ফ্রিতেই Chat GPT-4 ব্যবহার করুন

টিউন বিভাগ ওপেন সোর্স
প্রকাশিত
জোসস করেছেন
Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা Chat GPT নামটি শুনেন নাই এমন মানুষ হয়ত খুব কম সংখ্যক আছে। কারণ বর্তমানে সেরা জনপ্রিয়তা আর কাজ দেখিয়ে সারা ফেলা একমাত্র Ai টুলস হলো এই Chat GPT বট। এটি একটি আই এল পি (Artificial Intelligence Language Model) প্রজেক্ট যা OpenAI দ্বারা বানানো হয়েছিল। এই বছরেই OpenAI বলেছিলো যে GPT-3 এর আপডেট ভার্সন আনবে, অর্থাৎ GPT-4, নামে নতুন, আরো বুদ্ধি সম্পূর্ণ আরো ভালো প্রজেক্ট আনা হবে। এটি সাধারণত Chat GPT-3 এর থেকে আরও অনেক বেশি ক্ষমতা এবং জ্ঞান সম্পূর্ণ হবে যা পূর্বের chat GPT তুলনায় বেশি ভাগ উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হবে।

GPT-3.5 হলো "Generative Pre-trained Transformer 3.5" এর সংক্ষেপণ, এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে। এই মডেল বিভিন্ন সমস্যার উদাহরণ দেওয়া হলে তা ব্যাখ্যা করতে সক্ষম, বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতেও সক্ষম, অনেক বড়ো প্রবন্ধ লেখা সম্পর্কে ধারণা দিয়ে সাহায্য করতে পারে, আপনার সাথে বিভিন্ন বিষয়ে চ্যাট করতে সক্ষম, এবং আরো অনেক কিছু করতে পারে এই Chat GPT-3.5। GPT-3.5 একটি প্রযুক্তিগত উন্নয়ন সফটওয়্যার অ্যাপ্লিকেশনে, যেমন চ্যাটবট, অটোমেটেড প্রতিক্রিয়া, নির্দেশনা সিস্টেম, অনুবাদ সেবা, ভ্রমণ শিক্ষা, গেইম ডিজাইন, এবং আরও অনেক কিছু।

Chat GPT-4 এর ফিচারগুলো কি কি?

GPT-4 একটি সাধারণত AI মডেল হিসেবে তৈরি, তার বিশেষ ফিচারগুলো এখানে তালিকাভুক্ত করা হলো:

  1. বিস্তারিত বোঝানোর ক্ষমতা: GPT-4 অন্যান্য GPT মডেলের চেয়ে আরও বড়ো বিষয় বোঝাতে সক্ষম। এটি ডকুমেন্ট, প্যারাগ্রাফ, বাক্য বা শব্দ অনেক বড়ো আকারে ধারণা দিয়ে বোঝাতে পারে।
  2. মাল্টিলিংগুয়াল: GPT-4 পৃথিবীর যেকোনো ভাষায় কথা বলতে পারে। এটির বিভিন্ন ভাষার লেখা পদ্ধতি, বাক্য গঠন এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম ভাবে প্রশ্নের সঠিক উত্তর করতে পারে।
  3. পার্সনালাইজড সেবা: GPT-4 ব্যবহারকারীদের পার্সনালাইজড সেবা প্রদান করতে পারে। এটি ব্যবহারকারীদের সন্তুষ্টির উপরে ভিত্তি করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যক্তিগতকৃত সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারে।
  4. সন্তুষ্টিপূর্ণ টেক্সট জেনারেশন: GPT-4 সংক্ষিপ্ত সম্পর্কিত প্রশ্ন ও উত্তরের জন্য নতুন, সুন্দর এবং সঠিক টেক্সট জেনারেট করতে পারে।
  5. জ্ঞানের প্রচুর ধারণা: GPT-4 বিভিন্ন বিষয়ের উপরে বিস্তারিত জ্ঞান ধরে রাখতে পারে, যাতে প্রশ্নের উত্তর দেওয়ার সময় সঠিক তথ্য প্রদান করতে পারে। এটি ইউজারদের জন্য অনেক ভালো একটি মাধ্যম।

কীভাবে Chat GPT-4 ফ্রিতেই ব্যবহার করবেন?

১. Chat GPT-4 ফ্রি ব্যবহার করার জন্য Poe Website টিতে ভিজিট করুন। ওয়েবসাইট লিংক টিউনের শেষে দিয়ে দিবো।

২. এবার সর্বপ্রথম আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনারা চাইলে Register Option ক্লিক করে আপনাদের ইনফরমেশন দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিতে পারছেন। এছাড়া আপনারা গুগল অথবা অ্যাপেল অ্যাকাউন্ট দ্বারাও এখানে খুব সহজেই একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আপনারা গুগল দ্বারাই খুব সহজেই একটি অ্যাকাউন্ট করে নিবেন।

৩. Poe Website অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনারা নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। এবার আপনার বাম কোণের একদম উপরে থ্রি-ডট মেনুবারে ক্লিক করবেন।

৪. তারপর আপনারা Your Bots অপশন টিতে ক্লিক করবেন।

৫. এবার একটু লোডিং হবে আপনারা অপেক্ষা করবেন। তারপর একটি নিচেই Chat GPT-4 নামে একটি বট দেখতে পাবেন। সেই Chat GPT-4 টুলস টাতে ক্লিক করুন।

৬. তারপর দেখুন বন্ধুরা আমরা কিন্তু Chat GPT-4 এর ফ্রি এক্সেস পেয়ে গেছি। আপনারা চাইলে এভাবেই Chat GPT-4 ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।

 

Poe

Official Website @ Poe

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে ফ্রিতেই Chat GPT-4 ব্যবহার করবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস