ফেইসবুকে ক্যাটরিনার কোনও অ্যাকাউন্ট নেই!

হালের অন্যতম সেরা বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ কোন ফেইসবুক একাউন্ট পরিচালনা করছেন না। বাংলাদেশসহ বিশ্বের তাবৎ ফেইসবুক ফ্রিকরা 'ক্যাটরিনা' নামে যে বন্ধুকে 'ফ্রেইন্ড লিস্ট'-এ অ্যাড করেছেন তিনি আদতে ক্যাটরিনা নন। আর এ খবরটি 'স্পাইসজিডটকম'-কে জানিয়েছেন ক্যাটরিনা নিজেই!

ঘটনাটা আনেকটা কেঁচো খুড়তে সাপ বের হয়ে যাবার মতোই। [email protected] -এই ইমেইল ঠিকানা থেকে বেশ কিছুদিন ধরেই চিত্রজগত এবং সাংবাদিকদেও সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিলেন ‘ক্যাটরিনা কাইফ’! গত সপ্তাহে এক নারী সাংবাদিক ঐ ইমেইল ঠিকানা থেকে ‘ক্যাটরিনা’র নামে একটি মেইল পান। পরবর্তীতে তিনি ক্যাটরিনার সঙ্গে যোগাযোগ করলে ক্যাটরিনা খুব অবাক হন এবং ঐ সাংবাদিককে নিশ্চিত করেন যে তিনি কোনও মেইল করেন নি। এই ইমেইল অ্যাড্রেসটিও তার নয় বলে তিনি নিশ্চিত করেন।

একই সময় তিনি একটি সংবাদপত্রকে জানান, তার নামে ফেইসবুকে একটি অ্যাকাউন্ট পরিচালনা করা হচ্ছে। এই অ্যাকাউন্টটি তার নয়। এখন পর্যন- ফেইসবুকে তার কোনও নিজস্ব অ্যাকাউন্ট নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
bdnews

Level New

আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

গাছের আগায় মুরগী ডাকে …কক কক

Level 0

জানতে পারলাম, তাই শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।