রেপিড শেয়ারের স্থায়ী সমাধান চাই! কেউ কি আছেন যে আমাকে রেপিড শেয়ারের স্থায়ী সমাধান দিতে পারবেন? যদি কেউ থাকেন তাহলে আমাকে সাহায্য করুন প্লিজ। এমন কি কোন ডাউনলোডার আছে যা দিয়ে আমি রেপিডশেয়ার থেকে আনলিমিটেড ফাইল ডাউনলোড করতে পারব? এবং তা পজ করার সিস্টেম থাকবে। আমি পিএইচপির ভিডিও টিউটোরিয়াল রেপিডশেয়ার থেকে ডাউনলোড করতে চেয়েছি কিন্তু পারি নাই। আপনাদের কি পিএইচপি মাইএসকিউএল এর ভিডিও টিউটোরিয়ালয়ের এমন কোন ওয়েব সাইট জানা আছে যা থেকে আমি সেটা ডাউনলোড করতে পারব এবং সেটা রেপিড শেয়ারের মত ওয়েব সাইট ছাড়া। যদি কারো জানা থাকে জানাবেন প্লিজ.................
আমি Debashish Mahonta। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Debashish Chandra Mahonta. I am a student of Rajshahi University. I am studying Philosophy (M.A) final year.
http://www.rapid4free.com/ এই সাইট থেকে প্রতিদিন আপনি ০ থেকে ৯০ মেগাবাইট পর্যন্ত রেপিড শেয়ারের ডাটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য রেপিড শেয়ারের ডাউনলোড লিংক কপি করে এখানে পেষ্ট করুন। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন। আরো বিভিন্ন ভাবে রেপিড শেয়ার থেকে ডাউনলোড করা যায়। তবে আমার কাছে এটাই ভাল সমাধান বলে মনে হয়। ট্রাই করে দেখুন।