টেকটিউনস কে নিয়ে একটি টিউন !!!

"টেকটিউনস" -নামটিই যার একটু ব্যতিক্রম!

এরপরে আছে টিউন, টিউনার এবং আমাদের টিনটিন ভাই। সবমিলিয়ে আমার মনে হয় টেকটিউনস একটি অপূর্ব বাংলা ব্লগিং সাইট।

কেন ভাললাগে টেকটিউনস?

প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে, টেকটিউনস এর রয়েছে খুব সুন্দর এবং পরিছন্ন একটি আউটলুক যা অনেককেই খুব সহজে আকৃষ্ট করে। তারপরে আছে এর স্পস্ট বাংলা উপস্থাপনা। যেখানে আমরা খুব সহজেই ঝকঝকে তকতকে বাংলা দেখতে এবং পড়তে পারি। যেটা আমি বিবিসি বাংলা সহ অন্যান্য অনেক বাংলা সাইটে এত সহজে দেখতে পাই না। টেকটিউনস এর রয়েছে খুব সুন্দর একটি ব্যবস্থাপনা, রয়েছে এক ঝাক স্বতঃস্ফুর্ত টিউনার বন্ধু যারা প্রতিনিয়ত টেকটিউনসকে সমৃদ্ধ করে চলেছেন।

techtunes1.jpg

টেকটিউনস এর সাথে আমার পরিচয়

একটু অন্য ভাবে বলি, মাতৃভূমিতে থেকে মাতৃভাষার প্রতি আমাদের যতটুকু টান বা ভালবাসা থাকে, মাতৃভূমি থেকে দূরে গেলে সে টান বা ভালবাসাটা কয়েক গুন বেড়ে যায়। এবং ক্রমেই মাতৃভাষার জন্য পিপাসা বাড়তে থাকে। সেই পিপাসার টানেই যখন একদিন (৪সেপ্টেম্বের ২০০৮) ইত্তেফাক পড়ছিলাম তখনি আবিষ্কার করলাম টেকটিউনসকে। সেই থেকে শুরু...  আজ পর্যন্ত প্রায় প্রতিদিনই বাংলা খবরের কাগজের সাথে সাথে টেকটিউনস এর নতুন নতুন টিউন গুলো পড়ি। প্রথম যখন টেকটিউনসকে দেখি তখনই মনে মনে বলে উঠেছিলাম এইরকম একটি সাইটই তো এতো দিন খুজছিলাম। যার অধিকাংশ লেখাগুলোই প্রযুক্তি সম্পর্কিত এবং বাংলায়।

সবমিলিয়ে টেকটিউনস আমার কাছে এখন পর্যন্ত একটি ব্যতিক্রমী প্রযুক্তিভিত্তিক পরিপূর্ন বাংলা ব্লগিং সাইট। আমি টেকটিউনস এর উজ্জ্বল এবং দীর্ঘ ভবিষ্যত কামনা করছি।

বি দ্রঃ এটি টেকটিউনসে আমার প্রথম টিউন এবং এটি প্রযুক্তি সম্পর্কিত কোন টিউন নয় তাই টিউনে কোন ভুল ত্রুটি থাকলে বা কারও বিরক্তির কারন হলে দয়া করে ক্ষমা  সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

Level 0

আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ব্লগ করা শিখেছি টেকটিউনস দিয়ে। সত্যিই অসাধরণ এক প্ল্যাটফরম। টেকটিউনস বেঁচে থেকো চিরকাল।

Level New

সত্তিই তাই

কোনো ব্লগিং সাইটে এটাই আমার প্রথম লেখা, শুধু টেকটিউনসে নয়………
তাই আমিও আপনাদের থেকে ব্যতিক্রম নই।

টেকটিউনস যথেষ্ট শৈল্পিক একটি ব্লগ প্ল্যাটফরম। যার প্রমাণ রয়েছে এখানে https://www.techtunes.io/other/tune-id/824/

টেকটিউনস হল আমার সকালের নাস্তা। হাঃ হাঃ হাঃ

Level 0

আমিও আপনাদের সাথে একমত।

Level 0

প্রতিদিন অন্তত একবার ঢুঁ না মরালে মনে কিরাম কিরাম যেন করে।

টেকটিউনস তো এখন আমার ধ্যান জ্ঞান!!

Level 0

নেটে ঢুকলে সবার আগে টেকটিউনস তারপর অন্যসব। বেস্ট বাংলা ব্লগিং সাইট “টেকটিউনস” জিন্দাবাদ।

আগে অফিসে যেয়ে প্রথম কাজ ছিলো :
Mail checking : Yahoo, Prothom alo ,
আর যেদিন থেকে টেকটিউনসকে চিনলাম সবার আগে
টেকটিউনস……তারপর বাকি সব। সত্যি টেকটিউনস রেভুলেশন তৈরি করছে বাংলাদশের আইটি জগতে ।