মুক্ত সফটওয়্যারের সুবিধা

আজ সফটওয়্যার মুক্তি দিবস। তাই মুক্ত সফটওয়্যারের সুবিধার কথা তুলে ধরলাম। আসলে এটা লিখেছেন: রিচার্ড স্টলম্যান, আমি অনুবাদ করলাম। আজকে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের বিস্তারিত টিউনের শেষে:

মুক্ত সফটওয়্যারের সুবিধা

মুক্ত সফটওয়্যার আন্দোলনের বাইরের লোকেরা প্রায়ই মুক্ত সফটওয়্যারের প্রায়োগিক সুবিধার কথা জিজ্ঞেসা করেন। এটা একটা আজগুবি প্রশ্ন।
মুক্ত-নয়এমন সফটওয়্যারগুলো আপনার স্বাধীনতাকে অস্বীকার করে, এজন্যই খারাপ। কাজেই, মুক্ত সফটওয়্যারের প্রায়োগিক সুবিধা জিজ্ঞাসা করা আর হাতে ডান্ডাবেড়ি/হ্যান্ডকাফ না থাকার সুবিধা জিজ্ঞাসা করা প্রায় একই কথা। সত্যিই ডান্ডাবেড়ি না পরার কিছু সুবিধা আছে:

  • আপনি একটা সাধারণ শার্ট পরতে পারবেন।
  • মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে কোন রকম এলার্ম না বাজিয়েই যেতে পারবেন।
  • গাড়ি চালানোর সময়ে এক হাত স্টিয়ারিং-এর উপরে রেখে অন্য হাতে গিয়ার পরিবর্তন করতে পারবেন।
  • বেসবল বল ছুড়তে/পিচ করতে পারবেন।
  • পিঠে ঝুলানো ব্যাগ - ব্যাকপ্যাক বহন করতে পারবেন।

আরো অনেক সুবিধা খুঁজে বের করা যাবে, কিন্তু হাতে ডান্ডাবেড়ি না পরার সপক্ষে কি আপনাকে এই সুবিধাগুলো বলে দিতে হবে? সম্ভবত না, কারণ আপনি বুঝেন যে আপনার স্বাধীনতা এখানে হুমকীর মুখে।
যখন আপনি বুঝতে পারবেন যে, মুক্ত-নয় এমন সফটওয়্যার ব্যবহার করে আপনি কী হারানোর ঝুঁকিতে আছেন, তখন আপনি আর মুক্ত সফটওয়্যারের প্রায়োগিক সুবিধার কথা জিজ্ঞেস করবেন না।

সূত্র: http://www.gnu.org/philosophy/practical.html

সফটওয়্যার মুক্তি দিবস ২০১১ এর অনুষ্ঠানের বিস্তারিত

সফটওয়্যার মুক্তি দিবস-২০১১

সময়: ১৭ই সেপ্টেম্বর ২০১১, শনিবার

স্থান: প্রেসিডেন্সী ইউনিভার্সিটি, বনানী ক্যাম্পাস

১০, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী ঢাকা।
(কাকলী বাসস্ট্যান্ডের পাশেই বনানী পোস্ট অফিস, তার পাশেই ইউনিভার্সিটি পাড়াতে এটার অবস্থান; প্রবেশদ্বার পেছনের রাস্তায়)

পৃথিবীর বিভিন্ন দেশের মত এবার বাংলাদেশেও সফটওয়্যার মুক্তি দিবস পালিত হচ্ছে। এই আয়োজনে থাকছে শিক্ষনীয় ও ইতিহাসভিত্তিক পোস্টার ও ব্যানার প্রদর্শনী, টেকনিক্যাল সাপোর্ট ডেস্ক, লিনাক্স ইনস্টলেশন বুথ এবং মুক্ত সফটওয়্যার সংগ্রহের সুবিধা (সিডি/ডিভিডি/পেনড্রাইভ)। এছাড়াও আয়োজনস্থলে চলতে থাকবে বিভিন্ন মুক্ত সফটওয়্যার ব্যবহার করে প্রয়োজনীয় কাজ করার প্রশিক্ষণমূলক সেমিনার।

