এক ক্লিকেই সিডি ট্রে খোলা ও বন্ধ করার সফট্ওয়ার
সিডি ট্রে খোলা ও বন্ধ করা নিয়ে আমাদের প্রায়ই সমস্যায় পড়তে হয়।
যাদের CPU কিছুটা নিচু বা উচু পজিশানে তাদের তো কষ্ট আরো বেশি। CD tray খোলার জন্য একবার বসতে হয় তো আবার উঠতে হয়। কিংবা টেবিলের নিচে বা অন্ধকার জায়গায় হলে হাতড়ে হাতড়ে CD tray এর বোতামটি খুজে বের করতে হয়। আবার অনেক সময় দেখা যায় CD tray তে CD প্রবেশ করানের পর CD tray এর পুশ বাটনটি হাতের নাগালে পাওয়া যায়না।
আরার বেশি বেশি করে ব্যবহার করার কারনে CD tray এর বোতামটি নস্ট হয়েও যেতে পারে। তখন আরেক ঝামেলা।
কম্পিউটার ব্যবহার করেন অথচ CD tray নিয়ে এমন কোন সমস্যায় পড়েননি এমন ব্যবহার কারি খুব কমই আছেন।
সফট্ওয়ার বাজারে CD tray oenar বা Eject and close নামক কিছু সফট্ওয়ার পাওয়া যায়,(আমাদের টেকটিউনেই এই নিয়ে অনেক লেখা এসেছে) যে গুলো ব্যবহার করে CD tray বাটন না চেপেও শুধুমাত্র কম্পিউটার কমান্ডের মাধ্যমে CD tray খোলা ও বন্ধ করা যায়। তবে এদের সমস্যা হল ডেক্সটপে শর্টকাট আইকন রেখে ডাবল ক্লিক এর মাধ্যমে কাজ করতে হয়।
যা অনেকের কাছে হয়তো ঝামেলার কাজ মনে হতে পারে। আমার কাছেও এটাকে ঝামেলা মনে হয়েছে আর তাই নিজের তথা সকল কম্পিউটার ব্যবহার কারির কথা চিন্তা করে বানিয়ে ফেললাম Eject and close নামক একটি সফট্ওয়ার Widget । যা বাজারের অনান্য সফট্ওয়ার গুলোর থেকে কিছুটা আলাদা। Eject and close নামক সফট্ওয়ারটি setup দেওয়ার পর কম্পিউটারের desktop এ এনিমেটেড একটি আইকন তৈরি করবে এবং উক্ত এনিমেটেড আইকনটিতে মাত্র একবার ক্লিক করলেই CD tray খুলে যাবে , আবার একবার ক্লিক করলে CD tray বন্ধ হয়ে যাবে । এনিমেটেড আইকনটি desktop যে কোন জায়গায় সরিয়ে রাখা যায়।
বলতে কি আমি নিজেই ব্যবহার করে মজা পাচ্ছি। আপনাদের জন্য ডাউনলোড লিংকটি দিয়ে দিলাম ব্যবহার করে দেখুন কেমন লাগে।
ভালকথা এই সফট্ওয়ারটি সম্পর্কে আপনার ভাললাগা মন্দ লাগা আমাকে জানাবেন।
আর কোন বাগ চোখে পড়লে অথবা অন্য কোন পরামর্শ থাকলে আমাকে অবশ্যই জানাবেন।
ডাউনলোড লিংক
http://www.mediafire.com/file/kzjmjd1iz1n/Eject and Colse.rar
আমি রনি সিদ্দিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলোড লিংক আবার দিলাম
http://www.mediafire.com/file/kzjmjd1iz1n