Microsoft .NET Framework

অনেক সময় দেখা যায় কোন সফটওয়্যার run করতে Microsoft .NET Framework এর প্রয়োজন হয় Microsoft .NET Framework  কি এবং কি কারনে এর দরকার পরে এর সম্পকে কেউ  বিস্তারিত জানাবেন কি....

Level 0

আমি khan016। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সময় দরকারী একটা সফটওয়ার ইনস্টল করলাম। ইনস্টল করতে গেছি আর ইনস্টল হয় না। মেসেজ দেয় Microsoft .NET Framework needs to be installed বা The application failed to initialize properly। এরকম অনেক সফটওয়ার আছে যেগুলো খুবই প্রয়োজনীয় কিন্তু ইনস্টল করার জন্য Microsoft .NET Framework দরকার হয়। তাই অনেকের প্রশ্ন Microsoft.NET Framework টা কি বা কেন। আর এটা পাওয়া যাবে কোথায়।

MS .NET Framework:
এটি মাইক্রোসফটের তৈরি কতগুলো উইন্ডোজ টুলের সমষ্টি যাতে প্রোগ্রাম তৈরির বেশ কিছু Language যুক্ত থাকে। বলা যায় বিশাল একটি language library। একটি প্রোগ্রাম তৈরি করতে নির্দিষ্ট একটি Language ব্যবহার করতে হয়। আবার কিছু প্রোগ্রাম তৈরি করতে প্রোগ্রামার একাধিক Language ব্যবহার করে থাকে। যেমন Visual Studio দিয়ে তৈরি কোন সফটওয়ার। এসব সফটওয়ার রান করার জন্য বেশ কিছু টুলের প্রয়োজন হয় যা সফটওয়ারগুলোর সাথে যুক্ত থাকে না বা নানা সমস্যার কারণে যুক্ত করা যায় না। MS .NET Framework ঐ সমস্ত প্রোগ্রামগুলো রান করার সময় ব্যবহৃত বিভিন্ন Language কে একটি কমন Language পরিণত করে। ফলে সফটওয়ারটি রান হওয়ার সময় ব্যবহৃত কোডগুলো সঠিকভাবে কাজ করতে পারে। তাই .NET সফটওয়ারগুলো রান করার জন্য MS .NET Framework ছাড়া সমাধানের তেমন কোন উপায় নেই।

মাইক্রোসফট ১৯৯০ সালের পর থেকে এর উন্নয়ন শুরু করে এবং উইন্ডোজের বিভিন্ন ভার্সনে এটি যুক্ত করে দেয়।