আজ সফটওয়্যার মুক্তি দিবস। তাই মুক্ত সফটওয়্যারের সুবিধার কথা তুলে ধরলাম। আসলে এটা লিখেছেন: রিচার্ড স্টলম্যান, আমি অনুবাদ করলাম। আজকে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের বিস্তারিত টিউনের শেষে:
মুক্ত সফটওয়্যার আন্দোলনের বাইরের লোকেরা প্রায়ই মুক্ত সফটওয়্যারের প্রায়োগিক সুবিধার কথা জিজ্ঞেসা করেন। এটা একটা আজগুবি প্রশ্ন।
মুক্ত-নয়এমন সফটওয়্যারগুলো আপনার স্বাধীনতাকে অস্বীকার করে, এজন্যই খারাপ। কাজেই, মুক্ত সফটওয়্যারের প্রায়োগিক সুবিধা জিজ্ঞাসা করা আর হাতে ডান্ডাবেড়ি/হ্যান্ডকাফ না থাকার সুবিধা জিজ্ঞাসা করা প্রায় একই কথা। সত্যিই ডান্ডাবেড়ি না পরার কিছু সুবিধা আছে:
আরো অনেক সুবিধা খুঁজে বের করা যাবে, কিন্তু হাতে ডান্ডাবেড়ি না পরার সপক্ষে কি আপনাকে এই সুবিধাগুলো বলে দিতে হবে? সম্ভবত না, কারণ আপনি বুঝেন যে আপনার স্বাধীনতা এখানে হুমকীর মুখে।
যখন আপনি বুঝতে পারবেন যে, মুক্ত-নয় এমন সফটওয়্যার ব্যবহার করে আপনি কী হারানোর ঝুঁকিতে আছেন, তখন আপনি আর মুক্ত সফটওয়্যারের প্রায়োগিক সুবিধার কথা জিজ্ঞেস করবেন না।
সূত্র: http://www.gnu.org/philosophy/practical.html
সফটওয়্যার মুক্তি দিবস-২০১১
সময়: ১৭ই সেপ্টেম্বর ২০১১, শনিবার
স্থান: প্রেসিডেন্সী ইউনিভার্সিটি, বনানী ক্যাম্পাস
১০, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী ঢাকা।
(কাকলী বাসস্ট্যান্ডের পাশেই বনানী পোস্ট অফিস, তার পাশেই ইউনিভার্সিটি পাড়াতে এটার অবস্থান; প্রবেশদ্বার পেছনের রাস্তায়)
পৃথিবীর বিভিন্ন দেশের মত এবার বাংলাদেশেও সফটওয়্যার মুক্তি দিবস পালিত হচ্ছে। এই আয়োজনে থাকছে শিক্ষনীয় ও ইতিহাসভিত্তিক পোস্টার ও ব্যানার প্রদর্শনী, টেকনিক্যাল সাপোর্ট ডেস্ক, লিনাক্স ইনস্টলেশন বুথ এবং মুক্ত সফটওয়্যার সংগ্রহের সুবিধা (সিডি/ডিভিডি/পেনড্রাইভ)। এছাড়াও আয়োজনস্থলে চলতে থাকবে বিভিন্ন মুক্ত সফটওয়্যার ব্যবহার করে প্রয়োজনীয় কাজ করার প্রশিক্ষণমূলক সেমিনার।
বিষয়ভিত্তিক সেমিনার তালিকা
১০:৩০ - ১১:৩০ - "সফটওয়্যার মুক্তি দিবস" নিয়ে রিচার্ড স্টলম্যানের বক্তৃতার ভিডিও চিত্র (বাংলায় ডাবিংকৃত)
১১:৩০ - ১২:০০ - লিনাক্স ইনস্টলেশন পদ্ধতি
মোঃ আশিকুর নুর (এশিয়ান ইউনিভার্সিটি, কম্পিউটার সায়েন্স, ৪র্থ বর্ষ)
১২:০০ - ১২:৩০ - লিনাক্সে ইন্টারনেট সেট করা
সাজেদুর রহিম জোয়ারদার, তথ্যপ্রযুক্তি বিষয়ক পরামর্শক এবং মহাসচিব, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ
১২:৩০ - ১৩:০০ - GIMP দিয়ে ছবি এডিট করা
সোহানুর রহিম জোয়ারদার, বাংলাদেশ-জার্মান কারিগরী প্রশিক্ষন কেন্দ্র, প্লাম্বিং এবং পাইপ ফিটিংস, দশম শ্রেণী
১৪:০০ - ১৫:০০ - বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী
১৫:০০ - ১৫:৩০ - LibreOffice ব্যবহার করে প্রতিবেদন এবং উপস্থাপনা তৈরী
ড. মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, সহকারী অধ্যাপক, প্রেসিডেন্সী ইউনিভার্সিটি এবং তথ্য ও গবেষণা সচিব, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ
১৫:৩০ - ১৬:০০ - LibreCAD ব্যবহার করে প্রকৌশল নকশা ও অংকন করা
ড. মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, সহকারী অধ্যাপক, প্রেসিডেন্সী ইউনিভার্সিটি এবং তথ্য ও গবেষণা সচিব, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ
১৬:০০ - ১৬:৩০ - Inkscape দিয়ে ছবি এডিট করা
সোহেল শাহেদ, স্বত্বাধিকারী, আর এস গ্রাফ লিমিটেড
১৬:৩০ - ১৭:০০ - লিনাক্স ব্যবহার করে দৈনন্দিন কার্যসিদ্ধি
জেড এম মেহেদী হাসান, ম্যানেজিং ডিরেক্টর, ডিজিটাল ওয়াচ লিমিটেড এবং সভাপতি, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ
১৭:০০ - ১৭:৩০ - জিনি, একলিপ্স আর নেটবিনস ব্যবহারে পিএইচপি, জাভা আর এনড্রয়েড এপস ডেভেলপিং
নাফিউর রহমান রমিম, সিনিয়র প্রোগ্রামার, বিজেআইটি লিমিটে এবং কার্যকরী পরিষদের সদস্য, ফাউন্ডেশন ফর ওপেনসোর্স সলিউশনস বাংলাদেশ
--
রেডিও গুনগুন এই অনুষ্ঠান সম্পর্কে প্রচার করবে। BDOSN (বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়র্ক) এর একটা টিম দুপুরের দিকে এসে যোগ দেয়ার কথা।
সকলে সবান্ধব আমন্ত্রিত।
আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D
শামিম ভাই আপনাকে অশেষ ধন্যবাদ । আমি দেশে থাকলে অবশ্যই সেমিনারে যোগ দিতাম ।