গত একদশক এবং ইন্টারনেটের বিস্তার (১৯৯৮ – ২০০৮)

যে অন্তর্জাল আজ আমাদের এই ক্যমিউনিটিকে সংযুক্ত করেছে বিশ্বের সাথে এবং যে অন্তর্যালের মাধ্যমে আজ আমরা শেয়ার করছি এক অপরের সাথে, সেই জালের ব্যাপারে জানার আগ্রহ কিন্তু অনেকেরই কম। যে ইন্টারনেট মায়ের মত এত এত ওয়েবসাইটে  আগলে রেখে আমাদের খোরাক দিয়ে যাচ্ছে, সেই ইন্টারনেট এর খোদ কি হাল তা অনেকেরই জানা নেই।

বছরখানেক আগে ইন্টারনেটের একটা ম্যাপ নিয়ে একটি ইটন করেছিলাম। অনেক টিউনারদেরই ব্যাপারটা ভালো লেগেছে। আজ সেরকম আরেকটি ছোট্ট আরেকটি টিউন করব গত এক দশকে (১৯৯৮ – ২০১০) ইন্টারনেটের বিস্তৃতি সম্বন্ধে ইনফোগ্রাফিক এর মাধ্যমে। কাজটি করতে এগিয়ে এসেছে অনেকেরই প্রিয় নিউজ পোর্টাল বিবিসি।

internet_usage

তবে বিবিসি’র সাইটে উপরে দেয়া ছবিটার একটি এ্যানিমেটেড ইনফোগ্রাফিক রয়েছে। সেটা এখানে ইনক্লুড করলাম না। দেখতে চাইলে বিবিসি’র সাইটে। এখান থেকে দেখে নেয়াটাই ভালো মনে করি।

ধন্যবাদ

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিন টিন ভাই । জটিল একটা জিনিস পাইলাম ।

আসলেই জটিল।

ভাল লাগল টিনটিন ভাই ।

ছবিতে ২০০৪ লেখা কেনো>?

বাংলাদেশের অবস্থান খুবই হতাশজনক, তারপরেও আশায় আছি। দেখি আগামী দশকে কি অবস্থা হয়।