আমি যখন "My computer" রিনেম করে "আমার পিসি" করি তখন আমার পিসি লেখাটা অনেক ছোট দেখায়; পড়াই যায় না। কিন্তু আবার "my computer" লেখাটা তো ঠিকই পড়া যায়।
শুধু বাংলা লেখাটা বড় করার উপায় কি? আর বাংলা ফন্ট যেটা দেখায় সেটার নাম কি এবং সেটা বদলানোর কোন তরিকা জানা আছে কারো?
উল্লেখ্যঃ আমি একাধিক ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল করে রেখেছি।
জানলে বলবেন প্লিজ।
আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউন্স জিন্দাবাদ !
আপনি প্রথমে https://www.techtunes.io/bangla-help/ থেকে আইকমপ্লেকস বাংলা ইন্সটল করুন।এতে আপনার ছোট ভ্রিন্দা সমস্যা দূর হবে। এবার ডেক্সটপে রাইট বাটন ক্লিক করে Display properties এর appearance ট্যাব থেকে Advanced এ ক্লিক করুন। এবার ড্রপডাইন থেকে Icon সিলেক্ট করে এর ফন্ট সাইজ বাড়িয়ে দিন। কাজ হবে। আর ফন্ট বদলিয়ে সোলাইমান লিপি ব্যবহার করতে পারেন। কারণ এটা বাংলা আর ইংরেজি একসাথে অন্যান ফন্ট থেকে ভাল দেখায়।
মনে হয় আপনার পিসিতে ডিফল্ট ফন্ট হিসেবে বৃন্দার ভূত চেপে আছে। এটা ব্যবহার করে দেখুনঃ
http://www.vistaarc.com/downloads/font-fixer/