সুপ্রিয় ভোটার ভাই-বোনদের প্রতি আমার আবেদন। আগামীকাল আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই আমাদের প্রিয় ব্যক্তি/দলকে ভোট দিব। কিন্তু আপনাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ, একটু খেয়াল করুন যে, মার্কা দেখে যেন ভোট না দেন। আগামী দিনে দেশ পরিচালনা করতে পারবে এমন ব্যক্তিকে ভোট দিন। সৎ ও যোগ্য ব্যক্তিকে আপনার মূল্যবান ভোটটি দিন।
এখানে ক্লিক করুন সুজন'র পক্ষ থেকে প্রতিটা আসনের জন্য একটি করে তুলনামূলক চিত্র তৈরি করা হয়েছে। সেখান থেকে তাদের তথ্য দেখে যাচাই করুন, কে ভালো আর কে খারাপ। নিজের বুদ্ধি, বিবেচনা দিয়ে সঠিক ব্যক্তিকে খুঁজে বের করুন। ভোটটা নষ্ট হবে মনে করে যিনি জিতবেন তাকেই ভোটটি দিয়ে আসবেন না। প্রার্থী সন্ত্রাসী, গদফাদার হতে পারে, দুর্নীতিবাজ-রাজাকার-স্বৈরাচার হতে পারে, মার্কার প্রতি অনুগত হয়ে দেশ ও দশের ক্ষতি বয়ে আনতে পারে এমন ব্যক্তিকে ভোটদান থেকে বিরত থাকুন। গত দুই বছরে এটা আমরা হারে হারে টের পেয়েছি যে, আমরা কেউই রাজনীতির বাইরে নই। রাজনীতি খারাপ হলে, পচে গেলে দেশও রসাতলে যায়। তাই রাজনীতিতে ভালো লোকের আবির্ভাব ঘটানো খুবই দরকার। আর এটা একমাত্র আমরা ভোটাররাই পারি। পারি তুলনামূলক ভালো প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে। আবার পারি 'না' ভোট দিয়ে সকল অযোগ্য প্রার্থীকে বাতিল করতে। ক্ষমতা এখন আমাদের হাতে। সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। গণতান্ত্রিক যোগ্য সরকার গঠিত হলে দেশ সঠিক পথে চলবে। দেশ এগিয়ে যাবে এবং আমরা হতে পারবো সেই গর্বিত দেশের মালিক।
নির্বাচন সংক্রান্ত তথ্য
আমি রুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশে কর্মরত। ওয়েব প্রোগামার। সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর একজন ভলান্টিয়ার প্রোগ্রামার। আইবিসিএস-প্রাইম্যাক্সে পার্টটাইম লেকচারার হিসেবে আছি। সেখানে পিএইচপি-মাইসিকিউএল কোর্স এ যুক্ত আছি। ফটোগ্রাফি করে থাকি। যায়যায়দিন পত্রিকায় টেকনোলজি পাতার নিয়মিত লেখক। ফটোশেয়ারে ছবি কন্ট্রিবিউট করি। দুর্নীতিমুক্ত সুন্দর, উজ্জ্বল একটি বাংলাদেশের স্বপ্ন দেখি।
নবম সংসদ নির্বাচনে কে কত আসন পাবে এক নজরে দেখুন।
আওয়ামীলীগ 134, বি,এন,পি 107, জাতীয় পার্টি 23, জামায়াত ইসলাম 19, স্বতন্ত্র 4, স্থগিত 1, অন্যান্য 10।
ভোট গনণার পর মিলিয়ে দেখুন ।
ধন্যবাদ রুবন ভাই।