বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।ওরাকল ও ডেভেলপার ইঞ্জিনিয়ার ফ্রি র্কোসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মো.রহিম উদ্দিন সোহাগ ।সবাই আশা করি ভাল আছেন আজ আপাদের ভাল টিউন উপহার দিতে পারব বলে আশা রাখি । অনেকের কাছে ওরাকল বিষয়টা কঠিন হতে পারে কারণ এটি সফটওয়্যার এর রাজা অবশ্যই অনেক কষ্ট করতে হবে আসলে আপনার ইচ্ছাশক্তি যদি প্রবল হয় তা অবশ্যই হতে পারবেন ।আমার এক বন্ধু আমাকে বলে ওরাকল ইঞ্জিনিয়ার সে ত বিরাট বেপার তুই কেমনে সফল হবি আমি তাকে বললাম "ওরাকল ইঞ্জিনিয়ার ত মানুষরাই হয় ভূত আর জিন তারাত আর হয়না আর যারা আজকে এবং অতিতে ওরাকল ইঞ্জিনিয়ার হয়েছে তারা ত মানুষ তারা হয়েছে তাদের কঠোর থেকে কঠোর প্ রিশ্রমে আমি যদি তাদের মত পরিশ্রম করি কেন আমি হতে পারবনা অবশ্যই হতে পারব" আর জানিনা আমি আপনাদের কেমন শিখাচ্ছি আর আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই । কথা বেশি হয়ে গেছে চলুন শুরু করি আজকের লেসন ।
বি:দ্র : আমি চেষ্টা করেছি ১-১১ পর্ব পর্যন্ত প্রাথমিক ওরাকল সম্পর্কে উপস্থাপন করতে এর মধ্যে আরো অনেক কিছু বাদ পড়ে গেছে ঐই কথাটা মনে পড়ে গেল ফাউন্ডেশন যদি মজবুদ না হয় রানা প্লাজার মতো কিছু দিন পর ভেঙ্গে পড়ে যাবে তাই আজ প্রোগ্রাম শুরু আগে ভালভাবে এটির সম্পর্কে ভাল ভাবে যেনে প্রোগ্রামের কাজ শুরু করুন
ওরাকল কোন প্রজেক্ট সম্পুর্ন করার প্রথম ধাপ হচ্ছে sql*plus এর মাধ্যমে বিভিন্ন টেবিল তৈরি করা কারণ ডেটাবেজ এর মূল কাজ হচ্ছে টেবিল এই টেবিল থেকে আমরা ফলাফল ভোগ করি তাই এটি ভাল ভাবে লক্ষ্য করুন আমি চেষ্টা করব সহজ ভাবে উপস্থাপন করতে ।
কোন একটি কলেজের ছাত্র /ছাত্রীর পার্সোনাল ডেটা রাখার জন্য একটি নিদির্ষ্ট সফটওয়্যার এ রাখতে চায় জন্য একটি টেবিল তৈরি করব ১টি ধরণ ২নং টি প্রোগ্রামPROGRAM
ঠিক এই ভাবে ডেটা তৈরি করে এবং ডেটা ইনর্সাট করে এখানে নিজের মাথা খাটাতে হবে সবসময়
আপনাদের প্র্যাকটিস এর জন্য যাদের কোডের প্রয়োজন আমাকে ইমেইল করিয়েন আমি পাঠিয়ে দিব
আগামী পর্বে আরো কোড দেখতে পারবেন ইনশাল্লাহ অল্প অল্প করে শিখতে পারবেন
প্রশ্ন :
১| ১-১১ পর্ব পর্যন্ত যা কিছু শিখছেন তা সংক্ষেপে লেখে আমাকে ইমেইল করেন([email protected])
ভিডিও এর কাজ চলতেছে আশা করি এই মাসের ২০ তারিখে পেয়ে যাবেন আর এই মাসের ২০ তারিখএ আমার জন্মদিন
আজ এখানে কোন জায়গা বুঝতে সমস্য হলে আমাকে জানান আমি চেষ্টা করব সমাধান দিতে ।ক্ষমা করে দিয়েন ভূল করে থাকলে
ফেজবুক : FACEBOOK
ইমেইল : [email protected]
আমি মো রহিম উদ্দিন সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am always simple and enjoy simple life, try to create a unique engineer in Bangladesh Specially Oracle Track
Thanks for your heartiest tiring.