বন্ধু হাত বাড়াবে কি?

না টিনটিন আজ আপনাদের কাছে নতুন সফটওয়্যার বা এ্যাপ্লিকেশানের রিভিউ নিয়ে আসে নি। আমি এসেছি বন্ধু হিসেবে আমার একটি দায়িত্ব পালন করতে।

বহ্ণির সাথে আমার প্রথম পরিচয় হাই ফাইভ - এ। ও একটা গ্রুপের ওউনার ছিল। ধিরে ধিরে সম্পর্ক টা বন্ধুত্বে রুপ নেয়। সেটা ভালো বন্ধুত্বই। তার সাথে রেগুলার চ্যাট হত। কিন্তু কিভাবে যেন মাঝখানে আর যোগাযোগ ছিল না। এর মাঝে অনেক কিছুই ঘটে গেছে। কিছুই আমি জানতাম না। কিন্তু দুইদিন আগে বহ্ণির সাথে আবার কথা হয়। যা জানতে পারলাম, তাতে আমি অনেকটা আকাশ থেকেই পরেছি।

ব্যাপারটা গত পাঁচ বছর যাবৎ ই ঘটে চলেছে। আমাকে বহ্ণি মুখ থেকে কিছুই বলেনি।

ও আমার ব্যাচেরই। ২০০৪ এবং ২০০৬ সালে ভিকারুন্নেসা নুন স্কুল কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরিক্ষা দেয় বহ্ণি। বিজ্ঞান বিভাগ থেকে খুবই চমৎকার রেসাল্ট করে সে। অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এ। সব কিছু মোটামুটি ভালোই চলছিল। কিন্তু এই সেমিস্টারটি ড্রপ করতেই হয় বহ্ণিকে।

সেই পুরোনো ব্যাধির সাথে যুদ্ধ করতে করতে বহ্নি আজ আর সামলে উঠতে পারছে না। সে আজ Fibromyalgia-an Undifferentiated Connective Tissue Auto Immune Disease এবং Acute Intermittent Porphyria নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই ব্যাধি প্রায় অর্ধ কোটি মানুষের মধ্যে একজনের হয়ে থাকে।

বহ্নির দেহে আজ ব্যাধির আক্রমন.......

  • ব্রেইন - Abnormal electrical discharges from brain cells and memory loss
  • SPINAL-Disk bulges and herniation in Cervical(C4/C5 and C5/C6) and Lumber (L4/L5 and S1)
  • হার্ট - Cardiac arrhythmia, Sinus techycardia and hypertension
  • কিডনি - RBC in Urine and negative output
  • লিভার - Hepatomegaly
  • GIT(Gastrointestinal track) -Reflux Esophagitis (GERD) and Duodenitis in Bulb
  • ব্লাডার - Overactive Bladder
  • ওভারি - Endometriosis and Mennorhagia
  • নার্ভ-Neuralgia

অবিশ্বাস্য হলেও সত্যি যে এই ব্যাধির আক্রমনে আমার বন্ধুটি একটুও অবিচল হয়নি। সে এখনও স্বপ্ন দেখে একজন সফল মাইক্রোবায়োলজিষ্ট হয়ে দেশ ও দশের কল্যান করতে।

বহ্ণির পরিচয় শুধু অসম্ভব পরিচিত একজন মানুষের মাঝেই সিমাবদ্ধ নয় ... তার হৃদয়ের আলোকিত হয়েছে শব্দে শব্দে গড়ে ওঠা তার হৃদয়ানুভুতি। তার লেখা কবিতা ....  রেখার সাথে রেখার মিতালী এবং হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন - আমাদের বন্ধুত্ব।

জীবন যুদ্ধে জানি আমি লড়তে হবে তবু

দেখ একবার দেখ, মুখ তুলে দেখ আমাকে ...

করুনা চাইছি না, চাইছি আমি দাড়াতে

স্বপ্নগুলোকে নিজের করে সাজাতে।

আমার পথটা কে সফলতার স্পর্ষে আকতে

করুনা চাইছি না বন্ধু, চাইছি পাথর ভেঙ্গে ...

নিজেকে নতুন করে গড়তে।

করুনা চাইছি না বন্ধু, চাইছি মৌনতা ভেঙ্গে হাসতে....

শুভ্র কান্নাগুলোকে হারিয়ে দিতে।

চাইছি আমার অদেখা ভূবনটুকু দেখতে,

করুনা চাইছি না বন্ধু........

