টেকটিউনস, প্রথম থেকেই ভালো লেগে আসছে। তাই দুইটা বিষয়ের উপর খুব জানতে ইচ্ছা করছে।
এই সাইটে কি হ্যাকিং এবং ক্র্যাকিংর উপর কোন টপিক পোস্ট কার এবং এর উপর আলোচনা করা যাবে? প্রশ্নটা এই জন্য যে ,অনেক সাইটে এই সমস্ত বিষয়ে নিয়ে পোস্ট এবং আলোচনা নিষিদ্ধ।
টেকটিউনস এর এ বিষয়ে অভিমত কি?
অন্যান্য সাইটে আমি লক্ষ্য করেছি সদস্যদের একটা লিস্ট থাকে, কিন্তু টেকটিউনস এ এধনের কোন অপশন বা সুবিধা খুজে পেলাম। সদস্য লিস্ট প্রকাশ করার কোন পরিকল্পনা আছে কি?
[প্রশ্ন করে বিরক্ত করার জন্য দু:খিত। ]
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
আমার মনে হয় আপনি করতে পারেন ……….. কারন টেকটিউনস প্রযুক্তিতে বিশ্বাসি! কেন বললাম? কারন আপনি যখন হ্যাকিং নিয়ে আলোচনা করবেন তখন কেউ না কেউ অবশ্যই এ্যান্টি হ্যাকিং নিয়ে কথা বলবে। সেটা আরো রোমাঞ্চকর হবে বলে মনে করি।