কী বিশ্বাস হচ্ছে না? আমারটা দেখুন : [email protected] । আমি জানি টিকটিউন্সের অনেক ইউজারের জন্য এটা ডালভাত। তাই বলে দয়া করে আপনার কমন জিনিষ, ফালতু জিনিষ বা আগে থেকেই ব্যবহার করি জাতীয় কমেন্ট করে লজ্জা দিবেননা। আমি এই টিউনটি করেছি নবিনদের জন্য। আমি কয়েকদিন আগেই co.cc নিয়ে একটি টিউন করেছি।আজ আবার করলাম।
তো শুরু করা যাক, প্রথমেই http://www.co.cc-তে নিচের ব্যানারে ক্লিক করে রেজিষ্ট্রার করুন
এবার Getting A New Domain >> এ গিয়ে আপনার কাংক্ষীত ডোমেইন (যেমনঃ আপনি যদি example.co.cc ডোমেইনটি চান তাহলে example লিখে Check availability-তে ক্লিক করুন। যদি তা অব্যবহৃত এবং কোনো চার্জহীন হয় তাহলে তা আপনি রেজিষ্ট্রার করতে পারেন। যেমনঃ নিচের ছবিতে example ডোমেইনটি খালি আছে এবং একবছরের জন্য ফি লিখা আছে $0।
সুতরাং আপনি একে রেজিষ্ট্রার করতে পারেন। আবার একবছর লিখা আছে বলে ভাববেন না যে একবছর পর তা তারা নিয়ে নিবে। আপনি তা প্রতি বছর রিনিউ করতে পারবেন। এখন Continue to registration –এ ক্লিক করুন।পরবর্তী পেজ এ আপনার রেজিষ্ট্রেসন সফল হওয়ার বার্তা আসবে। এখানে Set up বাটনে ক্লিক করুন।পরবর্তী পেজ এ আবার Set up বাটনে ক্লিক করুন। অন্য একটি ট্যাব বা উইন্ডোতে এই লিঙ্ক অপেন করুনঃ http://www.google.com/a/cpanel/education/new?type=K12 ।এবার সেখানে Enter your domain name ফিল্ডে co.cc তে আপনি যে ডোমেইন রেজিষ্ট্রার করেছেন যেমনঃ example.co.cc তা লিখে Continue sing up। মনে রাখবেন অবশ্যই ডোমেইন নামের শেষে এক্সটেনশন অর্থাৎ co.cc লিখতে হবে। এবার সাইন আপ পেজ আসবে। আপনি যেখানে রেজিষ্ট্রার করছেন তা বিভিন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্ত আপনি রেজিষ্ট্রার করছেন ব্যাক্তিগত ব্যভারের জন্য। সুতরাং এখানে বিভিন্ন ফিল্ডের তথ্য আপনার জন্য প্রযোজ্য হবে না। তাই সে ফিল্ডগুলো বুঝেশুনে একটা কিছু দিয়ে দিন। সব ফিল্ড পুরন হয়ে গেলে Continue বাটনে ক্লিক করে পরবর্তী পেজ এ যান। এখানে এডমিন একাউন্ট তৈরী করার জন্য একটি ID (যেমনঃ mail বা info আপনার পছন্দমত কিছু একটা দিতে পারেন) ও পাসওয়ার্ড দিয়ে I accept. Continue with setup –এ ক্লিক করুন।পরবর্তী পেজ-এ Change [ডোমেইননেম].co.cc CNAME record এর পাশে রেডিও লিঙ্ক এ ক্লিক করে Continue ক্লিক করুন। পরের পেজ এ নিচের ছবির মত একটি কোড আসবে। কোডটি কপি করুন। এবার co.cc এর ট্যাব বা উইন্ডোতে ফিরে আসুন। এখানে Host ফিল্ড এ কপি করা কোডটি পেস্ট করুন, Type থেকে CNAME নির্বাচন করুন, Value ফিল্ড এ google.com লিখে Set up ক্লিক করুন।
এভাবে একটা একটা করে নিচের তথ্যগুলোও পুরন করুন।
সবগুলো রেকর্ড এন্ট্রি হয়ে গেলে Co.cc থেকে সাইন আউট করতে পারেন। এবার গুগল এপস উইন্ডোতে এসে I’ve Completed the steps above ক্লিক করুন।
এখন Service Settings থেকে Email –এ ক্লিক করুন। Change Url ক্লিক করুন। যে ফিল্ড দেয়া আছে তাতে মেইল লিখে বামপাশের রেডিও লিঙ্ক এ ক্লিক করে Continue বাটনে ক্লিক করুন। পরের পেজ এ I’ve Completed the steps above ক্লিক করুন। আপনার সব সেটিংস শেষ হল। এবার ৪৮ ঘন্টার মধ্যে আপনার ইমেইল এক্টভেট হবে। আপনি mail.[আপনার ডোমেইন].co.cc থেকে আপনার এডমিন একাউন্টে লগ-ইন করতে পারবেন। আপনার এডমিন একাউন্ট থেকে আরও ID যুক্ত করতে পারবেন।
অনেক কষ্ট করলেন এবার একটু বিশ্রাম নিন। আর কোনো সাহায্য লাগলে আমাকে মেইল করুন [email protected]।সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেননা। এবার আমিও একটু রেষ্ট নেই।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নবিন দের খুব কাজে দিবে