আমার আমি আমার আমি কে আবার খুজে পেতে।

- বহ্নি

2.png

বহ্ণির মুখ থেকে শোনার পর একটা মনে একটা সুক্ষ কষ্ট অনুভব করলাম। কিভাবে আমি এটা না জেনে থাকলাম। বন্ধু হিসেবে আমারও কিছু করার আছে বহ্ণির জন্যে। ভাবছিলাম কিছু একটা তো অন্তত করতে হবে আমাকে। তাই আজ আমার টিউনার বন্ধুদের কাছে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছি।

আশা করছি আমার টেকটিউনস এবং টিউনার বন্ধুরা আমার এই প্রিয় বন্ধুটির পাশে এসে দাড়াবে

  • Dutch-Bangla Bank Limited ( Shantinagar Branch )
    NAME:
    Sharmin Quazi Bonny
    Acc No: 108.101.93610
    Swift Code for DBBL: DBBLBDDHXXX
  • Agroni Bank( Shantinagar Branch )
    NAME:
    Sharmin Quazi Bonny
    Acc No: 34086626
  • Contact Number: 01717199544, 01915355143, 01674035689
  • Mail address: [email protected]

আপনি চাইলে বহ্ণির জন্যে অনলাইনে ও ডোনেট করতে পারবেন। বহ্ণিকে অনলাইনে ডোনেট করার জন্যে এইখানে ক্লিক করুন।
3.png

অসম্ভব প্রানবত এই মেয়েটির হাসি কখনও কখনও আমাদেরও হাসতে শেখায়, এক দক্ষ মাইক্রোবায়োলজিষ্ট হয়ে অন্নের জীবন বাচানোর স্বপ্ন দেখে আমাদের বহ্ণি, কিন্তু আজ বহ্ণির এই দুর্দিনের আমরা কি তার পাশে এসে দাড়াব না?

স্বপ্ন দেখতে ভালোবাসে আমাদের বহ্ণি....স্বপ্নজয়ী এই মেয়েটির স্বপ্ন কে বাস্তবে রুপ দেয়ার সামর্থ আমাদের মাঝেই আছে। প্রয়োজন শুধু ইচ্ছাটুকু কে জাগ্রত করার। আমরা চেষ্টা করব আমাদের আশে পাশের মানুষদের কাছে বহ্ণির কথাগুলোকে ছড়িয়ে দিতে। খুজে বের করব আরো কিছু বন্ধু যারা বহ্ণির প্রতি তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে।

টিউনার বন্ধুদের কাছে একটি প্রশ্ন করে আজ শেষ করব ...... আপনি কি আপনার কোন প্রিয় বন্ধুকে এভাবে চলে যেতে দিবেন?

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Rony  
Level 0

জীবন জীবনের জন্যে…..বন্ধু বন্ধুর জন্যে….একটু সহানুভূতি কি বন্ধু পেতে পারে না?
বহ্ণি আমাদেরই বন্ধু, আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের সাধ্য হয়ত সীমিত কিন্তু স্বপ্ন অনেক বড়। এই সীমিত সাধ্যের কিছু মানুষের স্বপ্ন যদি এক হয়, যদি একক চেষ্টাগুলো সম্মিলিত হয় ….তাহলে আমরা নিশ্চই সত্যি করতে পারব বহ্ণির বেচে থাকার স্বপ্নটি কে …… যা পরিণত হয়েছে হাজারো মানুষের প্রানন্ত চেষ্টায়। তবুও প্রয়োজন আপনার সাহায্যের হৃদয়টি। যা হয়ত একটি মুখের হাসিকে ফিরিয়ে এনে আমাদের শত শত বন্ধুদের হাসি আবার ফিরিয়ে দেবে।

Level 0

আজ সময় এসেছে বহ্নির পাশে দাড়িয়ে, বহ্ণির জন্য, বহ্ণির সাথে দাড়িয়ে বহ্ণির জন্যে যুদ্ধ করার। এই যুদ্ধ বহ্ণির একার নয়। এই যুদ্ধ মানবতা কে জয়ী করার …..এই স্বপ্নজয়ী মেয়েটির স্বপ্নকে জয় করার।

Naaj  
Level 0

আমাদের কাজ শুধু এইটুকুই যে ….. যে স্বপ্নটুকু বহ্ণি বাচিয়ে রেখেছে বহু কষ্টে ….. তাকে বাচিয়ে রাখি আরো বহুকাল। আজ বহ্ণির এই কথাগুলো আমরা ছড়িয়ে দেয়ার চেষ্টা করি আমাদের আশে পাশের মানুষগুলোর মাঝে …. দেখি খুজে পাই কি না এমন কিছু মানুষ যারা আমাদের দলে যোগ দিতে ইচ্ছুক …. আমাদের সাথে গলা মিলিয়ে বলতে ইচ্ছুক “আমরা বহ্ণির পাশেই আছি। আমরা বহ্ণিকে আমাদের মাঝে ফিরিয়ে আনব”

Level 0

Is it a sin?

