Bismillah Hir Rahmanir Rahim, সকলকে শুভেচ্ছা
Oracle 10g installation পর্বের পর আজকে আমরা দেখব SQL statements কিভাবে execute করব কোথায় করব?
আমরা দু ভাবে করতে পারি
ISQL plus এমন একটা utility যার মাধ্যমে sql এবং pl/sql execute করা যায়।
যে কোন web browser open করে url এ লিখতে হবেঃ নিজের compute_name:5560/isqlplus লিখে enter দিতে হবে। নিচের মত screen পাবেন
then user name:hr password: installation এর সময় যেটা দেয়া হয়েছে।
বিঃদ্রঃ কিভবে Oracle 10g install করব তা এখানে দেখুন।
তারপর নিচের code লিখেexecute এ click করুন।
select table_name from user_tables; // press enter
নিচের মত result পাবেন।
Oracle 10g install করার পর Desktop এ Shortcut তৈরি হবে
Double click করলে সেখানে user name: hr password: hr দিয়ে enter
SQL> select table_name from user_tables;
লিখে enter দিলে hr user এর ৭ টা tables এর নাম পর্যায় ক্রমে দেখাবে
SQL হচ্ছে Structured Q uery Language এর সংিক্ষপ্ত রূপ । Query শ ব্দের অর্থ তল্লাসি করা। যে language এর সাহায্যে database এর data কে খুঁজাখুঁজি করে বের করা যায় তাকেই Structured Query Language বলে।
আমরা এই SQL statements গুলো দেখব Oracle 10g' র ভিত্তিতে। এই statements গুলো দিয়ে Oracle 10g তে কিভাবে কাজ করব তাই হবে পরবর্তী Tunes গুলোর বিষয়।
যেমন আমি দেখতে চাই HR user'র কয়টা Tables আছেঃ
SQL> select table_name from user_tables; // press enter
hr user এর ৭ টা tables এর নাম পর্যায় ক্রমে দেখাবে।
আজকে এ পর্যন্ত। পরে আবার দেখা হবে। সামনে আমরা isql plus দিয়েই কাজ করব।
Allah হাফেজ।
আমি আমিমুল ইহসান শাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
অনেক কিছু জানতে পারলাম । এরকম টিউন আরো চাই ।