“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার [পর্ব-২] :: প্রাথমিক আলোচনা ও নীতিমালা

“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন?আমি ভাল নাই,আগের টিউন টি রাতে লিখছিলাম এতে ঠান্ডা ধরছে খুবই অসুস্থ । আপনাদের আগ্রহ দেখে অসুস্থ শরীরে বসে গেলাম লিখতে । জানিনা ১ম র্পব আপনাদের কেমন লেগেছে ? আশা করি কিছু হলেও শিখেছেন.আজ শুধু বক বক করব । Internetএ অনেক ঘাটা ঘাটিঁ করে দেখলাম Oracle সর্ম্পকে জানতে কিন্তু তেমন পেলাম না ।এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সোহাগ বিশাল ডেটাবেজ(তথ্য ভান্ডার)সিংহের মত রাজত্র করতে হাজির হয়েছি ওরাকল উপর সর্ম্পুন কোর্স নিয়ে । বাকি টা আল্লাহ্ হাতে ।আমার টিউন থেকে যদি ১ জন হলেও ওরাকল ইঞ্জিনিয়িার হতে পারে তাহলে আমি সার্থক হব । এই আশা রেখে আজকের পর্ব শুরু করছি

ছোট মুখে বড় কথা বলছি আমাকে ক্ষমা করবেন । ওরাকল ইঞ্জিনিয়িার  হতে হলে আপনাকে অনেক কিছু ছাড়তে হবে এবং যোগ করতে হবে

  • অলস্যতাকে বিদায় করে নতুন করে কঠোর পরিশ্রম করার প্রস্তুতি নিন
  • অনেক কাজের মধ্যে ১টি কাজ স্থির করুন--হতে পারে ওরাকল বা অন্য বিষয়যাচাই করে দেখবেন যে বিষয় প্রতি আগ্রহ জন্মায়
  • চ‌্যালেন্জ গ্রহন করার প্রস্তুতি নিন 
  • এখন থেকে নিজেকে ১লক্ষ লোকের থেকে আলাদা ভাবুন -এটি কেন বলছি পরে বলব

উপরের কথা গুলো শুধুমাত্র ওরাকল ইঞ্জিনিয়িার যারা হতে আগ্রহি তাদের জন‌্য । বাকীরা শুধু পড়ে যান

যদি আপনি সত্যিই ওরাকল ইঞ্জিনিয়িার হতে চান,তাহলে আপনাকে"১০০০ কিঃমি পায়ে হেঁটে যাওয়ার প্রস্তুতি নিন" কথাটি বলছি এই জন্য আপনাকে এখানে সাহায্য করার বা পাওয়ার মত আশেপাশে কেউ নেই ।আপনাকে একাই হেঁটে গন্ত্যবে পেীছাঁতে হবে আর যাওয়ার জন্য সাহায্য করবে বই আর টিপস এন্ড ট্রিকস । যদিও ওরাকলের কোর্স গুটি কয়েকটি প্রতিষ্ঠান করায় কিন্তু টাকা অনেক বেশি ভয় পেয়ে যাবেন তাই বলছি না । যদি পেীছেঁ যেতে পারেন আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না । ভবিষ্যৎ জীবন সুখে কাটাতে পারবনে । ফুলের বাগানের মত সুগন্ধ চারিদিকে ছডিয়ে পড়বে

আমি যে ভাবে আপনাদের জন্য কোর্স সাজিয়েছি


  • প্রতি টিউন এ ২-৩টি/Program উপর  Topics  থাকবে ।
  • Topics এর বিশ্লেষন থাকবে ।
  • কি শিখেছেন সংক্ষিপ্ত(সারসংক্ষেপ)আঁকারে মূলায়ন করব।
  • প্রশ্ন থাকবে নিয়মিত । উত্তর দিতে হবে আপনাদেরকে । আগে যে উত্তর দিবে তার নাম প্রকাশ করা হবে ।
  • প্রতি ৫ টিউন এ ১টি করে পরীক্ষা নিব ।
  • প্রতি সপ্তাহে ২টি টিউন থাকবে ।

এটি সর্ম্পুন নির্ভর করবে আপনাদের আগ্রাহর উপর

আপনাদের কাজ কী ?


  • প্রথমে আপনাদেরকে অবশ্যই নাম ও ঠিকানা আমার কাছে পাঠাতে হবে । আমি লিষ্ট তৈরী করব পরের টিউন এ প্রকাশ করা হবে (EMAIL:[email protected] OR FACEBOOK :SHOHAG CID ) এই ঠিকানায় ।
  • ৬ মাস-১ বছর এর জন টার্গেট করুন ।
  • ৫০ টাকা দিয়ে থাতা কিনুন এবং হ্যান্ডনোট লেখার চেষ্টা করুন ।
  • আমার মত ছোট প্যাড পকেটে রাখবেন । Importent কোন তথ্য পেলে নোট করুন ।
  • প্রতিদিন ১-২ ঘন্টা সময় বের করুন ওরাকলের জন্য ।
  • যে টিউন দিব শুধুমাত্র ঐ অধ‌্যায় নিয়ে গবেষনা করুন   ঐ সর্ম্পকে আরো তথ্য সংগ্রহ করুন ।
  • অলস্যতা ত্যাগের জন্য খুব ভোরে উঠার চেষ্টা করুন । সম্ভব হলে ফজর নামাজ পড়ার  ‌অভ্যাস করুন ও ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন ।
  • ইংরেজী ভাল ভাবে শেখার চেষ্টা করুন । প্রতিদিন ৫টা বাক্য শিখুন

উপরের তথ্য গুলো আপনি মেনে চলতে পারেন তাহলে আগামি ২০১৪-১৫ সালের মধ্যে আপনি হতে পারেন "ওরাকল ও ডেভেলপার" ইঞ্জিনিয়িার ইনশাল্লাহ্ আর এই জন‌্য আল্লাহ্ র সাহায্য চাইবেন । সম্ভব হলে সপ্তাহে ৩০ মিনিট একান্ত ভাবে আল্লাহকে ডাকুন ।

আজকে আমরা শিখব ও জানব

  1. ওরাকল কী ?কোথায় কোথায় এর ব্যবহার করা হয়
  2. কাদের জন্য ওরাকল এবং কারা শিখতে পারবে,শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে ?
  3. শিখলে চাকুরি ক্ষেত্র কেমন ?