Sharmin Quazi Bonny

Just in a sudden i realize..
It’s not the place where i should be..
All are around me…
But i’m not in the centre…

Flash light!!
i was walking towards my dreams…
just in a sudden…
something happened…
and i realize…
it’s not the way what it should be…
I’m on a way..
but the way of my destiny is not this…

i was laughing…
but there was a tear…
i realize…
never wanted to be someone famous…
in this way..

i was there…
the independent dreamer…
but i’m not there…
where i should be…

I’m that,but not that…
It’s me…but not How i should be…
am i cursed??
Is it a sin??

I wanted to be that free bird..
Made me fit for that…
just in a sudden…
Something happened..

I tried till my last..
Never lied..
there was something miracle..
which make me to be on my feet…
but they didn’t believe…
still don’t..
but trust me..
i never lied…

Wanna get back that Me…
What i was…
That place..
Where i was..
That way…
What i made..
That dream…
What i creat..
That voice…
What i Raise..
That difference..
What i proved…
That power…
What i showed…
That Fire..
What i lit…
That line..
What i lead..

I’m not there…
where i should be..
Don’t try to make me…
Because i know..
I’m not there..
Where i should be..

But trust me…
I just wanna be there again…
There where I should be…
Wanna be there again…

Will u guyz b wid us to bring our friend back among us?

আমি বহ্ণির পাশেই আছি …… আশা করি বাকিরাও থাকবেন।

Level 0

ki bolbo bujhte parte sina………ki korbo tao bujhte parte sina…..

আপনি যেভাবে যতটুকু পারবেন ….. আমাদের এই বন্ধুটির পাশে এসে দাড়াবেন বলে আশা করছি।

বহ্ণির পাশে আমি ও আছি ।

Naaj  
Level 0

plz amra amader surroundinds er shober majhe ai msg ta pouche dewar cheshta kori….amra cheshta korchi shob versity te reach korer…SMS campaign er….flexi donation er….hope amra apnader shobai k amader sathe pabo…

Level 0

টিনটিন ভাই , আপনাকে অনেক ধন্যবাদ, বন্ধুর দুঃসময়ে, তার জন্য কিছু একটা করার জন্য যে একটা প্রচেস্টা করছেন তার জন্য। মানুষের মাঝে এখনো মানবিকতা আছে , তাই তো এই পৃথিবী এখনো বসবাসের উপযোগী, জানি না আপনার এই বন্ধুটির জন্য আমি কতটুকু করতে পারবো, তবে দু হাত তুলে মহান সৃষ্টি কর্তার কাছে তার রোগ মুক্তির জন্য প্রার্থনা করছি ।

ধন্যবাদ কাতার ভাই।

টেকটিউনস বহ্নির পাশে আছে। ওর জন্য দোয়া করি .. যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠে..

We will bring our friend back in our life.We cant let a talent like her go in this way.

Level 0

For me….Bonny is that friend who holds me together….and in a time when every second is a war to her….i would rather be with her fighting in those everysecond, then spending my time for the sake of this world…which with friends like Bonny could be a better place…

আসলেই ব্যাপারটা দুঃখজনক, চরম দুঃখজনক ব্যাপার।

তবে এটা নিয়ে আমি আমার কিছু কথা শেয়ার করি। হয়তো কারো ভালো লাগতেও পারে না লাগতে পারে। একবার জাফর ইকবালের একটা বই হাতে নিয়ে উৎসর্গের ক্যাপশনে লেখা দেখলাম: সেইসব শিশুদের জন্য যাদের মস্তিস্কের গঠন আইনস্টাইন বা হকিং এর মতো কিন্তু রাস্তার পাশে হারিয়ে যায় অনাদরে- এরকম টাইপের কিছু লেখা। জিনিসটা তখন থেকেই মাথায় ঢুকে গেছে আমার।
তখন থেকে মাথায় একটা হিসাব কষি! আমাদের সরকার আমাদের জন্য সুলভে উন্নত চিকিৎসা দিতে ব্যার্থ। যতটুকু উন্নত ব্যাবস্হা আছে তাও আবার অনেক অর্থের প্রয়োজন কিন্তু তার উপর বাংলাদেশের দুধরনের লোকের উপর বিশ্বাস করা এখন পাপের ব্যাপার হয়ে গেছে: ডাক্তার আর হুজুর। একেক ডাক্তার একেক হুজুর একেক কথা বলে। তাই দুর্লভ চিকিৎসার জন্য আমাদেরকে বাইরেই ছুটতে হয় কিন্তু তাতে প্রচুর অর্থের প্রয়োজন।

