আমরা বাজারে যত ডিজিটাল ক্যামেরা দেখি সবগুলোর ক্ষমতাই megapixel দিয়ে প্রকাশ করা হয় (৭, ৮, ১০, ১২ ইত্যাদি ইত্যাদি)। কোনো কোনো ক্যামেরার মেগাপিক্সেল এত বেশি সূক্ষ্মাতিসূক্ষ্ম ছবিগূলোও বোঝা যায়। আমার এক দূর সম্পর্কের ভাই (ছবিটবি নিয়ে professionally কাজ করেন) বললেন ৪০ megapixel এর ক্যামেরাও নাকি পাওয়া যায়! শুনে তো আমি থ!
আমার প্রশ্নটা হলঃ মানুষের চোখের ক্ষমতাকে কি megapixel দিয়ে প্রকাশ করা সম্ভব? বিশেষজ্ঞরা কি বলেন?
আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউন্স জিন্দাবাদ !
ধন্যবাদ প্রযুক্তিবিদ ভাই (আসল নামটা জানি না !)। পিক্সেলের এই ব্যপারটা আমি জানতাম না।
ইমতিয়াজ ভাই আপনার মন্তব্যের জন্যও ধন্যবাদ।
মানুষের চোখ উপরওয়ালার অন্যন সৃষ্টি। তাকে megapixel এর ক্ষমতা দিয়ে পরিমাপ না করাই শ্রেয়। আমার মনে হয় আমারা সাধারণ দৃষ্টি দিয়ে যা দেখি তা ৪০ কেন ৮০ মেগাপিক্সেল দিয়ে দেখা সম্বভ নয়। আমার এই মন্তব্য মোহিত ভাইকে ছোট করার উদ্দেশ্য নয়।