চলুন জেনে আসি

প্রশ্ন : ওরাকল কী ?কোথায় কোথায় এর ব্যবহার করা হয়


উত্তর : সংক্ষেপে বলি ওরাকল হচ্ছে ডাটাবেজ সফটওয়্যার এটি তৈরী করা হয়েছে ডেটা সংরক্ষন  ও নিরাপত্তা বিধানের করার জন্য ।  । পৃথিবীতে বর্তমানে  একমাত্র ওরাকলই ডেটাবেজ সফটওয়্যার নিমার্তা কোম্পানী । ওরাকল কোম্পানীর প্রোগ্রাম সবর্ত্র ‌ব্যবহার হচ্ছে এবং একটি শক্তিশালী ডেটাবেজ প্রোগ্রাম হিসাবে সবর্ত্র ব্যবহার হচ্ছে। । ORACLE এ RDBMS(RELATIONAL DATABASE MANAGEMENT SYSTEM) support করে বর্তমানে ওরাকলের ১২সি ভার্সন বাজারে আসছে

  • Oracle zero % data loss.
  • User friendly
  • Oracle যেকোন Platform এ সম্বব // Window, Linux

ব্যবহার ক্ষেত্র: সরকারী- বেসরকারী ব্যাংক,বিভিন্ন শিন্প কলকারখানা,গার্মেন্ট-ফ্যাক্টরি,মোবাইল অপাটের ইত‌্যাদি

প্রশ্ন : কাদের জন্য ওরাকল এবং কারা শিখতে পারবে,শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে ?


উত্তর : সবার জন‌্য ওরাকল ?ওরাকল কাজ সবাই শিখতে পারবে ..চাকরিতে  পড়ালেখার নূন্যতম B.sc চায় ,ডেভেলপমেন্ট ক্ষেত্রে আপনি নিজেই বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে আয় করতে পারেন,ভেন্ডর সার্টিফিকেট নিতে পারলে ত কথাই নাই

প্রশ্ন :শিখলে চাকুরি ক্ষেত্র কেমন ?

যেহেতু অনেক বড় ধরনের ব্যাপার-সেপার //চাকুরীর ক্ষেত্র এখন অনেকটাই খালি এই কারণে প্রথমে বলেছি .নিজেকে ১লক্ষ লোকের মধ্যে আলাধা ভাবুন .

আজ আর পারবো না । সবাই ঘুমাচ্ছে আমি শুধু জেগে জেগে আপনাদের জন্য টিউন তৈরী করছি এখন রাত ৪:১২ মিনিট একটু পরে ফজরের আযান দিবে ..এখানে সর্ম্পুন লেখা আমি লিখেছি কোথাও থেকে কপি পেষ্ট করি নাই । ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন এবং ভুল ধরে দিবেন আমি অন্যদের মত সাজিয়ে লিখতে পারি না । আপনাদের মতামতের ভিত্তিতে আগামি টিউন হবে..অবশ্যই কেমন লাগছে বলবেন । সবাইকে ধন্যবাদ

 FACEBOOK : FACEBOOK
EMAIL:[email protected]
আল্লাহ্ হাফেজ

Level 0

আমি মো রহিম উদ্দিন সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am always simple and enjoy simple life, try to create a unique engineer in Bangladesh Specially Oracle Track


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank u vai !

সোহাগ bhi nice tune.. go ahead..

welcome saiful71 # জাহিদ পাপ্‌পু ..hm continue korar echa ase

Thanks shohag vai..

Thanks shohag vai..

Level 0

কাজের টিউন। ২ টা টিউনই অনেক ভালো হয়েছে। চালিয়ে যান 🙂

thanks shohag bhai ..apnar nm o shohag amr name o shohag ..valo lagse sobr.echa dekhe

Level 0

ভাই, দোয়া করিএন যেন আপনার ঐ ১ জন ওরাকল ইঞ্জিনিয়িার এর মধো আমি ও থাকি। ভাই, টিউন ভাল হচ্ছে। চালিয়ে জান।

Level 0

আমি শিখতে আগ্রহী, এবং আপনার সাথে সবসময় আছি এবং থাকব “ইনশা আল্লাহ”। ধন্যবাদ

চমকপ্রদ তথ্যগুলির জন্য আপনাকে ধন্যবাদ।আশা করবো অন্যের জন্য সাহায্য মূলক এই মনভাব আপনার সব সময় থাকবে ।

Level 0

carry on bro !!

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ!!!
আপনার এই প্রচেষ্টার জন্য আমরা আশার আলো দেখতে পাইতাছি টিউন চালিয়ে যান।
আপনার এই রাত্রি যেগে লেখা সুফল আনিবে আমাদের মাঝে ।
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন!

Level 0

shohag vhai ami ai matro apner tune ta porlam. onek valo lagesa. ar upor kon book ta valo hobe janaben. thanks

Level 0

shohag vhi plz tune stop koiren na. calia jan plz