তাহলে আমার হিসাব শুরু করা যাক। একটা রোগ ধরি যেটা মিলিয়নে একজনের হয়। তাহলে বাংলাদেশে এখন লোকসংখ্যা আছে 16 কোটি। সে হিসেবে এখন এই রোগীর সংখ্যা 160 জন। বাংলাদেশে বেকার লোকের সংখ্যা 3 কোটির মতো, পূর্নবয়স্ক কর্মজীবির সংখ্যা 3 থেকে 4 কোটি, বাকি সংখ্যক নির্ভরশীল, আর কোটিপতির সংখ্যা 10 লাখ। তার মানে এই চিকিৎসা পেতে পারে 1 জনের মতো আর বাকী সবাই পান্তাভাত বা হোমিওপ্যাথী বা এটা ওটা। এই রোগের বীজানু দেখা যায় জেনেটিক্যাল মেলফাংশনের কারনে হয় বেশীর ভাগ সময়ে সে হিসবে আমাদের দেশে ডিএনএ টেস্ট করাতে টাকা পয়সা খরচ করলে মোটামোটি 6-8 সপ্তাহ লাগে।
তার উপর আরেকটা হিসাব ধরা যাক এরোগের চিকিৎসার জন্য মোটামোটি 40-50 লাখ যায় (এটা অবশ্য ইচ্ছা করেই বেশী ধরলাম কারন মেইন কোর্স শেষ হবার পর অনেক দিন মেডিকেশন আর থেরাপীর উপর থাকতে হয়)। অবশ্য কোটিপতিদের রোগ হলে এটা জানা যাবে না।
এখন আসি আমরা বাকি 159 জনের মধ্যে। এখানে আমি ধরলাম ম্যাচিউরড লেভেলে রোগ ধরা খাবে শতকরা 5 ভাগ হিসেবে 7 জনের মতো। এই 7 জন হয় মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। নিম্ন বিত্তদের যারা তাদের এ রোগ ধরতে পারার সম্ভাবনা খুবই কম। এখন ধরলাম মধ্যাবিত্ত যারা আছেন তাদের মধ্যে অল্প কিছু মানে 2-3 জন থাকবে যারা সর্বস্ব খাটিয়ে এ রোগ টা ধরাবার জন্য বিদেশ বা এদেশে ভালো ভাবে টাকা ঢেলে জানতে পারলো কি রোগ। এর মধ্যে দেখা যায় 1-2 জনের জন্য গণ জনমত গড়ে তোলা যায় কারন ইদানিংকার বিজ্ঞাপনের হিসাবে তাই দেখা যায়। এখন প্রশ্ন হলো জনমটে টাকা ওঠে কয় জনের?

এটাকেও আমি একটু ক্যালকুলেশনে ফেলি। অমিতের পিছনে খুব সম্ভবত ব্যায় হয়েছিলো 69 লাখের মতো। সে হিসেবে গড়পড়তায় 50 এর উপর ধরাটা এ্যাপ্রোক্সিমিটির পর্যায়ে ফেলতে পারি। গতবছর বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম ছিলো 482 ডলার মানে 33000 টাকার কিছু বেশী। আবার যদি একটা ইনকাম লেভেল চিন্তা করি 3 থেকে 4 কোটির লোকের মধ্যে সচ্ছল ধরা যাক শতকরা 2-3 ভাগ। কারন দেশের অর্থনীতি খুব খারাপ। সে হিসেবে 4 থেকে 6 লাখ তবে এদের মধ্যে 10 টাকা করে দেবার ইচ্ছা ধরা যাক শতকরা 40 বা 50 জনের। তাহলে সংখ্যাটা দাড়ালো 2 থেকে 3 লাখ আর টাকার সংখ্যাটা দাড়ালো 20 থেকে 30 লাখ টাকা। অংকটা প্রথম বারের জন্য হিসেব করলে একটা হতাশার জন্ম নেয়। কারন প্রোবাবিলিটি নির্ভর সংখ্যাটা একটু বেশী হলে তার কাছাকাছি সংখ্যাটা আমাদের আশায় থাকে। সেক্ষেত্রে অমিতের ব্যাপারটা মিরাকল।

তবে বাস্তবে পরিসংখ্যানটা কিন্তু আরো ভয়াবহ, কারন যতদূর জানি অমিতের মতো সৌভাগ্য খুব কমের হয়েছিলো, সামহোয়্যারের এরকম বেশ কটি ইনেশিয়েটিভ নেয়া হয়েছিলো যার মধ্যে প্রাপ্তির টা বেশ সফল ছিলো। কিন্ত বাকি যারা জায়িফ বা অন্যান্য সেগুলোও খুব একটা সুবিধার জন্য। আর স্যাচুরেশন বলে একটা কথা আছে।

তবুও বাই চান্সের নাই মিস। চেস্টা করা যেতে পারে কিন্তু আমি বলবো এটা বেসিক কোনো সমস্যার সমাধান না। আমি একটা প্রশ্ন রাখি সবসময় সবার কাছে, কাাল যদি আমার বোন বা আমার এরকম রোগ হলো, আমি কি অমিত বা প্রাপ্তির মতো এতই সৌভাগ্যবান? আর ভাগ্যের উপর ছেড়ে দেয়াটা একটা জুয়া খেলা!