বিষয়ভিত্তিক সেমিনার তালিকা

১০:৩০ - ১১:৩০ - "সফটওয়্যার মুক্তি দিবস" নিয়ে রিচার্ড স্টলম্যানের বক্তৃতার ভিডিও চিত্র (বাংলায় ডাবিংকৃত)

১১:৩০ - ১২:০০ - লিনাক্স ইনস্টলেশন পদ্ধতি
মোঃ আশিকুর নুর (এশিয়ান ইউনিভার্সিটি, কম্পিউটার সায়েন্স, ৪র্থ বর্ষ)

১২:০০ - ১২:৩০ - লিনাক্সে ইন্টারনেট সেট করা
সাজেদুর রহিম জোয়ারদার, তথ্যপ্রযুক্তি বিষয়ক পরামর্শক এবং মহাসচিব, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ

১২:৩০ - ১৩:০০ - GIMP দিয়ে ছবি এডিট করা
সোহানুর রহিম জোয়ারদার, বাংলাদেশ-জার্মান কারিগরী প্রশিক্ষন কেন্দ্র, প্লাম্বিং এবং পাইপ ফিটিংস, দশম শ্রেণী

১৪:০০ - ১৫:০০ - বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী

১৫:০০ - ১৫:৩০ - LibreOffice ব্যবহার করে প্রতিবেদন এবং উপস্থাপনা তৈরী
. মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, সহকারী অধ্যাপক, প্রেসিডেন্সী ইউনিভার্সিটি এবং তথ্য ও গবেষণা সচিব, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ

১৫:৩০ - ১৬:০০ - LibreCAD ব্যবহার করে প্রকৌশল নকশা ও অংকন করা
. মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, সহকারী অধ্যাপক, প্রেসিডেন্সী ইউনিভার্সিটি এবং তথ্য ও গবেষণা সচিব, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ

১৬:০০ - ১৬:৩০ - Inkscape দিয়ে ছবি এডিট করা
সোহেল শাহেদ, স্বত্বাধিকারী, আর এস গ্রাফ লিমিটেড

১৬:৩০ - ১৭:০০ - লিনাক্স ব্যবহার করে দৈনন্দিন কার্যসিদ্ধি
জেড এম মেহেদী হাসান, ম্যানেজিং ডিরেক্টর, ডিজিটাল ওয়াচ লিমিটেড এবং সভাপতি, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ

১৭:০০ - ১৭:৩০ - জিনি, একলিপ্স আর নেটবিনস ব্যবহারে পিএইচপি, জাভা আর এনড্রয়েড এপস ডেভেলপিং
নাফিউর রহমান রমিম, সিনিয়র প্রোগ্রামার, বিজেআইটি লিমিটে এবং কার্যকরী পরিষদের সদস্য, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ

--

রেডিও গুনগুন এই অনুষ্ঠান সম্পর্কে প্রচার করবে। BDOSN (বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়র্ক) এর একটা টিম দুপুরের দিকে এসে যোগ দেয়ার কথা।

সকলে সবান্ধব আমন্ত্রিত।

Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শামিম ভাই আপনাকে অশেষ ধন্যবাদ । আমি দেশে থাকলে অবশ্যই সেমিনারে যোগ দিতাম ।

সব ঢাকায় হয়। যামুনা, মন খারাপ অতি

ভাল লাগল। যাওয়ার চেস্টা করব।

    @নতুন পন্ডিত: ধন্যবাদ ভাই, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রথমে টাইম মেশিনটা ভাড়া করেন। 🙂

শামীম সাহেব, অনুষ্ঠানের সময়সূচী টিটিতে আগে থেকে জানিয়ে দিলে খুব ভাল হত। আমি অনুষ্ঠানে গিয়েছিলাম তবে অনেক দেরিতে। আমি যখন যাই তখন আপনি লিব্রা অফিস নিয়ে আলোচনা শুরু করেন। এর আগের সেশন গুলো আমি মিস করি। তবে ওগুলো আমার জন্য খুব দরকারি ছিল। বিশেষ করে “লিনাক্স ইনস্টলেশন পদ্ধতি ও লিনাক্সে ইন্টারনেট সেট করা”। আশা করি পরের অনুষ্ঠানে সময় মত যেতে পারব।

