কম রেটে কথা বলুন আপনার ইউকে বন্ধুর সাথে ও হয়ে যান একটি ইংল্যান্ডের মোবাইল নাম্বারের মালিক

সবাই কেমন আছেন আশা করি ভালই। আমার প্রথম টিউনে আপনাদেরকে স্বাগত জানাই ।আজকে আমি আপনাদেরকে মজার একটি টিপস দিব ।আর তাহল : আমাদের কাছের মানুষ বা আত্বীয় স্বজনদের মধ্যে অনেকে আছে ইংল্যান্ডে/লন্ডনে বাস করে। আর তারা যখন আপনার কাছে ফোন করে তখন অনেক টাকা কাটে ।এমন হলে কেমন হয় যদি আপনার পরিচিত লোকটি একটি ইংল্যান্ডের নাম্বারে ফোন করে তাহলে আপনার সাথে কম রেটে কথা বলতে পারবে। চলুন দেখি কিভাবে ইংল্যান্ডের নাম্বার কিভাবে পাবেন।

  • প্রথমে এই লিংকেগিয়ে রেজিষ্টশন করুন ঠিক ছবির মত করে ।
  • এখন Click to get a Number এ ক্লিক করুন ।
  • তারপর(১) sppiko registration এ বা আপনার (২) ফেসবুক আইডি দিয়েও সাইন আপ করতে পারেন ।আমি এখন নাম্বার ১ দিয়ে রেজিষ্টেশন করব ।
  • Spikko registration এ ক্লিক করে ফ্রমটি ফিলাপ করে Finnish registrerd e click করুন ।
  • এইবার দেখেন Your new local UK number is

    076-24-198098

কাজ শেষ ।এখন আপনাকে যে কোন দেশ থেকে আপনাকে এই নাম্বারে কল দিলে আপনার বাংলাদেশের নাম্বারে কল যাবে ।বিশেষ করে ইংল্যান্ড থেকে কেউ এই নাম্বারে কল দিলে আপনার সাথে সারা দিন কথা বলতে পারবে ।আর আপনি ট্রাই হিসাবে বাংলাদেশী কোন নাম্বার দিয়ে কল দিলে কল ঢুকবে ঠিক কিন্তু একটু পর থেকে আপনার মোবাইল থেকে অটো টাকা কাটা শুরু করে দিবে ।তো আর কি নিয়ে আমার মত একটি ইংল্যান্ডের নাম্বার ।

প্রথম প্রকাশিত এই সাইটে

Level 0

আমি nilacholbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লেখা জমা দিয়ে জিতে নিন ফ্রি টক টাইম! visit http://www.tunerbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai, bd takay ph dilay incoming a taka katbo. Bt UK takay ph dilay ki incoming free?

Level 0

is there any way to call Saudi Arabia for free or low cost?

ভাই, প্রথম প্রথম ওই ইংল্যান্ড এর নাম্বার এ ফোন করলে বাংলাদেশের নাম্বার এ ডাইভারট হয়। কিন্তু কিছুদিন পর আর কাজ করে না।

Level 0

ধন্যবাদ কমেন্টের জন্য ।
আর কথায় আছে সস্তা কাঠাঁলের তিন দোষ …ফ্রি আর কয়দিন থাকবে বলা যায়না ।আর কেউ নাম্বার পেলে বিডি থেকে বার বার ও লং টাইম কল দিয়ে রাইখেন না ।অটোমেটিক টাকা কেটে নিবে।

Level 0

টাইম পেলে ওকি দিন আরেকটি নতুন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাইটে……www.tunerbd.com

ভাই, এইটা নিয়া একটা টিউন হইছে, আমি ই করছিলাম মনে অয় 🙁 https://www.techtunes.io/internet/tune-id/70397/

Level 0

daruun, americar kuno site thakle den plz

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই
আমার গ্রুপ কম্পিউটার সমস্যার সমাধান পেতে
যোগদান করতে পারেন।http://www.facebook.com/groups/pchelpcenter/

Level 2

থ্যাংকস @ nilacholbd ভাই আগে শেয়ার করার জন্য। আমি আজকে এটা নিয়ে এখন টিউন করতাম । GP P3 Use করি তো তাই করা হয়নি। গত ৩ দিন আগে আমি গুগল অ্যাড থেকে লিঙ্ক টা পাই।

ইউ.কে তে বসবাসরত ভাইদের বলছি, এই সার্ভিসিটি ব্যবহার করে আমি কয়েক মাস আগে বোকা বনেছি। বহু আগে রাজু ভাইয়ের এরকম একটি টিউন পড়ে লন্ডন থেকে আমার এক বন্ধুর নাম্বার Spikko – তে সেট করে ফোন দেই। ১১ মিনিট কথাও বললাম কিন্তু আমার ৬ পাউন্ড বিল উঠে গেল। তখনি বুঝলাম এই সার্ভিস ইউ.কে থেকে সব মোবাইল বা ল্যান্ড ফোনের জন্য না। ব্যক্তিগতভাবে আমি 3 নেটওয়ার্ক এর subscriber। তাই Vodafone, Virgin, T-Mobile, O2 কিংবা ল্যান্ডফোন থেকে কল করার ফলে পাউন্ড কাটবে কিনা বলতে পারছিনা।

আর আমার মতে ইউ.কে তে এরকম ফ্রি সার্ভিস দেয়ার প্রশ্নও আসেনা। কারণ এরকম ফ্রি সার্ভিস থাকলে মানুষ কখনই এত এত পাউন্ড খরচ করে কলিং কার্ড কিনতোনা দেশে ফোন করার জন্য। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। ইউ.কে বসবাসরত ভাইদের সাবধান করাই ছিল আমার মূল উদ্দেশ্য। এই সার্ভিস ‍অনুসারে দেশে অবস্থানরত কারো ইউ.কে নাম্বার পাওয়ার পর তাঁর নাম্বারে ফোন করার পূর্বে একবার ভালোমত যাচাই করে একবার ফোন করবেন। ধন্যবাদ সবাইকে।