যাই হোউক এসব এখন ফাও পেচাল, কিছু কিছু কথা সবসময়ই ফাও প্যাচাল।

আমার কাছে যেগুলো আকাইম্মা সেগুলো আবার সবার কাছে কাজের, তাই আমার আকামিক প্যাচাল বলি।

1) সামহোয়্যারের বা আমার ব্লগ বা বিজ্ঞানী বা অন্যান্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে স্টিকি করার মতো ব্যাবস্হা করা যেতে পারে।এতে সমাজের একটা লেভেলে এটাক্বে পৌছে দেয়া যারা সাহায্য করার ক্ষমতা বা রাস্তা করার কিছু একটা রাখে!
2) লিফলেট ছাপানো যেতে পারে।
3) যার যতো কর্পোরেট লেভেলে আনাগোনা আছে সব জায়গায় নক করা কারন ইদানিং সিএসআরের জন্য অনেকেই গাট্টিভরে টাকা খরচ করছে, তবে সবচেয়ে ভালো আছে বিদেশী বা স্বদেশী যেসব ফাউন্ডেশন আছে তাদের কাছে গেলে সবচেয়ে ভালো হয় কারন এরা নাকি ইদানিং টাকা খরচ করা জায়গা পাচ্ছে না!
4) সবচেয়ে ইফেক্টিভ হলো কোনো কনসার্ট বা অনুস্ঠান, যেখানে সবার মাথায় গানের তালে তালে ঢুকিয়ে দিতে হবে আমাদের বাচলেই হবে না হাত বাড়াতে হবে। পত্রিকার ভালো কভারেজ!

তবে আমি এসব জিনিস নিজেও পছন্দ করি না কারন এখানে অসুখ আর মানুষটাকে পন্য বানানোর বিশ্রী প্রতিযোগীতা শুরু হয়ে যায়।
আমি একটা প্রশ্ন করেতাম সবার আগে যদি আমার এই অসুখটা হতো তাহলে আমার কি হতো?
আমার নিজের জন্য একটাই উত্তর: জীবনে উচিত যেসব কাজ করা হয়নি সেগুলো করবো আর প্রস্তুত হবো সে দিনটির জন্য।
আর আমার বোনের এটা হলে আমি কি করবো: আমি আমার শেষ বিন্দু দিয়ে চেস্টা করবো, যদি না পারি মনে করবো এটাই নিয়তি!

কোয়ান্টাম ম্যাকানিক্সের থিওরী দিয়ে নিয়তিবাদের ব্যখ্যা দেয়া যায়?

আমার মনে হয় যায়!

বহ্নি আপুর দ্রুত সুস্থতা কামনা করছি …

naaj  
Level 0

thank you vaia!!@Oshrugulo rin k dewa….

jshob step newar kotha apni bolesn tar shob gulai kora hosse….we are working on that….

R niyotir kotha…niyoti k hoito harano jai na…kintu joi kora jai…

160 joner modhdhe 1 jon k jodi amra ekta shujog dite pari dekhtak…amader k kisu dewar tahole shetai mone hoi amader kora uchir…amra shobai shei cheshtai korchi…

r boner kotha bolsen??amra…Bonnyr bondhura jani…what Bonny is for us…tai amra o amader sesh bindu dia cheshta korte chai…

hope,we’ll get u with us…

Naaj  
Level 0

arekta kotha ami ektu add korte chai…Zarif er jotota lagto(50 lacs) tar ceye onk beshi already uthe gese…and Allahr oshesh rohmote Zarifer tretment khub valovabe hosse…insha-Allah,within a short time he will be totally fine…so…amra just arekta cheshta korchi ekti pran k bachia rakhar…

Naaj  
Level 0

arekta request…ai msg ta jodi stiki korer moto step newa jai then it’ll be really gr8 for us…hope u’ll think abt it…

রিন ভাইয়া আমি গতকাল থেকেই আপনার অপেক্ষায়ই ছিলাম …… যাই হোক অবশেষে আপনার ধুলি পড়ল এখানে। আশা করা আপনি আপনার সাধ্যমত আমার বন্ধুটির পাশে এসে দাড়াবেন। যেমনটি দাড়িয়েছলেন টেবটিউনসের পাশে যখন কিছু নিম্নরুচি সম্পন্য মানুষ আমাদের টেকটিউনসের টিউন মেরে দিয়েছিল……আমার জানা মতে সামহোয়্যারইনে আপনার ভালো হোল্ড আছে……..ভাইয়া এইবারও কি একটু সাহায্য আশা করতে পারি?
আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

আমার মেইল আইডি [email protected] ………… দরকার থাকলে দয়া করে যোগাযোগ করবেন।
ধন্যবাদ।

Naaj

you couldn’t catch my point, i respect your feelings though!

it is very nice to hear about zarif and others. But the statistics is still horrible for us if we follow this step in this way. ya i know, some tears for someone we can never forget. some smile left us forever and we can never see them till we step into that world. But i can say you one thing, i have seen lot of things.

i have seen how a child is thrown to dustbin only they had no ability to feed to him. i saw a rickshaw Pooler couldn’t bury his little just because he didn’t know Anjuman e Mofidul, besides another reason is he had no money.

