আসসালামু আলাইকু
কেমন আছেন তা আজকে জিজ্ঞাসা করবো না কারন শীতের দিনে ভালই থাকবেন আশা করি। যাই হোক আপনারা ভাল থাকেন এইটাই কামনা করি।
তাহলে আজ কথা না বাড়িয়ে ছলে যাই আসল টপিকে
আমি আসছি আপনাদের মাঝে ওরাকল সম্পর্কে কিছু ধারনা দিতে, আমি গত পর্বে (৫ম পর্বে) আলোচনা করেছি ওরাকলে কিভাবে function করা যায়, বিভিন্ন যোগ বিয়োগ করা হয়এবং আরও অনেক কিছু। আজ আপনাদের কাছে আসছি আরেক অধ্যায় নিয়ে তা হল Working with date।
এই পর্বে আলোচনা করব কিভাবে Date বা দিন তারিখ মাষের হিসেব এবং বিভিন্ন ভাবে তা Manipulate করা হয় এবং কিভাবে তারিখ নিজের মত ফরমেট করা হয়। আশা করি আপনাদের উপকারে আসবে। আমার এই প্রচেষ্টা সেই দিন সার্থক হবে যে দিন আপনারা এই ভিডিও দিয়ে উপকৃত হবেন ইনশাহআল্লা্হ।
[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]
আমি বরকত উল্যাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 27 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।