ঘোমটা খোলো দেখি…………!!!

টেকটিউনসের পেছনে যারা কাজ করছেন তাদের সম্পর্কে জানতে চাই। এত সুন্দর একটা সাইটের যারা স্রষ্টা, আর যারা আমার টিউনগুলোকে সুন্দর করে সাজিয়ে দেন, আমার টিউনগুলোর জন্য সুন্দর সুন্দর Display pictures দিয়ে দেন, তাদের সম্পর্কে কিছুই জানি না। এছাড়া সাইটটিতে তাদের সম্পর্কে জানার জন্য কোন লিংক ও দেওয়া নেই। তারা কারা, কোথায় থাকেন, কি করেন-- এগুলো জানতে বড়ই ইচ্ছে হয়।

আমার একটা ছোট্ট আবদার আছে। প্রথম পাতায় sign in এর অপশনটা থাকলে ভালো হয়। এতে কিছুটা সময় বাঁচে। তাছাড়া মন্তব্যে ছবি সংযোজন করা গেলে ভালো হয়।

টিউনাররা কি বলেন ?

Level 0

আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউন্স জিন্দাবাদ !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোহিত ভাই আপনাকে টেকটিউনে স্বাগতম। আপনার মত আমার ও টেকটিউন এর পেছনের কর্মীদের প্রোফাইল জানতে ইচ্ছে হয়। এই সাইটের মডারেটর শ্রদ্ধেয় টিনটিন ভাই। এছাড়া ও আর কারা আছে তা জানতে https://www.techtunes.io/about/ এ ক্লিক করুন। আর sign in হলো আমি টেকটিউনার, আমার মতে সবার উচিত টেকটিউন এর log in page অর্থ্যাৎ আমি টেকটিউনার পাতাটি Bookmark করে রাখা, এতে সহজে log in করা যায়। আপনি যদি sign up করার সময় ছবি দিয়ে থাকেন তবে যেকোন মন্তব্য প্রদানের পর automatically তাতে আপনার ছবিটি সংযুক্ত হয়ে যাবে।

ধন্যবাদ

মোহিত ভাই, আপনি https://www.techtunes.io/wp-admin/profile.php গিয়ে আপনার ছবি যুক্ত করে দিন। তাহলে মন্তব্য আপনার ছবিও দেখা যাবে। আর টেকটিউনস সম্বন্ধে শুধু একটা কথাই বলব – টেকটিউনস জানে প্রযুক্তি আর আমাদের মত প্রযুক্তিমেপ্রমীদের ভালোবাসতে। তাই আপনার মত টেকটিউনসকে আমি অনেক অনেক ভালোবাসি।

বুঝলাম……………… পুরা টেকটিউনসই নারী বর্জিত (অন্যভাবে নিয়েন নাঃ) !!!

আর মেহেদী ভাই, শামীম ভাই, শাহজালাল ভাই ও টিনটিন ভাইদের অসংখ্য ধন্যবাদ।

ও আর আরেকটা ব্যপার, আমি মন্তব্যে ছবি সংযোজন বলতে বুঝাতে চেয়েছি যেকোন ছবি সংযোজন করার কথা, যেমন আমরা টিউন লিখতে প্রয়োজনীয় ছবি বা স্ক্রীনশট সংযোজন করি। মন্তব্য লেখার সময় এই সুবিধাটা থাকলে অনেক সময় দরকারী ইনফরমেশন দিতে সুবিধা হয়।

আসলে নারীরা হয়তোবা এই সাইট সম্ধধে জানেনা তাই আসেনা। আর মন্তব্য ছবির ব্যবস্থা করা উচিত। টিনটিন ভাইয়ের দৃষ্টি আর্কষন করছি।

Level 0

মাঝে আবার নারী আইলো ক্যামনে, কিসের মধ্যে কি পাস্থা ভাতে ঘি।

মন্তব্য ইমেইজ এখনও ইচ্ছা করলে যোগ করতে পারেন এভাবে < img src="ইমেইজ ইউআরএল"/>

যেমন:

তবে সরাসরি ইমেইজ যুক্ত করার ব্যবস্থাও করা হবে ইনশাল্লাহ।

মেহেদিকে ধন্যবাদ।

মেহেদি ভাই কি এই সাইটের কাজে জড়িত আছেন নাকি ?? আর আপনি যে কোড টা লিখলেন … এখানে ইমেইজ ইউআরএল কিভাবে দিব, আমি কি আমার নিজের পিসি থেকে ছবি দিতে পারবো ???

as far as i can remember …….. mehedi was our CEO! :))

নিশ্চয়ই পারবেন । ইমেজ ইউআরএল টা এরকম হতে পারে G:\photo\bedroom.jpg । এর মানে হচ্ছে আপনার কম্পিউটারের G ড্রাইভের
photo ফোল্ডারের bedroom.jpg নামক ছবিটি । এ url টি উইন্ডোর এড্রেসবারে দেখা যাবে ।

@ ব্যাড বয় – ছবির ইউআরএল মানে ছবিটি ওয়েবে কোন জায়গায় আপলোড করা থাকতে হবে আপনার পিসিতে থাকলে হবে না। এবং ছবিটির সরাসরি (Direct) লিংক দিতে হবে। যেমন: http://somewebsite.com/xyz.jgpবা png বা gif এরকম। আর ছবি নতুন টিউন প্যানেল এ গিয়ে টেকটিউনসেও আপলোড করতে পারেন বা অন্য ইমেইজ হোস্টিং সার্ভিস ব্যহার করতে পারেন বা কোন সাইটে রাখা ইমেইজ ব্যবহার করতে পারেন।

ওহহো ! ভুল হয়ইয়া গিয়াছে … তবে পিসি থেকে দিতে পারলে ভালো হতো ।

হ্যা

Level 2

অনেক কিছু জানতে পারলাম,তাই মোহিত ভাই সহ অন্যদেরকেও অসংখ ধন্যবাদ জানাই।