You know, SIS, we have a good way when a man dies without treatment. We have anujuman e Mofidul. But we won’t have any Melinda Gates/TATA or any kind of foundations who can help those poor. i say what about me, i am also poor. i always talk about my self about my own family.

i have relative who was very poor at that time. he compromised about that son’s illness instead of others. we couldn’t save him. i saw many of our school mates couldn’t continue his further study and then turned into tailor man. he couldn’t make a step to regular life like us. he couldn’t think about highly paid study like in NSU or AIUB.

My point is : we have no systems to solve all the problems. but if we develop a system by which this problems might mitigate. In many countries there are lot’s of foundation set up by corporate house or GOVT, but we haven’t.

you should remind the above words just comes from my mind. i always think about mass population and i also respect about micro-system initiatives. I always say about the calculative possibility of life and I saw many people can’t understand this calculative study. But when the calculation comes I believe the solution won’t far away! My comment possesses only the theory and the outcome or the obstacles of this problem. If we eradicates or modifies some of the parameters, perhaps the solution will require farther tuning, that’s all! So try to realize my theory of obstacles!

i pray for this girl….she should see the world with her own dreamy eyes having no pain!

So don’t worry about my words because some words always born worthless and so are mine!

@টিনটিন, কেনরে ভাই আমারে লজ্জা দাও। আমার কোথাও কোনো হোল্ড নাই। আমি অতিক্ষুদ্র চিজ।

তবে আমি সবার ব্যাপারে কিছু না কিছু করি তবে এটা আমার একান্ত নিজের মধ্যেই রাখি! আর যদি কোনো প্রয়োজন হয় আমি সবার সাথে হেল্প করবো।

তবে আমি যাই করি না কেন, আমার নিজের কিন্তু এ কাজটা মোটেও পছন্দ না। আমি অবশ্য একটা কাজ হাতে নিচ্ছি যার কিছু কথা উপরে লেখা। দেখি পানি কতদূর গড়াতে পারি। আর ব্যাক্তিগত ভাবে সবার জন্যই আমার কিছু না কিছু চেস্টা থাকবে!

ভালো থাকুন!

ধন্যবাদ রিন ভাইয়্যা। কাইন্ডলি স্টিকির ব্যাপারটা একটু তাড়াতাড়ি করে দিয়েন। আপনার কাছে ছোট ভাইয়ের একটা আবদার রইল।

আরেকটা ব্যাপারে একটা কথা বলি, নিয়তি হলো অনেকটা কোয়ান্টাম ম্যাকানিক্সের স্ট্রিং এর মতো। হিলবার্ট স্পেস এ কি দেখা যায় যে কোনো কিছুকে স্ট্রিং এর মাধ্যমে রি প্রেজেন্ট করা যায়। তাহলে সাবএ্যাটোমিক লেভেলের কণাটির ধর্ম কেমন হবে সেটা কিন্তু নিভর্র করছে কোনো কম্বিনেশনের স্ট্রিং এটা তৈরী। এই কনসেপ্টের উপর গড়ে মাল্টভার্স কনসেপ্ট।তার মানে কি হচ্ছে সবকিছু হচ্ছে প্রোবাবিলিটি কিন্তু কোনোটাই ফিক্সড না। যে যেটার পিছনে যত বেশী মেহনত করবে প্রোবাবিলিট তত বাড়বে বাট দেয়ার ইজ নো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি। মানুষ কখনোই নিয়তি জিততে পারে না সে যেটা পারে ফলাফলটাকে প্রভাবিত করতে। নিজের ফেভারে এনে নিয়তিকে জয় করা: এটা হচ্ছে সবচেয়ে লিস্ট ইম্পোর্টেন্ট কথা। যার জন্য যা আছে সেটা হবেই, তাহলে ফেভারে বলটে কি বোঝানো হয়—-এটা সেটাই সে ভবিষ্যত জানে না বলেই সে চেস্টা করে যায়!

মানুষের একটাই ক্ষমতা আছে স্বতন্ত্র, আমদের বেছে নেয়ার ক্ষমতাটা একটু ব্যাপক, যতটা বোধ হয় প্রকৃতিরও নেই। প্রকৃতিকেও দিনের শেষে কিছু নিয়মের মাঝে বাধা। কিন্তু আমরা অনেক কিছু বাইপাস করতে পারি, তবে ফলাফল যেটার হবার সেটা হবেই।

এটা পড়ে যে যাই বলুক আমার কাছে সব কিছুই ক্যালকুলেটিভ আর ফলাফল গুলো নির্ধারিত, মানুষ এটা যতই দীর্ঘায়িত করুক না কেন!

