বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।ওরাকল ও ডেভেলপার ইঞ্জিনিয়ার ফ্রি র্কোসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মো.রহিম উদ্দনি সোহাগ ।সবাই আশা করি ভাল আছেন ।মাঝখান দিয়ে অনেক লম্বা একটা বিরতি গেল আসলে সময়ের কারণে কম্পিউপটার এর সামনে বসতে পারি না । এই সপ্তাহে প্রতিদিন ডেটাবেস ভিত্তিক সফটওয়্যার ওরাকল উপর টিউন প্রকাশ করা হবে ,চোখ রাখুন নিয়মিত
সবার অনুরোধে আজকের গুরুত্ব্যপূণ অধ্যায় আপনার হয়ত মাথায় কাজ করছেন না আসলে ডেটাবেজ ভিত্তিক সফটওয়্যার ওরাকল দিয়ে কি কি কাজ করা হয় আর এটি কোথায় ব্যবহার করা হয়,এটি ব্যবহার করে আমরা কি সেবা পেতে পারি
উত্তরঃ আমরা প্রত্যেককে ডেটা বা তথ্য সংরক্ষণ রাখার প্রয়োজন পড়ে আর সেটা অবশ্যই সহজ সরল হতে হবে এবং তথ্যগুলো প্রসেস হয়ে আমরা সুন্দর একটা রির্পোট পাব আর সেটির জন্য আমরা বিভিন্ন ধরণের ডেটাবেজ ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে থাকি তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী,বিশ্যস্থ,শূণ্য ভাগ ডেটা লস ,সহজে ডেটাকে একজন অপারেটর যেভাবে চাইবে তা সহজে একসেস(ব্যবহার) করা যায় এমন একটি সফটওয়্যার যার নাম "ORACLE database Software" আর এটি ব্যবহার হয়,বিভিন্ন ব্যাংক-বীমা,গার্মেন্টস,টেলিকমিউনিকেশন ব্যবস্থায়,পল্লি বিদ্যুৎ,বিমানে টিকেট প্রসেসিং,বড় বড় আর্থিক প্রতিষ্ঠান,বিলিং সিস্টেম,শিল্প কারখানা,একাউন্টিং সফটওয়্যার ইত্যাদি বহু প্রতিষ্ঠান সফটওয়্যারগুলো ওরাকল সফটওয়্যার দিয়ে করা হয়
আমি আপনাদের ওরাকল ডেটাবেজ শিক্ষক আমি চেষ্টা করছি আপনাদেরকে অল্প কিছু শিখাতে । চলুন শুরু করি
যারা একবারে নতুন তারা আগের পর্ব গুলো না পড়লে বুঝতে কষ্ট হতে পারে
একটি প্রজেক্ট তৈরি করার শুরুর ধাপ হতে পারে
প্রজেক্ট গুলো হবে কাষ্টমাইজ সফটওয়্যার । একটি প্রজেক্ট তৈরি করতে হলে শুরুর ধাপে যেটি করতে হবে তাহল আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কোন ধরণের ডেটাবেজ সফটওয়্যার তৈরি করতে চান আর এটি তৈরি করলে কোন কোম্পানি/অন্য সেবা পেতে পারে আর আপনাকে সেই অনুসারে কাজ করার সফটওয়্যার সিলেক্ট করতে হবে যদি ওরাকল সফটওয়্যার হয় তাহলে নিচের ধাপ অনুসরণ করুন
ডেটাবেজ ভিত্তিক এপ্লিকেশন ডেভেলপমেন্ট ক্ষেত্রে ২টি দিক আছে যথা:১. ব্যাকএনড ২.ফ্রন্ডএনড
ব্যকএনড বলতে বুঝায় ডেটাবেজ সার্ভারকে বুঝায় যেখানে ডেটা সংরক্ষন,নিয়ন্ত্রন করা যায়। ওরাকল সাভার্র অনেক শক্তিশালী আর প্রোগ্রামারগন যেসকল টেবিল,ভিউ,ইনডেক্স তৈরি করেন যা শুধুমাত্র তার দেখতে পারে তাই ব্যাকএনড ।ডেটাবেজ প্রোগ্রাম বিভিন্নভাবে ব্যবহার উপযোগি বিভিন্ন ভার্সন সফটওয়্যার ইউজ করে থাকে যেমন:ওরাকল ১০জি(গ্রিড),ওরাকল ১১জি(গ্রিড) আবার এদের মধ্যেও ভাগ আছে যথা:ওরাকল এন্টারপ্রাইজ এডিশন,ওরাকল পারসোনাল এটিশন,ওরাকল ওয়েভ এডিশন ইত্যাদি
ডেটাবেজ সফটওয়্যার ওরাকল ১১জি ডাউনলোড করুন
যেটি নিয়ে আপনাদের বেশি চিন্তা আমরা ডেটাবেজ টেবিল তৈরি করলাম কিন্তু ইনপুট দিব কি ভাবে এই ধরণের অনেক চিন্তা আপনাদের মাথায় ঘুরছে উত্তর হল ওরাকল ডেভেলপার এর সাহায়্যে এই কাজটি করা হয় অর্থ্যাৎ ক্লায়েন্ট সার্ভার ভিত্তিক ফ্রন্ডএনড ডেভেলপমেন্ট টুল । যেখানে ইউজার উপযোগী ডেটাবেজ কার্যক্রম চালাতে পারবে এটি একটি ইন্টারফেজ যেখানে বিভিন্ন ধরণের ফর্ম,গ্রাফিক্স,রির্পোট ইত্যাদির কাজ করা হয় অর্থ্যাৎ ডেটাবেজ যে সকল টেবিল তৈরি করা হয় তা সহজে ইনপুট দেওয়ার জন্য ডেভেলপমেন্ট কাজ করতে হয় বর্তমানে >>ORACLE 10G DEVELOPER SUITE<<ভার্ষন
ORACLE 10G DEVELOPER SUITE ডাউনলোড এখানে
আগামী পর্বে বিস্তারতি আসছে অপেক্ষায় থাকুন তারাতারি প্রকাশ করা হবে সোমবার
আজ এখানেই ভুল থাকলে ক্ষমা করে দিবেন আর কেমন লাগছে কষ্ট করে জানাবেন
ফেজবুক : FACEBOOK Or SHOHAG CID
ইমেইল : [email protected]
আল্লাহ হাফেজ
আমি মো রহিম উদ্দিন সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am always simple and enjoy simple life, try to create a unique engineer in Bangladesh Specially Oracle Track
আপনাকে অসংখ্য ধন্যবাদ Oracle tutorial টি চালিয়ে যাওয়ার জন্য।