এক কম্পিউটারে সব অপারেটিং সিস্টেম

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আজ আমরা জানব কিভাবে আমরা ভার্চুয়াল বক্স এর সাহায্যে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম একই কম্পিউটার এ চালাতে পারি।আসুন প্রথমেই আমরা জেনে নেই ভার্চুয়াল বক্স  কি ধরনের এপ্লিকেশন।যখন এটা আপনার ইন্টেল অথবা এএমডি বেসড কম্পিউটারে ইনস্টল করবেন তখন উইন্ডোজ,ম্যাক অথবা অন্য যেকোনো অপারেটিং­ সিস্টেম একইসাথে রান করাতে পারবেন। সেইসাথে এটা আপনার কম্পিউটারের সক্ষমতাও অনেক বাড়িয়ে দেয় যার ফলে আপনার কম্পিউটার একই সাথে একাধিক অপারেটিং সিস্টেমকে সমর্থন করার যোগ্যতা অর্জন করে। আসুন এবারে কিভাবে এটা কাজে লাগিয়ে একাধিক অপারেটিং সিস্টেম এক সাথে চালানো যায় তা দেখে নেই।

ভার্চুয়াল বক্স বিভিন্ন ধরনের প্যাকেজ এ পাওয়া যায়,এটা ইন্সটল করতে আপনার কম্পিউটার এ যে অপারেটিং সিস্টেম চালু আছে সেই ভার্চুয়াল প্যাকেজটি ইন্সটল করুন।

 

এ কাজটি করতে প্রয়োজন হবে বিনা মূল্যের মুক্ত সফটওয়্যার ভিএম ভার্চুয়ালবক্স। এর সর্বশেষ সংস্করণ পাওয়া যাবে (https://www.virtualbox.org/wiki/Downloads) ঠিকানায়।

যেভাবে ইনস্টল করবেন: সফটওয়্যারটি নামিয়ে ইনস্টল করার পর চালু করলে ওপরে বাঁয়ে থাকা New বোতামে ক্লিক করুন। যে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন তার নাম লিখুন। যেমন আপনি উইন্ডোজ এক্সপি ইনস্টল করতে চাইছেন, সে ক্ষেত্রে লিখুন Windows XP। তাহলে নিচের টাইপ এবং ভার্সনের ঘরে স্বয়ংক্রিয়ভাবে অপশন এসে যাবে। তা না হলে নিজে থেকে সেগুলো বাছাই করুন, তারপর নেক্সট চাপুন। এখন পরবর্তী সবগুলো ধাপে যা আছে সেভাবেই নেক্সট চেপে Create করুন। এবার ভার্চুয়ালবক্স ম্যানেজার উইন্ডোর বাঁয়ে থাকা উইন্ডোজ এক্সপি নির্বাচন করে ওপরে Start বোতামে ক্লিক করুন। উইন্ডোজ এক্সপির সিডি ডিভিডি-রম ড্রাইভে ঢুকিয়ে সিলেক্ট স্টার্ট-আপ ডিস্ক উইন্ডোতে গিয়ে ড্রাইভটি দেখিয়ে দিন। এক্সপি ইনস্টলেশন শুরু হবে৷

 

ধন্যবাদ

হ্যাপি অপারেটিং সিস্টেম :)

আমাকে পাবেন আমার নিজস্ব ব্লগে ।  যে কোনও প্রয়োজনে আমাকে পাবেন ফেসবুকে

 

Level 0

আমি Subrata deb nath। Full Stack Web Developer, Sbtechbd Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস