সিডি ট্রে খুলুন এক ক্লিকে ( desktop widget )

এক ক্লিকেই সিডি ট্রে খোলা ও বন্ধ করার সফট্‌ওয়ার

সিডি ট্রে খোলা ও বন্ধ করা নিয়ে আমাদের প্রায়ই সমস্যায় পড়তে হয়।

যাদের CPU কিছুটা নিচু বা উচু পজিশানে তাদের তো কষ্ট আরো বেশি। CD tray খোলার জন্য একবার বসতে হয় তো আবার উঠতে হয়। কিংবা টেবিলের নিচে বা অন্ধকার জায়গায় হলে হাতড়ে হাতড়ে CD tray এর বোতামটি খুজে বের করতে হয়। আবার অনেক সময় দেখা যায় CD tray তে CD প্রবেশ করানের পর CD tray এর পুশ বাটনটি হাতের নাগালে পাওয়া যায়না।

আরার বেশি বেশি করে ব্যবহার করার কারনে CD tray এর বোতামটি নস্ট হয়েও যেতে পারে। তখন আরেক ঝামেলা।

কম্পিউটার ব্যবহার করেন অথচ CD tray নিয়ে এমন কোন সমস্যায় পড়েননি এমন ব্যবহার কারি খুব কমই আছেন।

সফট্‌ওয়ার বাজারে CD tray oenar বা Eject and close নামক কিছু সফট্‌ওয়ার পাওয়া যায়,(আমাদের টেকটিউনেই এই নিয়ে অনেক লেখা এসেছে) যে গুলো ব্যবহার করে CD tray বাটন না চেপেও শুধুমাত্র কম্পিউটার কমান্ডের মাধ্যমে CD tray খোলা ও বন্ধ করা যায়। তবে এদের সমস্যা হল ডেক্সটপে শর্টকাট আইকন রেখে ডাবল ক্লিক এর মাধ্যমে কাজ করতে হয়।

যা অনেকের কাছে হয়তো ঝামেলার কাজ মনে হতে পারে। আমার কাছেও এটাকে ঝামেলা মনে হয়েছে আর তাই নিজের তথা সকল কম্পিউটার ব্যবহার কারির কথা চিন্তা করে বানিয়ে ফেললাম Eject and close নামক একটি সফট্‌ওয়ার Widget । যা বাজারের অনান্য সফট্‌ওয়ার গুলোর থেকে কিছুটা আলাদা। Eject and close নামক সফট্‌ওয়ারটি setup দেওয়ার পর কম্পিউটারের desktop এ এনিমেটেড একটি আইকন তৈরি করবে এবং উক্ত এনিমেটেড আইকনটিতে মাত্র একবার ক্লিক করলেই CD tray খুলে যাবে , আবার একবার ক্লিক করলে CD tray বন্ধ হয়ে যাবে । এনিমেটেড আইকনটি desktop যে কোন জায়গায় সরিয়ে রাখা যায়।

বলতে কি আমি নিজেই ব্যবহার করে মজা পাচ্ছি। আপনাদের জন্য ডাউনলোড লিংকটি দিয়ে দিলাম ব্যবহার করে দেখুন কেমন লাগে।

ভালকথা এই সফট্ওয়ারটি সম্পর্কে আপনার ভাললাগা মন্দ লাগা আমাকে জানাবেন।

আর কোন বাগ চোখে পড়লে অথবা অন্য কোন পরামর্শ থাকলে আমাকে অবশ্যই জানাবেন।

eject and close

ডাউনলোড লিংক

http://www.mediafire.com/file/kzjmjd1iz1n/Eject and Colse.rar

Level 0

আমি রনি সিদ্দিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিংক আবার দিলাম

http://www.mediafire.com/file/kzjmjd1iz1n

old tune.it is allready posted by almas hunk……………………

আমার নিজের করা desktop widget, একবার ব্যবহার করে দেখুন। তার পার গালাগালি যা করার করুন।
দেখুন শরিফ ভাই আগে যে গুলো টিউন করা হয়েছে, তার থেকে এটা আলাদা। আপনার প্রতি আমার অনুরোধ রইলো শুধু এক বার ব্যবহার করে এর পার আপনি কমেন্ট করুন। প্রচলিত সকল সিডি ট্রে ওপেনারের থেকে যে আমার eject and close আলাদা তা আপনি ব্যবহার করেই বুঝবেন।
ধন্যবাদ।

Level 2

স্বাগতম।
খুব সুন্দর সফটওয়্যার তৈরী করেছেন।
তবে এর মাধ্যমে সিডি রম খুলতে/বন্ধ করতে হলে, ডেস্কটপে আসতে হয়, যার জন্যে সচল প্রোগ্রামগুলো মিনিমাইজ করতে হয়।
আপনি সিস্টেম ট্রেতে একটি আইকন যুক্ত করতে পারতেন।
ডিজাইনটা চমৎকার হয়েছে। ধন্যবাদ।

আমার নিজের তৈরী এ রকম একটি সফটওয়্যার আছে, যা নিয়ে ইতিপূর্বে টিউন করছি।
নিচে লিংক দিলাম

https://www.techtunes.io/review/tune-id/6949

    আপনার সফট্ওয়ার টি আমি আগেই দেখেছি। কিন্তু সত্যি বলতে কি আমি এটা বানিয়েটি অনেক আগেই। কিন্তু সবার সাথে শেয়ার করার সাহস করতে পারিনি। গতকাল আমার বাবা বলাতে শেয়ার করলাম। আর আপনার কথামত পরবর্তি ভার্সনে এটা করার চেষ্টা করব।
    আমার একটা অনুরোধ আপনার সেটাপ মেশিন ( indigorose ) সফাট্ওয়ার টা কি আমার সাথে শেয়ার করবেন। উপকৃত হব।
    ধন্যবাদ……………

সফটওয়্যারটা ভালই লাগছিলো, টেস্ট করার আগ পর্যন্ত ! কিন্তু ক্লিক করেই হতাশ ! মনে হয় এটা কম্বো ড্রাইভের জন্য তৈরি করেননি…

    আমারটাতেই টেষ্ট করে ছিলাম। , তবে কাজ করার কথা , কেন যে করছেনা বুঝে উঠতে পারছিনা, তবে আমি দেখছি, অপেক্ষায় থাকুন…………….

    আমিই আপনাকে জানাবো……………………

Level 0

আর কেউ যাই বলুক না কেন, আমার কিন্তু দারুন পছন্দ হয়েছে। সত্যই অন্য গুলোর থেকে এটা একিবারে ভিন্ন। ধন্যবাদ

    ধন্যবাদ…………..

    এর পর আসছি ডেক্সটপ ডিজিটাল ঘড়ি নিয়ে…………………………….

দুঃখিত… পিসি রিস্টার্ট দেয়ার পর কাজ হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর software এর জন্য ।

Level 0

এটি আমার Techtunes-এ দেখা প্রথম Tune । এখনও আমার PC-তে এটি Installed । Thanks রনি ভাই… ~ !

ধন্যবাদ……রনি সিদ্দিকী ভাই ….

জটিল হইছে!!

ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি সফ্টওয়ার তৈরী কেরেছেন। আমার বেশ ভাল লেগেছে।