আজকাল বিভিন্ন জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে ভিডিও ডাউনলোড করা একটা সাধারন ব্যপার হয়ে দাড়িয়েছে। বিভিন্ন সাইট বা এ্যাডঅন্স এই সুবিধাগুলো দিচ্ছে। কিন্তু বিপত্তি ঘটে যখন জনপ্রিয় নয় এমন কোনো সাইট থেকে ভিডিও ডাউলোড করার দরকার পড়ে। কিছুদিন আগে আমি এরকম একটি সমস্যায় পড়েছিলাম। একটা সাইটে (সাইটটি এখনো খুব একটা জনপ্রিয় না) সুন্দর কিছু ভিডিও দেখছিলাম, হঠাৎ ইচ্ছে হলো ভিডিওগুলো ডাউনলোড করে রাখি। কিন্তু সাইটটি তাদের কোনো ভিডিও ডাউনলোডের অনুমতি দেয়না। তখনি খুজতে শুরু করলাম..........
খুজতে খুজতে পেয়ে গেলাম মজিলার আরেকটি ম্যাজিক অ্যাডঅন, নাম তার- Net Video Hunter !
যখনি আপনি কোনো সাইটে একটি ভিডিও প্লে করবেন তখনি এই অ্যাডঅনটি সেই ভিডিওর লিঙ্কটি ক্যাপচার করবে। এভাবে আপনার প্লে করা প্রতিটি ভিডিওর লিঙ্ক এই অ্যাডঅনের কাউন্টারটিতে(মজিলা ব্রাউজার উইন্ডোর নিচে ডান কোনায়) যুক্ত হতে থাকবে।
তারপর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি ডাউনলোড করতে Net Video Hunter এর আইকটিতে ক্লিক করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করুন।
একই ভাবে এই অ্যাডঅনটি দিয়ে অডিও ফাইলও ডাউনলোড করা যাবে। এতে আরো আছে বিল্টইন ভিডিও প্লেয়ার যেখানে ভিডিওগুলো প্লে করা যাবে। আর কি চাই?
Mozilla Rocks !!! 🙂
এখান থেকে অ্যাডঅনটি ইন্সটল করুন।
আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই FlashGot টা অনেক ভালো ?