ফায়ারফক্সকে রাঙিয়ে নিন

জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্স সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ফায়ারফক্সকে রাঙিয়ে তুলতে অনেকে এ্যাড-অন্স থীম ইনষ্টল করে থাকে, কিন্তু এতে যায়গা বেশী লাগে এবং পরিবর্তন বা পছন্দ করা বেশ ঝামেলার। কিন্তু আপনি যদি মজিলা ল্যাবের পার্সোনাস এ্যাড-অন্স (৩০ কিলোবাইট) ইনষ্টল করেন তাহলে ইচ্ছামত থীম পরিবর্তন করতে পারবেন কয়েক সেকেন্ডে। এজন্য http://labs.mozilla.com থেকে Personas এ ক্লিক করুন এবং download it এ ক্লিক করে (বা https://labs.mozilla.com/projects/personas/xpi/personas-latest.xpi থেকে সরাসরি) ইনষ্টল করুন। এবপরে ফায়ারফক্স রিস্টার্ট করলে দেখবেন স্ট্যটাসবারের একেবারে বামে একটি শিয়ালের চিহ্ন এসেছে। এই শিয়ালের উপরে ক্লিক করলে থীমের মেনু আসবে। এখন থীমের মেনু থেকে আপনার ইচ্ছামত যেকোন থীমে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার ফায়ারফক্সের থীম পরিবর্তন হয়ে যাবে। আর মূল থীমে ফিরে আসতে Use Default এ ক্লিক করলেই হবে।

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মজিলা ল্যাবের পার্সোনাস এ্যাড-অন্স টি আসলেই চমতকার। মেহেদী ভাইকে অনেক ধন্যবাদ ।

নিলাম রাঙিয়ে। ধন্যবাদ আপনাকে।

খুবই দারুন একটি এডঅন। ডেভেলপার থিমটাই বেশি ভাল লাগল।

বিদিক