“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার [পর্ব-৫] :: ওরাকল ভার্সন এন্ড ইনস্টলেশন

“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি  । সবাই কেমন আছেন ?আপনারা  অপেক্ষা  করছেন আমার টিউনের জন্য । আবার হাজির হলাম আপনাদের কাছে ওরাকল নিয়ে । প্রাথমিক আলোচনা আজ শেষ পর্ব । আগামী পর্বে এই ১-৫ পর্ব থেকে পরীক্ষা নেওয়া হবে । আমি শুধু  প্রাথমিক আলোচনায় মূল কথা গুলো লিখেছি আরো অনেক অনেক বাকি আছে আমি যদি লিখতে যাই ১৫-২০ পর্বেও শেষ হবে না আপনাদের কাজ তা শিখে নেওয়া আমি নিচে লিংক দিচ্ছি তা থেকে শিখে নিবেন

ওরাকল ওয়েব সাইটঃ ORACLE
ওরাকল বেসিক সর্ম্পকে জানতে পারবেন ।ধৈয‌্য লাগবে প্রচুর এটি ইংরেজী বই । আপনাকে ইংরেজী ভাল জানতে হবে এখন থেকে চেষ্টা করুন

এখানে ক্লিক করুন

এখানে ক্লিক করুন

বাংলা সর্ম্পরকিত:এখানে ক্লিক করুন আর >>ডান পাশে দেখুন

নিত্য নতুন দামি মোবাইল (স্যম্বিয়ান,এন্ড্রয়েট )গুলোতে আমরা নতুন নতুন অপশন দেখি যাতে আমরা সহজে ইউজ করতে পারি কিন্তু তারা মূল অপশন ঠিক রাখে

যেমন :মেসেজ,ফোনবুক,সেটিং,মাল্টিমিডিয়া ইত্যাদি অপশন গুলোর মধ্যে নতুন নতুন অপশন যোগ করে তারা মার্কেটে মোবাইল ছাড়ে

ঠিক অনুরুপ ওরাকল গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে তারা মূল অপশনকে ঠিক রেখে নতুন নতুন অপশন যোগ করে ব‌্যবহার কারিকে সহজ করে তারা নতুন ভার্সন তৈরী করে

আজ আমরা শিখব :

  • ওরাকলের পূর্বের ভার্সন ও বর্তমান ভার্সন সমুহ
  • ওরাকল 10g সর্ম্পকে জানব
  • ওরাকল  ইনস্টলেশন কী ভাবে করবেন

ওরাকলের পূর্বের ভার্সন ও বর্তমান ভার্সন সমুহ


এই পযন্ত ওরাকলের বিভিন্ন ভার্সন বাজারে এসেছে। ১৯৭০ সালে ডেটার  আর্ভিভার ঘটে ৩ বন্ধু মিলে তা তৈরী করেন

৩য় ভার্সন:১৯৮৩ সালে সি ল্যাংগুয়েজ ব্যবহার করে এটি তৈরী করেন ।পরর্বতীতে উন্নয়নে ব্যাপক ভাবে জাভা ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়েছে

৫ম ভার্সন :১৯৮৮ সালে ক্লায়েন্ট-সার্ভার প্রযুক্তি উপস্থাপিত হয়েছে এর জন্য ব্যবহার হয় SQL*NET

৭ম ভার্সন:এতে ব্যাপক পরিবর্তন হয় । গুরুত্বপূর্ণ কার্যক্রম SQL*DBA সহ প্রচুর ফিচারের সমাবেশ ঘটে ।

৮ম ভার্সন:ORACLE 8i হচ্ছে অষ্টম ভার্সন আর ওরাকল৮i বলা হয় ইন্টারনেট-এনাবলড ডেটাবেজ । i(internet-enabled)

৯বম ভার্সন : ORACLE 9i ভার্সন ব্যাপক উন্নয়ন করে বাজারে ছাড়ে

১০ম ভার্সন: গ্রিড কম্পিউটিং নামে এক বিশেষ প্রযুক্তি সমাবেশ ঘটেছে ORACLE 10g তে ।

১১তম ভার্সন: ORACLE 10g বর্ধিত হয় ORACLE 11g বিভিন্ন টিউনিং উন্নয়ন করে

সর্বশেষ ভার্সনঃ

১২তম ভার্সন: একদম নতুন ভার্সন ORACLE 12C (C=CLOUD)2013 সালে রিলিজ হয়েছে এই ভার্সনে কাজকে অনেক সহজ করেছে যা ছোট ছোট ব্যবসায় প্রতিষ্টানে ব্যবহার করা যায়

বাংলাদেশে বর্তমানে ORACLE 10g ব্যবহার লক্ষ‌্যনীয় তাই আমরা ORACLE 10g নিয়ে কাজ করব

ORACLE 10g ডেটাবেজ


গ্রিড কম্পিউটিং :