Naaj  
Level 0

i got ur point vaia…yup it’s our bad luck that we don’t have any parmanent solution yet….but we hope,once will be…we’ll…our next generation will…insha-Allah!!

we are just doing what we can do…trying our lavel best….

and we didn’t mind for sure bcoz we know some people,some real HUMAN BEING like u always cry for them who don’t even get a tear…hope one day we can do something really effective for them…these are just some starting through saving A life towards SAVE LIVES!

Naaj  
Level 0

সেটাই ভাই ….. কিন্তু কি আর করা ….. নিয়তি হয়ত এটাই

Level 0

Shonoy jemon theme thakee na, thik temni dukho o chirokal thakena.
Ekhon shudhu matro shomoy ta ektu kothin ei ja…..

shob kichu thik hoyee jabee thik vabei
so DONT WORRY B HAPPY 🙂

Level 0

I recognized Bonny…once i saw her in the girls lounge of NSU…she got fainted that time……I tried to contribute little for her through NSU fund raised for her….mmm….and may Allah give Bonny whatever she deserves……Love to Bonny…..

বহ্নি এখন কোথায় ভর্তি আছে? কেউ জানাবেন কী?

বহ্ণি এখন বাড়িতেই আছে ….. কারণ এখানকার ডাক্তার রা কিছু করতে পারছে না। আর এভাবে নিয়মিত হাসপাতালের খরচ বহন করা টা ও দুঃসাধ্য হয়ে উঠেছে। so we need to take step as early as possible……………..

Level 0

frnd er jonno frnd er ae vhalobasha,help korar ae akuti,aitai bonny k abar amader shobar majhe firea anbe,abar ager moto,pran chancholle vhorpur akta pran abar amader k notun kore bachte shikhabe,shopno dekhar shahosh jogabe.bonny’r shopno gulo amder chok dia dekhanor jonnoei to o k amader majhe ashte hobe.o ashe bolbe”shopno dakho bondhu,tumi shopno k charte paro bt shopno tomae charbe na”

jony  
Level 0

amader chokher samne theke chaina jeno bonhi evabe harie jai. tai ami asha kori, amra sobai tar pashe thakbo.

Level 0

hey,don’t worry.u must recover soo.i pray for u to allah.HE must be helpful to u.don’t get disheartened._—————–tanim

আল্লাহর কাছে আমি বহ্নির জন্য প্রার্থনা করব।

আজ সকাল 9:30 মি: এ বহ্ণির উপর একটি ডকুমেন্টারি দেখানো হয় এটিএন বাংলায় ……. যারা মিস করেছেন তারা এই ডকুমেন্টারি টি আবার রাত 12:30 মি: দেখতে পারবেন। আপনারা যারা এই কমেন্ট টি দেখেছেন তারা দয়া করে বাকীদের ও জানিয়ে দেবেন।

মানুষ আসলেই মানুষের জন্যে
ছোট্ট একটা মানুষ হিসেবে হয়ত আমার ক্ষমতা অনেক কম। কিন্তু মানুষের জন্যে ভালোবাসাটা আছে। হয়ত কা কারো চাইতে কম না। টিনটিন ভাইয়ের লিংক থেকে এই সাইটে আসলাম। এখানে বন্ধুর জন্যে যে আকুতি পড়লাম, সত্যি আমার কষ্ট লেগেছে। যা ই হোক, আমি অন্তরের অন্তস্থল থেকে কামনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

Level 0

াআল্লাহ্‌ তাআলা বহ্নিেক তঁার এই জীবন সংগ্রােম জয়ী হতে সহায়তা করুন এই কামনা কির। বহ্নি তুিম এগিয়ে যাো সফল হেবই। সকলের কাছে আকুল আবেদন আপনারা বহ্নির পাশে দঁাড়ােবন।

Level 0

Hi bohnni, I am enginner M. H. sagar from Feni . I always praying to allah for you. please take it easy. we are aleays standing with you.

Allah bless you.

Level 0

we need to take steps for bhonni. because i realize that she is going to the death day by day. so come soon. help him…..
alive the bright student……..please……..

