সাহায্যঃ কম্পিউটারে FONT নিয়ে সমস্যায় আছি.. আমাকে একটু Help.. plz

আমার পিসিতে একটা ফোল্ডারে অনেকগুলো ফন্ট আছে। পিসি কেনার সময় দোকান থেকে দিয়ে দিছে। এমনিতে windows ইনস্টল করার সময় control panel এর Font Folderএ কিছু ফন্টতো অটোমেটিক ইসনস্টল হয়, তারপর আমি আবার control panel এর Install New Font এ গিয়ে আমার পিসিতে সংরক্ষিত ঐ ফন্টগুলো ইনস্টল করে নেই। কিন্তু ঐ ফোল্ডারটায় ফন্টের সংখ্যা কমপক্ষে ৫০০০ বা তারও বেশি.... কিন্তু তার অধিকাংশই কোন কাজের না, কারন আমি যখন এগুলো Install করতে যাই, তখন লেখা আসে "cannot copy / file may be damaged..."

আমার কথা হল, কাজ করার সময় হাতে গোনা কয়েকটা ফন্ট ব্যবহান করি; এই যেমন, English এর ক্ষেত্রে Times New Roman, Arial... ইত্যাদি আর বাংলার জন্যে Unicode SolaimaniLipi, Vrinda ইত্যাদি। সুতরাং অযথা আমি এতগুলো ফন্ট ইনস্টল করি কেন আর এগুলো ইনস্টল করার সময় এত ঝামেলাই বা সহ্য করি কেন?

কেউ কি এ ব্যাপারে আমাকে একটু পরামর্শ দিতে পারেন? মানে আমি চাই, আমার পিসিতে সংরক্ষিত ঐ আজাইরা Font Folder টা ডিলিট করে দিব। এবং নিজের মত করে প্রয়োজনীয় কিছু ফন্ট নিয়ে (যেগুলো Windows Install করার সাথে সাথে Install হয় না) একটা আলাদা Folder তৈরি করে নেব।

এ জন্যে আমার কিছু বিষয় সম্পর্কে জানা দরকার:

  • ১. Windows Install করার সময় প্রয়োজনীয় সব English Font (Times New Roman, Arial... ইত্যাদি) কি অটো Install হয়ে যায়? যদি না হয়, তাহলে এগুলো কোন এড্রেস থেকে download করে সংগ্রহ করতে পারব?
  • ২. Internet এ বিভিন্ন সাইট প্রদর্শনের জন্য সাধারণত যে সকল English Font আমাদের দরকার হয় সেগুলো কি Windows এর সাথেই Install হয়ে যায়? না হলে, সেগুলো কোথায় পাওয়া যাবে?
  • ৩.কিছু প্রয়োজনীয় ক্যাটাগরীর ফন্ট আমাদের প্রয়োজন হয় যেগুলো Windows এর সাথে পাওয়া যায় না:
    যেমন: বাংলা ইউনিকোড ফন্ট: অমিক্রনের সাইট থেকে সংগ্রহ করে নিতে হয়
  • ৪. Newspaper পড়ার জন্যে কিছু Font: যেমন: প্রথমা বা বংশী ইত্যাদি সংশ্লিষ্ট্ সাইট থেকে সংগ্রহ করা যায়।
    এছাড়া আর কি কি ধরণের ফন্ট আমাদের দরকার হতে পারে এবং সেগুলো কোথায় পাওয়া যাবে, মানে সাইটের এড্রেস- এসব বিষয়ে আমার কিছু তথ্য দরকার।

কেউ কি আমাকে একটু বিস্তারিত জানাবেন? আমি চাই, প্রয়োজনীয় ফন্টগুলো সংগ্রহ করে আমার পিসি থেকে ঐ অজাইরা Font Folder ট ডিলিট করে দিব। কিন্তু ফন্ট সম্পর্কে সঠিকভাবে বিস্তারিত জানার আগে এটা করতে পারছি না। তাই এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।

Level 0

আমি jibon-mrittu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার উল্লেখকৃত সব ফন্টগুলোই উইন্ডোজের সাথে ইন্সটল হয়ে যায়, শুধু মাত্র ইউনিকোড ফন্টগুলো ছাড়া। বাংলা ইউনিকোডের প্রায় সব প্রয়োজনীয় ফন্টগুলোই আপনি অমিক্রনল্যাব এর সাইটে পাবেন। পত্রিকা পড়ার জন্য প্রয়োজনীয় ফন্টগুলো সংশ্লিষ্ট সাইট থেকেই ডাউনলোড করে নেয়া উচিৎ হবে। আশা করি আপনার সমস্যাগুলোর সমাধান পেয়েছেন।

ধন্যবাদ।