    @রউফ আলম: আপনার অংশগ্রহণের জন্য ধন্যবাদ। ইলিয়াস ভাই কিংবা আশিকুর নুর এর বেশ কয়েকদিন আগে টিটিতে পোস্ট দিয়েছিলেন বলে এইখানে আমি আর খোঁজ খবর রাখিনি। তাছাড়া বিস্তারিত প্রোগ্রামের সূচীটাও মাত্র দুই দিন আগে তৈরী করা হয়েছিলো। আশা করছি আগামীতে এমন কোনো আয়োজনে আপনাকে ইমেইলে খবর জানাবো (আমাকে ইমেইলটা জানিয়ে দিয়েন mmhzaman এট জিমেইল ডট কম-এ)।
    আর আপনার বাসা থেকে আমি খুব বেশি দুরে থাকি না (পান্থপথে বসুন্ধরা সিটির ঠিক পেছনের গলিটা যেখানে গ্রীনরোডে বেরিয়েছে তার কাছে)। সামনের বন্ধের দিনে সময় করে আর একটা ফোন দিয়ে (০১৭৩১ ২১৬ ৪৮৬) চলে আসুন; দেখিয়ে দিতে পারবো আশা করছি।

      @শামীম: ধন্যবাদ আপনাকে এই সাপোর্টা দেয়ার জন্য। আসলেই এই সাপোর্টা আমার খুব দরকার।
      .
      অনুষ্ঠানের দিন আমি একটা লিনাক্স মিন্ট ১১ সংগ্রহ করি। প্রথমবারের মত লিনাক্স মিন্ট ১১ ইনিষ্টল করার চেষ্টা করেছিলাম। কিন্তু সফল হয়নি। সমস্যা হল, লিনাক্স মিন্ট ১১ ডিভিডিটা আমার আসুস ডিভিডি রাইটারে ঢুকানোর পর লাইভ সিডি ওপেন হয়। এরপর আমি “ইনিষ্টল লিনাক্স মিন্ট” আইকনে click ও করি। এরপর দীর্ঘক্ষণ আর কিছু হয়না (প্রায় ২০ মিনিট)। শুধুমাত্র মাউস নাড়ালে স্ক্রিনা কাপাকাপি করে!!
      .
      সমস্যাটা আমি ফোরাম.লিনাক্সদেশ এ জানাই। ফোরাম থেকে আমাকে সমাধানটাও বলে দেয় টরেন্ট থেকে iso ডাউনলোড করে বুটেবল পেনড্রাইভ ব্যবহার করে ইনিষ্টল করার জন্য, তবে পুরো প্রক্রিয়াতে আমি গুবলেট পাকিয়ে ফেলছি।
      .
      মাস খানিক আগে আমি একবার ড্রাইভ নিয়েছিলাম লিনাক্স মিন্ট ১০ ইনিষ্টল করার জন্য। টরেন্ট থেকে ডাউনলোড করে সিডিতে বার্নও করেছিলাম। কিন্তু আমি সফল হইনি। সমস্যাটা কী করেছিলাম তাও ধরতে পারিনি। খুব সম্ভবত ঠিক মত বার্ন করতে পারিনি অথবা বাগ রীমুভ করতে পারিনি। আচ্ছা এই ‘বাগ” জিনিসটা কী?
      .
      আসছে শুক্রবার(২৩.০৯.১১) আমি ফ্রী থাকব। আপনি যদি শুক্রবার ফ্রী থাকেন তবে আমি সেদিন আপনার সাথে দেখা করতে আসব। তবে তার আগে বৃহশপতিবার সন্ধায় আপনাকে ফোন করে প্রোগ্রাম সেট করে নিব। আপনার ফোন নম্বটা আমি সেভ করে নিয়েছি।
      .
      Once again thank you very much for this support.

মুক্ত সফটওয়্যারের প্রতি পুর্ন সমর্থন রাখি।