কেউ কি জানেন এমন কোন ফ্রী স্ক্যানার এর সন্ধান যেটা আমার পিসি স্ক্যান করে বলে দেবে কোন কোন ড্রাইভার ব্যাকডেটেড হয়ে পরেছে এবং একই সাথে সেই ব্যাকডেটেড ড্রাইভারগুলোর নতুন ভার্সন ফ্রী ডাউনলোড করতে দেবে? আমি Uniblue DriverScanner ব্যবহার করে দেখলাম আমার পিসির ২০ টা ড্রাইভার ব্যাকডেটেড। কিন্তু একটাও আপডেট করতে পারলাম না কারণ সফটওয়্যার টা রেজিস্টার্ড না। এরপর অনেক খুঁজেও এরকম ধরণের কোন দ্বিতীয় সফটওয়্যার পেলাম না।
কারও সন্ধানে থাকলে আওয়াজ দেন।
আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউন্স জিন্দাবাদ !
http://www.drivershq.com/
ট্রাই করে দেখুন।