টেকটিউনে কোন টপিক এর উপর মন্তব্য করার পর , তা আর এডিট করার ব্যবস্থা নেই। অনেক সময় দেখা যায় টাইপিং সমস্যা বা বানান জনিত সমস্যা থাকে, যা মন্তব্য করার সময় লক্ষ্য থাকে না। এখন কেউ যদি তার এই ভুল বানান যুক্ত মন্তব্য এডিট করতে চাই , তাহলে কোন উপায় থাকে না।
কৃর্তপক্ষ এ দিকে দৃষ্টি দিবনে কি? মন্তব্য এডিট করার কোন অপশন যুক্তকরার কোন পরিকল্পনা আছি কি?
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
আমরা ব্যপারটা বিবেচনা করব। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।