ওয়ার্ডপ্রেস ব্লগ সম্পর্কিত কিছু জানতে চাই…

images1.jpg

সবাইকে শুভেচ্ছা। ব্লগ তৈরির জগতে আমি একেবারেই নতুন। গত বছর blogger/blogspot দিয়ে শুরু করলেও কাজ এগোয় নি। কেন যেন নিজের ব্লগটাকে পছন্দ হয় না। আর এখন আমাকে পেয়ে বসেছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এর তৈরি ব্লগগুলোকে অনেক পরিণত ও সমৃদ্ধ মনে হয়। তাই এবার ওয়ার্ডপ্রেসে ব্লগিং শুরু করতে চাই। আপাততঃ ওয়ার্ডপ্রেস.কম এর ফ্রী ব্লগ তৈরি করেছি একটা। কিন্তু ওই যে, মনের আশা মিটে না। এখানে টেম্পলেট ইত্যাদি নিজের ইচ্ছামত যোগ করা যায় না। এখন মনে হচ্ছে, যদি ওয়ার্ডপ্রেস.অর্গ এর ব্লগ তৈরি করতে পারতাম!

কেউ আছেন কি, বিনামূল্যে ওয়ার্ডপ্রেস.অর্গ এর ব্লগ বানাতে সাহায্য করতে পারবেন। কৃতজ্ঞ থাকব।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গুরু (শাকিল ভাই) কিছু বলুন।

Level 0

অদৃশ্য ভাই শাকিল ভাই, মঈন, টিনটিন ভাই ওনাদের সাথে যোগাযোগ করুন।

ওয়ার্ডপ্রেস org দিয়ে ব্লগ বানাতে চাইলে আপনার নিজের হোস্টিং লাগবে (কেনা অথবা ফ্রী) । নিজের ডোমেইন লাগবে (কেনা অথবা ফ্রী)
ফ্রী হোস্টের জন্য http://www.bytehost.com ব্যবহার করতে পারেন ।
ফ্রী ডোমেইনের জন্য co.cc
wamp সার্ভার এবং wordpress আপলোড করে ফ্রী থিম দিয়ে শুরু করে দিতে পারেন ।
আর ব্লগারেতো পছন্দমত টেমপ্লেট ব্যবহার করা যায় । এই দুটো সাইট দেখুন …
http://www.freelancerstory.blogspot.com/
http://www.4techbd.co.cc/

আলমরাজ ভাই, ধন্যবাদ! উনাদের অপেক্ষায় রইলাম। অন্য কোনভাবে কি যোগাযোগ করা যাবে?

কেউ তৈরী করার চেয়ে আপনি নিজে চেষ্টা করুন । আপনার ভালোর জন্যই বলছি । আমি সব সময় এক্সপেরিমেন্ট করি বলে আমি এত কিছু জানতে পেরেছি

ধন্যবাদ ডার্কলর্ড, ওয়ার্ডপ্রেস না হয় নিজে শিখে নেব। কিন্তু এই হোস্টিং এর ব্যাপারটার একটা সমাধান পেলে ভাল হত।

Level 0

অদৃশ্য :- Same problem Boss

ওয়ার্ডপ্রেস org দিয়ে ব্লগ বানাতে চাইলে আপনার নিজের হোস্টিং লাগবে (কেনা অথবা ফ্রী) । নিজের ডোমেইন লাগবে (কেনা অথবা ফ্রী)
ফ্রী হোস্টের জন্য http://www.bytehost.com ব্যবহার করতে পারেন ।
ফ্রী ডোমেইনের জন্য co.cc
wamp সার্ভার এবং wordpress আপলোড করে ফ্রী থিম দিয়ে শুরু করে দিতে পারেন ।
আর ব্লগারেতো পছন্দমত টেমপ্লেট ব্যবহার করা যায় । এই দুটো সাইট দেখুন …
http://www.freelancerstory.blogspot.com/
http://www.4techbd.co.cc/

সজিব ভাই, অনেক ধন্যবাদ!

সকাল থেকে আমার বাসায় বিদ্যূত না থাকায় টেকটিউনস ভিজিট করা হয়নি তাই আপনাকে সহায়তা করতে পারিনি বলে দু:খিত। তবে সজিব যা বলেছে আমি তার সাথে একমত। আপনি তাই করুন।

শাকিল ভাই, হোষ্টিং আর ডোমেইন রেজিস্ট্রেশন সম্পর্কে কিছু আলোকপাত করলে উপকৃত হতাম। বিরক্ত করার জন্য ক্ষমাপ্রার্থী।

আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে অামার ব্লগ সাইটি ভিজিট করে দেখুন। http://bdblog.orgfree.com

আর সজীব ভাই যা যা বলেছেন তা তো লাগবেই তার অাগে অাপনানকে setup প্রক্রিয়া ও ব্লগ সইট edit করা শেখার জন্য অাপনার PC তে XAMPP or any php sever soft setup করে নিতে হবে। তখন অাপনি অাপনার pc তে বসে ব্লগ সাইট edit করে server এ pest করতে পারবেন।

@ অদৃশ্য — ফ্রী ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন(হোস্টিং এর সাথে )। আমরা সাধারনত স্বল্প মুল্যে ভালো হোস্টিং এবং তার সাথে ডোমেইন ফ্রী দিয়ে থাকি।

আমার মনে হয় আপনার ওয়ার্ডপ্রেসের উপর অনেক পড়ালেখা করা দরকার, আমি এটা সেটআপের আগে পরে…….এ সম্পকির্ত অনেক পড়েছি। গুগলে সার্চ দিতে কৃপনতা করি নি।
1. http://hostcell.net/ এ গিয়ে ফ্রি হোস্ট নিন।
2. http://hostcell.net:2082/frontend/x3/index.html এ যান
আমার পরের মন্তব্য দেখুন…