ব্যবসায়িক চাহিদায় পরিবর্তন এনেছে আইটি আর্কিটেকচার এর গ্রিড কম্পিউটিং । এটি আইটি অর্থনীতিতে বৈপ্লবিক পরবির্তন সাধন করেছে | এটি দ্রুত জনপ্রিয়তা  পাচ্ছে। Forrester Report বলা হয়েছে ৩৭% এন্টারপ্রাইজ লেভেলে পাইলটিং,রোলিং আউট অথবা কিছু ফর্ম গ্রিড কম্পিউটিং বাস্তবায়ন হয়েছে| IDC এর মতে গ্রিড কম্পিউটিং ৫ম প্রজন্মের কম্পিউটিং

গ্রিড কম্পিউটিং এর সুবিধা সমূহ:

  •  ফ্লেক্সিবল
  • কম খরচে উন্নত সার্ভিস
  • বিনিয়োগ নিরাপত্তা প্রদান

ওরাকল ১০জি ডেটাবেজ সিকিউরিটি :

VPD (Virtual Private Database): VPD সিকিউরিটির মধ্যে পলিসির উপর ভিত্তি করে SQLকুয়েরি কার্যকর করা হয় আমরা নিচে চিত্র ভাল ভাবে লক্ষ্য করি

  • STEP 1: user কারী SQL সার্ভারে পাঠিয়ে দেয়
  • STEP 2:সর্ম্পরকিত টেবিল সিকিউরিটি মোতাবেক ট্রিগার করে  
  • STEP 3:সিকিউরিটি পলিসি ১টি শর্ত পাঠায় where
  • STEP 4:সিকিউরিটি পলিসি অনুযায়ী sql statement পরির্বধন করে থাকে
  • STEP 5:সিকিউরড ডেটা user এর কাছে ফিরে আসে

ORACLE 10g ডেটাবেজ Rman এর কর্যক্ষমতা বৃদ্ধি:

ব্যকআপ এবং রিস্টোর :  10g  তে ব্যকআপ ও রিস্টোর করার জন্য মাল্টিপল চ্যানেল এলোকেট করা হয়। যে কোন একটি চ্যানেল অপারেশন অকৃতকার্য হলে রিকোভারি ম্যানেজার সেই ক্ষেত্রে সয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করে

এক কথায় অনেক সহজ করে দিয়েছে গ্রিড কম্পিউটিং আসার পর

ওরাকল  ইনস্টলেশন :


আমরা ডেটার কাজ করব SQL server>>>MYSQL এর কাজ যারা জানেন তাদের জন্য সুবিধা

এর জন্য আপনাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে।

বাজার থেকে ১টি ক্যাসেট কিন আনতে হবে ।

নেট থেকে (ORACLE 10G database) ডাউনলোড লিংক:  ডাউনলোড

হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট:

আপনাকে windows xp setup দিতে হবে অন‌্য কোন অপারেটিং সিস্টেম এ ইনস্টলেশন  হবে না

RAM: 256MB

VIRCUAL MEMORY: 512MB

HARD DISK SPECH: 1.5GB

VIDEO ADAPTAR: 256 COLOURS

PROCESSOR: 200MHZ MINIMUM

নিচের চিত্র অনুসরন করুন

1.wait next window2...next prsss4.next prss5..next press6.Next press7..Next Press8..Next Press9.Next Press10.Next press11.Next press12.ok

এ সপ্তাহের ভিতর সফটওয়্যার ডাউনলোড করুন কারন আমি আগামী সপ্তাহ থেকে প্রোগ্রামের কাজ শুরু করব

সার-সংক্ষেপ:

ওরাকল বর্তমান ভার্সন:   বর্তমান ভাসর্ন ওরাকল12C

গ্রিড কম্পিউটিং:     ওরাকল ডেটাবেজ গ্রিড কম্পিউটিং একটি নতুন আইটি আর্কিটেকচার। এর মতে ক্লায়েন্ট সার্ভার ও মাল্টিটায়ার এর পর গ্রিড কম্পিউটিং ৫ম প্রজন্মের কম্পিউটিং

আজ প্রশ্ন থাকবে না । কারন প্রতি ৫ পর্বের পর পরীক্ষা নিব বল ছিল আগামী বুধবার ১ম পরীক্ষা হবে ।

আমার মূল লক্ষ্য হাতে কলমে শিখান ।

গত পর্বের উত্তর পাঠাইছে ২জন তারা হল মাহফুজ,তানবির রাশেদ—২ জনকে আমার পক্ষ থেকে অভিন্দন

আত্ম-উন্নয়ন মূলক কথা:


আজ মানুষের প্রতি দয়ার কথা বলব

আপনি প্রতি দিন গড়ে সর্বনিম্ন ২০টাকা মোবাইলে কথা বলনে  তাহলে মাসে ৬০০টাকা শুধু মোবাইলে খরচ করেন এগুলোর মধ্যে কিছু টাকা অজথা খরচ হয় । সাহায্যের জন্য আপনি ভিক্ষুক কে ২টাকা দেন । আপনি যদি তাকে ২ টাকার বদলে তাকে ১কেজি চাউল বা অন্য কিছু কিনে দেন নিজের হাতে দেখবেন আপনার কী অনুভুতি লাগে এতে সে আপনার জন্য ২হাত তুলে দুয়া করবে আর আল্লাহ ঠিক আপনাকে ক্ষুদ্র ত্যাগের জন্য আরো বেশি কঠিন কাজে সাহায্য করবে--- মাসে অন্তত ১জন কে  ক্ষুদ্র হলেও সাহায্য করার চেষ্টা করবেন

"মনে রাখবেন আপনি যদি আজ ১জনের উপকার করেন কাল আরেক জন আপনার উপকার করার জন্য বসে আছে । আপনি যদি কারো ক্ষতি করে থাকেন অন্য জন আপনার ক্ষতি করার জন্য তৈরী হয়ে আছে"

এখানে শেষ করছি আমি অভ্র কি বোর্ড দিয়ে লেখি তাই লেখা অনেক ভুল থাকে ক্ষমা করবেন

ফেজবুকে আমি:FACEBOOK OR SHOHAG CID

ফেজবুক গ্রুপ জয়েন্ট করুনঃFACEBOOK GROUP

ইমেইল: [email protected]

আল্লাহ্ হাফেজ

Level 0

আমি মো রহিম উদ্দিন সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am always simple and enjoy simple life, try to create a unique engineer in Bangladesh Specially Oracle Track


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ami to windows 7 use kori ! ki korbo ?

Level 0

Salam neban, টিউন চালিয়ে যবার জন্য আপনাকে ধন্যবাদ। ভাই , নিরাস হবেন না, ভাল জিনিস এর কদর মানুষ এক সময় বুঝতে পারে।
যেহেতু, টেকটিউনস এ PROGRAMING এর উপর তেমন চেইন টিউন নাই। তাই এর তথ্য ভাণ্ডার সমরিধ্য হবে, এবং উপকীত হবে।

আপনার দেওয় লিঙ্কে Oracle SQL Developer 4.0 (4.0.0.13.80) (টা কত 10g ? বুঝতে পারিলাম না।
আর আপনার নিয়মিত টিউনের জন্য ধন্যবাদ

Thanks

(আপনাকে windows xp setup দিতে হবে অন‌্য কোন অপারেটিং সিস্টেম এ ইনস্টলেশন হবে না) আমিতো windows 7 এ ব্যবহার করি । কোনো সমস্যা নাই ।

oracle software bebohar kren….na ki sudu sql sftwr…..

Level 0

আপনি তুনে করুন , আমরা আপনার সঙ্গে আছি ।

    @RedDragon: দেখা যাবে সাথে থাকেন কিনা.ধন্যবাদ

Level 2

ভাই আমি উইন-৭-৬৪বিট ব্যবহার করি । আমাকে একটা ওরাকল এর লিংক দিন দয়া করে।

Level 0

Thank you apnar tune er jonnu. onek valo hocce. but viya ekta jinis bujtecina.sodo oracle 10g software ta install korle hobe? sql devloper kibabe intall korbo? ami bolte chacci koita sofware install korte hobe.plx ekto janaben.
Thanks

    @optimizers: ধন্যবাদ আপনােক কমেন্ট করার জন্য । ওরাকল ২টা সফটওয়্যার ১টি সিকুয়েল এর কাজ করার জন্য আরেকটি ডেভেলপার জন্য একটার জন্য আলাদা আলাদা সফটওয়্যার ।ডেভেলপার কাজ করার সময় লিংক দিয়ে দিব

Level 0

ভাই এইটুকুতেই এসে মনে হয় ধরা খাচ্ছি যা মেনে নিতে পারছিনা। আমি যে কম্পিউটারে কাজ করি যেখানে উইন্ডোজ ৭ ইনস্টল করা আছে এবং অপারেটিং সিস্টেম এক্সপিতে ফিরিয়ে নেয়া সম্ভব নয়। তাহলে এখন আমি কি করবো? উইন্ডোজ ৭ এ কিছু করা যায় কিনা একটু দেখেনা না প্লিজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন কম্পিউটার আমার নিজের নয়।

    @Nurul Azim: ধন্যবাদ ,আপসি বাজার থেকে সিডি ক্রয় করার সময় ওরাকল ১০জি ভার্সন ,রিলিজ ২ দেখে ক্রয় করুন এটি Windows 7 support kre

Level 0

সোহাগ ভাই অনেক অনেক ধন্নবাদ।

Level 0

Salam neban.Win 7 use kori.10g release 2 pelam na. Apni link ta dela valo hoy,satha kisu tips kivaba install debo.Valo thakben.

Level 2

গুরু আমি আপনার শিস্য হতে চাই । আপনার মোবাইল নাম্বার পাচ্ছিনা । আমার নাম্বার ০১৭৪২-৫৬৪৭২১
[email protected]