Level 0

Online Donation from Home or Abroad:
For Paypal Donation, or Donation through VISA / Mastercard / AmericanExpress / Bank Online, Donate through:
http://www.bonny-awarrior.org/
(You can also find detailed information on Bonny at this website)

You can also join or check the following Facebook Group to stay up-todate: Bonny Fan Club
http://www.facebook.com/group.php?gid=27776208108

Articles on Bonny:

Daily Star, Star Campus Feature Article, Aug 18, 2008
http://www.thedailystar.net/campus/2008/08/03/feature_fading.htm

Prothom Alo Article, 13 Aug 2008, at Narimoncho
http://www.prothom-alo.com/archive/news_details_fcat.php?dt=2008-08-13&issue_id=1013&cat_id=&nid=Mjg3MDQ=&fid=MTE=

Jai Jai Din Article on Bonny, 25 October 2008: “Medhabi Bonny Bachtey Chay”
http://www.jaijaidin.com/archive/2008-10-25/details.php?nid=98491

Level 0

আমি আল্লাহর কাছে বহ্নি আপুর জন্য দোয়া করছি আল্লাহপাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থ্য করে তোলেন।
বহ্নি আপা আপনি অবশ্যই এই জীবন সংগ্রামে জয়ী হবেন। ইনশাল্লাহ্

বহ্নি সম্পর্কে যারা ভাল জানেন, তারা কি কেউ বলবেন, তার বর্তমান অবস্থা কি? উনি কি দেশে আছেন না কি চিকিৎসার জন্য ইতিমধ্যে দেশের বাইরে গিয়েছেন? তার চিকিৎসার উন্নতি কতটুকু জানালে সকলেই আরও ভাল বুঝতে পারত বর্তমান পরিস্থিতি ও সকলের করণীয়। তাই নিকট জনদের বলছি বর্তমান পরিস্থিতি সম্পর্কে সকলকে আরও কিছু অবগত করুণ। ইনশাআল্লাহ্ খোদা মুখ তুলে চাইবেন। বহ্নি সকলের মাঝে আগের মত ফিরে আসুক, খুশিতে উচ্ছল হোক তার পরিবার সহ সকলেই। খোদার কাছে মনে প্রাণে এ প্রার্থনা করব সব সময়ই। আর আমি নিজেও দীর্ঘ ৫টি বছর যাবত ব্লাড ক্যান্সার এর মত মরণব্যধি নিয়ে পথ চলছি। কিন্তু থেমে থাকিনি কখনও। খোদা সদা সর্বদা তার দয়ায় ভরিয়ে রেখেছেন বিধায় সামনে চলার স্বপ্ন দেখি এখনও। তাই বহ্নিকে বলছি, সাহস হারিওনা বোন। জন্ম, মৃত্যু স-ব স্রষ্টার হাতে। তিনি যতণ চাইবেন বেঁচে থাকব। না চাইলে কারও সাধ্য নেই বাচিয়ে রাখে। তাই তাঁর উপর ভরসা রাখে। সৃষ্টা কখনও সৃষ্টির অমঙ্গল চাননা। চাইতে পারেননা। আমরা সকলেই ছোট বেলায় খেলার ছলে কখনও মাটির পুতুল বা খেলনা তৈরী করেছি। যথাসাধ্য চেষ্টা ছিল পুতুলটি যেন সুন্দর হয়, কেউ আঘাত করে নষ্ট করতে না পারে। লাল কাপড়ে মুড়ে কত যতেœই না সেটাকে রেখেছি। আর যিনি আমাদের স্রষ্টা তিনিও তো বড় যতেœই আমাদের গড়েছেন। তাই আমরা সৃষ্টি যদি কখনও কষ্ট পাই, আমাদের স্রষ্টা কি এতটুকু কষ্ট পান না? আমি বিশ্বাস করি সৃষ্টা সর্বদা সৃষ্টির কল্যাণের জন্যই সবকিছু নিঃস্বার্থভাবে করেন। তিনি অবশ্যই ভাল কিছু করবেন। বিশ্বাস রাখে খোদার প্রতি তিনিই পারেন জীবন ফিরিয়ে দিতে। সেই করুণাময় খোদার কাছেই তোমার জন্য আকুল প্রার্থনা রইল।

Level 0

Type Bonny and SMS to 2777 to Send Money to Bonny from Any Operator in Bangladesh

when did it activated??

Level 0

sad soooooooooooooooooooo…………… SAD

Level 0

হাজার মানুষ এ ভুবনে অসুখে ভুগছে। ও তো একা নয়, একটি মানুষের তরে এভাবে সহানুভুতি আদায় !! no man it’s not. GO TO THE HOSPITAL AND SEE !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Uni ekhon ki abosthay achhen, karo jana thakle ,Please janaben.
God Is always good.

Vai, uni ekhon kemon ache ? ami sara google ghaite o onar kono update pailam na ,, ekta manusher koster kotha lekhlen ,,, sahajjo cailen ,,, but onar present condition janailen na ,,,, eita to ordhek dayitto palon korlen vai …. pls janan uni kemon ahcen …

টিনটিন ভাইয়া, উনার এখন কি অবস্থা?

উনার এখন কি অবস্থা?