ইউটিউব... বর্তমান অনলাইন জগতে জায়ান্ট এবং বিগ জি নামে খ্যাত গুগলের অসাধারণ একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। ভিডিওর খনিও বলা যেতে পারে একে। প্রত্যেক জ্ঞানপিপাসুর জন্যে মহামূল্যবান ওয়েবসাইট ইউটিউব। সব বিভাগের সকল জ্ঞানপিপাসুর জ্ঞান চাহিদা মেটাতে এর জুড়ি নেই।
ইউটিউবে ডিফল্ট সার্চ রেজাল্টকে আমি কোন মতেই খারাপ বলবো না, তবে এতে যদি নিজের মনের মত কিছু সুবিধা বা ফিচার থাকে যা আপনার সার্চ করার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে দেবে এবং আরো সহজ করে দিবে, তবে কিন্তু মন্দ হয়না। তো আজ মোজিলা ফায়ারফক্সের জন্যে তিনটি এড-অন্স শেয়ার করবো যা ব্যবহারের মাধ্যমে আপনার ইউটিউবে ভিডিও সার্চ করার কাজ আরো সহজে করতে পারবেন এবং সহজেই আপনের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারবেন। তো চলুন থেকে এড-অন্সগুলোতে কি কি সুবিধা আছে...
ইউপপ ফায়ারফক্সের জন্য এমন একটি এড-অন্স যা আপনাকে একটি বিশেষ সুবিধা দিবে। এটি ইন্সটল করা থাকলে ইউটিউবে সার্চ রেজাল্টে থাম্বনেইল বা যেকোনো ইমেজের উপর মাউস নিয়ে গেলে একটি পপ-আপ ওপেন হবে, যাতে আপনি ভিডিওটি ওপেন না করেই ভিডিওটির প্রিভিউ দেখে নিতে পারেন। আপনি ইচ্ছা করলে পপ-আপটিকে ড্র্যাগ করে স্ক্রিনের যেকোনো স্থানে নিয়ে যেতে পারেন। আকারেও বড়-ছোট করতে পারেন।
আপনি যদি নতুন উইন্ডো বা ট্যাব ওপেন না করে পপ-আপেই পুরো ভিডিও দেখতে চান তবে পপ-আপ ওপেন করে স্পেস বার চাপুন, তাতে পপ-আপটি স্টিকি হয়ে যাবে। আর যদি পপ-আপ টিকে বন্ধ করতে চান তবে তার উপরে ডান দিকে X আইকনে ক্লিক করে সেটাকে বন্ধ করে দিতে পারেন।
এটি এখন আমার প্রিয় এড-অন্স গুলোর মধ্যে একটি... কারণ এটি ইউটিউবে সার্চ রেজাল্টকে গ্রিড ডিস্প্লেতে পরিণত করে। এতে করে আপনাকে স্ক্রল কম করতে হবে, এবং আপনি থাম্বনেইলগুলোকে আকারে বড় দেখতে পারবেন। যা আপনাকে বাড়তি সুবিধা দেবে।
গ্রিডটিউব এবং ইউপপ একসাথে ব্যবহারের মাধ্যমে আপনি আরো ভালো ভাবে ইউটিউব ব্যবহার করতে পারবেন... গ্রিড টিউব আপনাকে গ্রিড অপশন কাস্টোমাইজ করার সুবিধাও দেবে। আপনি চাইলে এক রোতে ৫ টা ভিডিও শো করাতে পারেন আবার চাইলে ৪ টাও করাতে পারেন। আবার যদি চান যে প্লেইন লিস্ট দেখবেন তবে সেটাও দেখতে পারবেন।
ইউটিউবে ভালো কোয়ালিটির ভিডিওর পাশাপাশি লো কোয়ালিটির ভিডিও-ও আছে। কিন্তু কেমন হয় যদি আপনি ভিডিও ওপেন না করেই জানতে পারেন যে কতজন ইউটিউব ইউজার ভিডিওটিকে থাম্বস আপ [+] দিয়েছে আর কতজন থাম্বস ডাউন দিয়েছে? নিশ্চই এটি আপনাকে ঝামেলার হাত থেকে বাচাবে... আপনাকে সেই ঝামেলার হাত থেকে বাচানোর জন্যেই এই এডন্স তথা ইউজার স্ক্রিপ্ট বানানো হয়েছে। এই এড-অন্স ব্যবহারের মাধমে আপনি রেজাল্ট পেজেই দেখতে পারবেন যে কতজন ভিডিওটিকে থাম্বস আপ দিয়েছে আর কতজন ভিডিওটিকে থাম্বস ডাউন দিয়েছে...
*এই ইউজার স্ক্রিপ্ট টি রান করতে গ্রিসমাঙ্কি এড-অন্সের প্রয়োজন হবে।
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
পুরাই পাঙ্খা। 😀