যদি সাথে খারাপ কোন কোড ঢুকিয়ে আপনাকে দেয় তখন কী করবেন বলুন ?

একবার ডাউনলোড করলে আবার ব্যবহার করা যায় । আপনি /var/cache/apt এর ফাইলগুলো কপি করে কোথাও রেখে দিন । পরে এগুলো দিয়ে আবার ইন্সটল করতে পারবেন ।
হোমের ভেতর যেকোন ফোল্ডারে রেখে কমান্ড দেবেন –

cd ফোল্ডারের নাম
sudo dpkg -i *.deb

ব্যস ইন্সটল হয়ে যাবে 🙂

তবে রেপো থেকে ডাউনলোড থেকেই ব্যবহার করা উচিত । অন্যকেউ যদি সাথে খারাপ কোন কোড ঢুকিয়ে আপনাকে দেয় তখন কী করবেন বলুন ?

ভালো থাকবেন ।

    জামাল উদ্দিন ভাইয়া আপনাকে ধন্যবাদ।
    আমার এই প্রসেসটি জানা ছিল না। আর একটি বিরক্তিকর বিষয় হচ্ছে রিপজিটরি থেকে ডাওনলোড করতে আনেক সময় লাগে।
    আচ্ছা রিপজিটরির ডিভিডি গুলো কী অন্যভাবে পাওয়া সম্ভব?

    “তবে রেপো থেকে ডাউনলোড থেকেই ব্যবহার করা উচিত । অন্যকেউ যদি সাথে খারাপ কোন কোড ঢুকিয়ে আপনাকে দেয় তখন কী করবেন বলুন ?”
    আসলেই কিছু করার নেই, তবে উপরের লিংক গুলো আমার ধারনা অনুযায়ী খুবসম্ভবত ক্লিন রয়েছে।

    রেপো পরিবর্তন করে দেখুন । Select Best Server নামে একটা অপশন আছে ( System -> Administration -> Software source ) , সেটা ব্যবহার করুন । বাংলাদেশের ইউজারদের ডিফাল্টভাবে বাংলাদেশের রেপো দেয়া হয় – এটা একটু স্ল ই বটে ।

    ডিভিডি অবশ্যই বানাতে পারেন , তবে তা না করাই ভালো ( যে সাইজ , ১৭ জিবি – ২০ জিবি ! ) । কিভাবে বানাতে হবে পাবেন এখানে – http://ubuntuforums.org/showthread.php?t=352460

    আপনার দেয়া লিন্ক হয়ত ক্লিন আছে , কিন্তু এরপর কখনও যে আনক্লিন আসবে না তার কী ঠিক আছে ? অপেন সোর্সের জগতে ভালো মানুষ বেশী – তবে খারাপ মানুষ যে থাকবে না কার কী গ্যারান্টি 🙂
    ভালো থাকবেন ।

জানতাম না জানানোর জন্য ধন্যবাদ। আর এটা ( ubuntu-10.04-desktop-i386.iso.ob! ) Downlode করতেছি ৬৫ মে.বা হইছৈ কেবল তবে আরো কোন সমশ্যায় পড়লে সাহায্য করতে হবে কিন্তু। ধন্যবাদ।

আপনার টিউনগুলো পরে কাজে লাগবে।
ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

amar khub kaje debe

চালিয়ে যান।

ভাই অসংখ্য ধন্যবাদ আপনকে, আমি অনেকদিন ধরে এই সমস্যা বুকছি………….এবং উবু্ন্তু নিয়ে আরও টিউন চাই………..

    অদ্ভুত ভাই আপনাকেও ধন্যবাদ। তবে আমি এই সমস্যায় পড়েছিলাম বিধায় এটি জানতে পেরেছি। আপনিও আপনার সমস্যার সমাধান খুজে আমাদের সকলের সাথে সেয়ার করুন। সকলেই উপকৃত হবে।

Level 0

নাইস

Level 0

ধন্যবাদ, আমার কাজে আসবে।
আর একটা প্রশ্ন; জানা থাকলে বলবেন- আমি যতোবারই কম্পউটার অন করি, WLAN বার বার পাসওয়ার্ড চায় (আমি থ্রিজি ব্রডব্যন্ড দিয়ে ওয়্যারলেস রাউটার ব্যাবহার করি)। পাসওয়ার্ড সেভ করে রাখায় উপায় কি?
উবুন্তু লেটেস্ট ভার্সন ব্যবহার করছি।

    ভাই এই সমস্যায় এখনো পড়িনি তাই এর সমাধান আমার জানা নেই। তবে আপনি http://ubuntuforums.org/ ফোরামে একটু ঘাটাঘাটি করলে আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর হ্যা সমস্যার সমাধান পেলে আমাদের সকলের সাথে সেয়ার করুন। সকলেই উপকৃত হবে। ধন্যবাদ।

ভাই আপনার এই টিউন আমাকে দারুণ কাজ দিয়েছে। আমি করেছি সব কিছু ঠিক ঠাক মতো চলছে। আবারো ধন্যবাদ। আরো দারুণ সব টিউনের অপেক্ষায় রইলাম।

    ইশ কারো কাজে আশার পর ধন্যবাদ দিল!
    আমার আজকে টিউন করা সার্থক মনে হচ্ছে। বিশেষ কিছু জানি না, কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানের দ্বারা কেউ উপকৃত হল।
    ভাই আপনার এই মন্তব্যের জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।

ভাল টিউন উবুন্তু ব্যবহার কারিগন অনেক উপকৃত হবেন এই টিউন থেকে,ধন্যবাদ টিউনের জন্য।

    ভালো লোকে ভাল মন্তব্য করলে কী যে ভাল লাগে তা বলে বুঝাতে পারব না।
    আতাউর রহমান ভাই আপনাকে ধন্যবাদ।

Level 0

অনেক উপকার হল,ধন্যবাদ 🙂

কোনো .rpm file কী ভাবে setup করব জানালে উপকৃত হইতাম । ভালো লেগেছে।

    “এলিয়েন” সফটওয়ারটি ব্যবহার করে দেখতে পারেন। এটি মূলত প্যাকেজ কনভার্টার। আরপিএম থেকে ডিইবি (ডেব) এ কনভার্ট করতে পারেন।

মিডিয়া ফায়ারের একখানা লিংক দেয়া হল নিচেঃ
http://www.mediafire.com/download.php?8w858pvd7b463tv

vai eta die ki 12.04 version e ka chalano jabe?