সবাইকে শুভেচ্ছা। ব্লগ তৈরির জগতে আমি একেবারেই নতুন। গত বছর blogger/blogspot দিয়ে শুরু করলেও কাজ এগোয় নি। কেন যেন নিজের ব্লগটাকে পছন্দ হয় না। আর এখন আমাকে পেয়ে বসেছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এর তৈরি ব্লগগুলোকে অনেক পরিণত ও সমৃদ্ধ মনে হয়। তাই এবার ওয়ার্ডপ্রেসে ব্লগিং শুরু করতে চাই। আপাততঃ ওয়ার্ডপ্রেস.কম এর ফ্রী ব্লগ তৈরি করেছি একটা। কিন্তু ওই যে, মনের আশা মিটে না। এখানে টেম্পলেট ইত্যাদি নিজের ইচ্ছামত যোগ করা যায় না। এখন মনে হচ্ছে, যদি ওয়ার্ডপ্রেস.অর্গ এর ব্লগ তৈরি করতে পারতাম!
কেউ আছেন কি, বিনামূল্যে ওয়ার্ডপ্রেস.অর্গ এর ব্লগ বানাতে সাহায্য করতে পারবেন। কৃতজ্ঞ থাকব।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুরু (শাকিল ভাই) কিছু বলুন।